মাটিতে শুয়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি তুলছেন ফোটোগ্রাফার
বুম দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি তুলতে গিয়ে আলোকচিত্রীর মাটিতে শুয়ে পড়ার ছবিটি ভুয়ো।
গান্ধী-জয়ন্তীতে (Gandhi Birthday) মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) শ্রদ্ধা নিবেদনের ছবি তুলতে এক ফোটোগ্রাফারের মাটিতে শুয়ে পড়ে ক্যামেরা তাক করার দৃশ্যটি ভুয়ো এবং ফোটোশপ করা।
গত ২ অক্টোবর নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অন্য বিশিষ্টরা ১৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহাত্মা গান্ধীর উদ্দেশে রাজঘাটে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এই উপলক্ষেই ফোটোশপ করা ছবিটি শেয়ার করা হয়েছে।
সাংবাদিক রবি নায়ার এই ছবিটি টুইট করে ক্যাপশন দেন, "বিনা মন্তব্যে" (without comments)। অন্য অনেক টুইটার ব্যবহারকারী অবশ্য ছবিটিকে ভুয়ো বলে শনাক্ত করেছেন।
টুইটটির আর্কাইভ সংস্করণ দেখুন এখানে।
আরও পড়ুন: অক্টোবর মাসে সারা দেশে ২১ দিন বন্ধ ব্যাঙ্ক? শিরোনামে বিভ্রান্তি
তথ্য যাচাই
বুম ছবিটি গুগল-এ রিভার্স ইমেজ সার্চ করে দেখে ছবিটিতে ফোটোগ্রাফারকে ফোটোশপ করে মূল ছবিতে যোগ করা হয়েছে।
২ অক্টোবর ২০২২-এ রাজঘাটে প্রধানমন্ত্রীর আগমনের মূল ছবিটি তাঁর যাচাই-করা টুইটার-হ্যান্ডেল থেকে টুইট করা হয়, ছবিটির সঙ্গে আরও দুটি ছবিও টুইট করা হয়।
সেই ছবির ক্যাপশন ছিল, "গান্ধী-স্মরণে এক প্রার্থনাসভায় যোগদান করলাম।"
সংবাদপত্র দ্য সিয়াসত ডেইলি-তেও এই ছবিটি ছাপা হয়, সেখানে ছবির কৃতিত্ব দেওয়া হয় সংবাদসংস্থা পিটিআই-কে। বুমও যাচাই করে দেখে পিটিআই-এর আলোকচিত্রের আর্কাইভে ছবিটি ২ অক্টোবর ২০২২ আপলোড করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতীতেও গান্ধীজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গেছে।
মূল ছবি ও ভুয়ো ছবি দুটির মধ্যে একটি তুলনা নিচে দেখুন।
আরও পড়ুন: পিএফআই নিষিদ্ধ হওয়া নিয়ে ড. মনমোহন সিংহের বক্তব্যের টুইট নকল