অজিত ডোভালের স্ত্রী বলে ভাইরাল প্রাক্তন বিদেশ সচিবের ছবি
বুম দেখে ছবিটি প্রাক্তন ভারতীয় কুটনীতিবিদ সুজাতা সিংহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের।
এক মহিলার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (India's National Security Advisor) অজিত ডোভালকে (Ajit Doval) দেখা যাচ্ছে একটি ফটোতে। সেটি সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সমেত শেয়ার করে বলা হচ্ছে, ওই মহিলা হলেন, অজিত ডোভালের স্ত্রী অরুণী ডোভাল (Aruni Doval)।
বুম যাচাই করে দেখে দাবিটি মিথ্যে। ছবিটিতে ডোভালের সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি হলেন ভারতীয় কুটনীতিবিদ সুজাতা সিংহ।
ফটোটিতে অজিত ডোভালকে গোলাপী শাড়ি-পরা এক মহিলার সঙ্গে কোনও এক বিমান বন্দরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে তাঁদের লাগেজ বা মালপত্র। ছবিটি হিন্দিতে লেখা ক্যাপশনের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তাতে বলা হয়েছে, "শাহরুখ খান ও গৌরীর ফটো লক্ষাধিক লাইক পায়। দেখা যাক, জাতীয়তাবাদী দম্পতি অজিত ডোভাল ও তাঁর স্ত্রী অনু ডোভালের ফটো কতজন লাইক করেন।"
(হিন্দিতে লেখা মূল ক্যাপশন: शाहरुख खान और गौरी खान की जोड़ी को तो लाखों लाइक करते हैं । देखते हैं राष्ट्रवादी अजीत डोभाल और अनु डोभाल की जोड़ी को कौन-कौन लाइक करता है?)
টুইটটির আর্কাইভ দেখুন এখানে।
আরও পড়ুন: বিচারককে হুমকি চিঠি জেলে বসে? বিভ্রান্তি ছড়াল অনুব্রত মণ্ডলের নামে
তথ্য যাচাই
ইয়ানডেক্স ব্যবহার করে বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। দেখা যায়, ছবিটি ৯ অগস্ট, ২০২২-এ ইন্ডিয়ান এক্সপ্রেস-এ একটি প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত হয়। তাতে ফটোর ওই মহিলাকে বিদেশ সচিব সুজাতা সিংহ বলে শনাক্ত করা হয়।
২৮ মে, ২০১৮ যাচাই করা টুইটার হ্যান্ডেল থেকে বিদেশ মন্ত্রক একটি টুইট করে। তাতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সুজাতা সিংহকে দেখা যাচ্ছে। ওই টুইটে বলা হয়, "ভারতীয় কুটনীতিতে সামনের সারিতে মহিলারা! অফিসে প্রথম দিনে, মন্ত্রী @সুষমা স্বরাজকে অভিনন্দন জানাচ্ছেন বিদেশ সচিব সুজাতা সিংহ।"
সুজাতা অগস্ট, ২০১৩ বিদেশ সচিব নিযুক্ত হন। ওই পদে উনি ছিলেন তৃতীয় মহিলা। জানুয়ারি ২০১৫, এস জয়শঙ্কর (বর্তমান বিদেশমন্ত্রী) তাঁর জায়গায় আসেন। এমনটাই জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড।
বুম সুজাতা সিংহ ও অজিত ডোভালের স্ত্রী অরুণী ডোভালের ছবি মিলিয়ে দেখে। তাঁদরে দু'জনের মধ্যে কোনও মিল খুঁজে পাওয়া যায়নি।