যুবকের বৈদ্যুতিক স্তম্ভ নষ্ট করার ভিডিও পাকিস্তানের, ভারতের নয়
বুম দেখে এক যুবকের বৈদ্যুতিক স্তম্ভ নষ্ট করার ভিডিওটি পাকিস্তানের করাচি শহরের যা সম্ভবত ২০২৩ সালে তোলা হয়।
পাকিস্তানের (Pakistan) করাচি শহরের একটি পুরনো ভিডিও যেখানে এক যুবককে বৈদ্যুতিক স্তম্ভের নিচের তার কাটতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাম্প্রদায়িক (Communal spin) দাবিসহ। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে ভারতে (India) এক মুসলিম (Muslim) যুবক সরকারি পরিকাঠামোর ক্ষতি করার দৃশ্য দেখা যাচ্ছে সেখানে।
১:২৬ মিনিটের ভিডিওতে, একটি ছেলেকে বৈদ্যুতিক স্তম্ভ এবং পাঁচিলের মাঝখানে একটি ছোট কাঠ ঢোকানোর চেষ্টা করতে দেখা যায়। ভিডিওতে এক ব্যক্তিকে ওই ছেলেটিকে বকাবকি করতেও শোনা যায়। এছাড়াও, ক্লিপটিতে একটি বড় খোলা নালা দেখা যায়।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দাবি করা হয়েছে ঘটনাটি ভারতের।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
বুম হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে (৭৭০০৯০৬৫৮৮) ভাইরাল ভিডিওটি জাচাই করার অনুরোধ পেয়েছে।
ফ্যাক্ট-চেকঃ যুবকের বৈদ্যুতিক স্তম্ভ নষ্টের ভিডিও ভিডিও পাকিস্তানের
বুম দেখে ভাইরাল ভিডিওটি পাকিস্তানের করাচির মারওয়াত পার্কের মঞ্জুর কলোনির, ভাইরাল পোস্টের দাবি অনুযায়ী ভারতের নয়।
আমরা দেখি একই ভিডিও ২০২৩ সালের জুলাই মাসে বেশ কয়েকজন ভারতীয় এক্স ব্যবহারকারী বিভ্রান্তিকর ও সাম্প্রদায়িক দাবি সহ শেয়ার করেন। ভাইরাল ভিডিওর কমেন্ট, যেখানে লেখা আছে ভিডিওটি ভারতের নয় বরং পাকিস্তানের, থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভিডিওটির কিফ্রেমে রিভার্স ইমেজ সার্চ করি।
সার্চের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে উর্দুতে বেশ কয়েকটি পোস্ট পাই যেখানে বলা হয়েছে ঘটনাস্থল পাকিস্তানের করাচির মারওয়াত পার্কের মঞ্জুর কলোনীর।
ফেসবুকে পোস্ট থেকে জানা যায় করাচির মারওয়াত পার্কের মঞ্জুর কলোনীর ভিডিও
২০২৩ সালের ৩০ জুনের ফেসবুক পোস্টের উর্দু ক্যাপশন বাংলায় অনুবাদ করলে জানা যায় থেকে উর্দু, "এই ধরনের চোরদেরও সন্তান হয়। দিনের বেলার রাস্তার আলোর তার কেটে ফেলা হচ্ছে। কেউ জিজ্ঞেস করবে না। মঞ্জুর কলোনি আওয়ামী চক হিল টাউন মারওয়াত পার্ক"
পোস্টটি দেখুন এখানে।
ভিডিওটি ঠিক কবে তোলা হয় তা নিশ্চিত ভাবে জানা যায় না। তবে, পাকিস্তানি ফেসবুক ব্যবহারকারীরা ভিডিওটি প্রথম ২০২৩ সালের জুন মাসে পোস্ট করেছিলেন।
জিওলোকেশন: মারওয়াত পার্ক, করাচি
গুগল ম্যাপে মারওয়াত পার্ক অনুসন্ধান করলে দেখা যায় জায়গাটি করাচির মঞ্জুর কলোনী এবং আওয়ামী চকের কাছে অবস্থিত। সেখানের নালাটিও মানচিত্রে স্পষ্টভাবে চিহ্নিত করা আছে যা ভাইরাল ভিডিওতে দেখা যায়।
দেখুন এখানে।