পাকিস্তানে ৫০০ টাকার বাতিল নোটের বান্ডিল বলে ছড়াল লখনউয়ের ভিডিও
বুম দেখে কনটেন্ট নির্মাতা ব্রিজেশ মিশ্র উত্তরপ্রদেশের লখনউয়ের আশিয়ানা চৌরাস্তায় ভিডিওটি রেকর্ড করেছিলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি বাচ্চার কাছে নোট বন্দির (demonetisation) পর বাতিল হওয়া ৫০০ টাকার নোটের (500 rupee note) অনেকগুলি বান্ডিলের একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন সেটি পাকিস্তানের (Pakistan)।
বুম অনুসন্ধানে দেখে ভিডিওটি আসলে এক কনটেন্ট নির্মাতা লখনউয়ে রেকর্ড করেছেন।
ভাইরাল দাবি
পাকিস্তানে পুরনো কাগজ বিক্রির একটি ভ্যানে দুটি বাচ্চার কাছে অনেকগুলি ভারতীয় ৫০০ টাকার বাতিল নোট পাওয়া গেছে বলে ভিডিওটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "পাকিস্তানে পুরোনো ভারতীয় 500 টাকার নোট (পুরানো কাগজ কেনার একটি গাড়িতে) এখন আপনি বুঝতে পারবেন কেন মোদী নোট বন্ধ করেছিলো একটু শেয়ার করে দিন যাতে চামচাদের কাছে পৌঁছে যায়। ভারত মাতা কি জয়। জয় শ্রী রাম।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. কনটেন্ট নির্মাতার ভিডিও: একই ভিডিও এবছরের জানুয়ারি মাসে ভাইরাল হলে, বুম সেসময় ভিডিওটির তথ্য যাচাই করে। আমরা ভিডিওটির কিফ্রেমের রিভার্স সার্চ করে টিভি৯ হিন্দির প্রকাশিত একটি প্রতিবেদনে দেখে ভিডিওটি akhimishra511 নামক ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ২৭ ডিসেম্বর, ২০২৪-এ পোস্ট করা হয় যেখানে ভিডিওটি সম্পর্কিত আরও কয়েকটি পোস্ট পাওয়া যায়।
সেসময় আমরা একটি ভিডিওতে (এখন ডিলিট করা হয়েছে) দেখি, সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্রিজেশ মিশ্র নামের এক কনটেন্ট নির্মাতা বলেন ভিডিওটি তার ভাইপোর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটির কমেন্টে ব্রিজেশ মিশ্র তিনি ভিডিওটি উত্তরপ্রদেশের লখনউয়ে রেকর্ড করেছেন। এছাড়াও, ব্রিজেশ মিশ্র তার নিজস্ব ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে জানায় ঘটনাটি লখনউয়ের। দেখুন এখানে।
ব্রিজেশ মিশ্রর একটি ইনস্টাগ্রাম পোস্টে তাকে ওই দুটি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা বলতে শোনা যায়। অন্য একটি পোস্টে তিনি বাচ্চাগুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা অসম থেকে এসে বর্তমানে লখনউয়ের বাসিন্দা জানিয়ে ভাইরাল দাবি খণ্ডন করেন। তিনি ভাইরাল ভিডিওর বাচ্চা দুটির সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিও পোস্ট করেন।
এছাড়াও, মিশ্র তার ইউটিউব চ্যানেলে ভাইরাল দাবি খণ্ডন করে একটি ভিডিও পোস্ট করেন।
২. ব্রিজেশ মিশ্রর বয়ান: ব্রিজেশ মিশ্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি বুমকে বলেন, "ভিডিওটি নিয়ে ভুয়ো দাবি করা হচ্ছে। আমি ভিডিওটি ২৬ ডিসেম্বর লখনউয়ের আশিয়ানা চৌরাস্তার কাছে রেকর্ড করি। রাস্তায় নোটের বান্ডিল সহ এই ছেলেদের সঙ্গে আমাদের দেখা হয়। ভিডিওর দুই শিশু একই এলাকায় জঞ্জাল পরিষ্কারের কাজ করে। তারা একটি ডাস্টবিনে পুরনো ৫০০ টাকার নোটের বান্ডিলগুলি খুঁজে পায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু পরে কিছু ছেলে তাদের কাছ থেকে ওই নোট ছিনিয়ে নেয়।"
বুমকে তিনি টাকাগুলির ছবিও পাঠান।
৩. জিও লোকেশন: আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওর প্রেক্ষাপটে 'চাইপট্টি' নামক একটি দোকানের বিলবোর্ড দেখা যায়। আমরা গুগল ম্যাপে লখনউয়ের আশিয়ানা চৌরাস্তার স্ট্রিট ভিউ দেখি যেখানে ও একই বিলবোর্ড দেখা যায়।