দীপাবলির রাতে মহাকাশ থেকে তোলা ভারতের ছবি ? ভুয়ো দাবিতে ছড়াল অলঙ্করণ
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবি থ্রিডি অলঙ্করণ দীপাবলির রাতে মহাকাশ থেকে তোলা ভারতের ছবি নয়। ২০২০ সাল থেকে অনলাইনে রয়েছে।
থ্রিডি (3d) প্রযুক্তিতে তৈরি কাল্পনিক পৃথিবীর অলঙ্করণ (Illustration) ছবিকে সোশাল মিডিয়ায় দীপাবলির রাতে মহাকাশ (satellite image) থেকে তোলা ভারতের ছবি বলে ভুয়ো দাবি (fake news) করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি থ্রিডি অলঙ্করণ দীপাবলির রাতে মহাকাশ থেকে তোলা ভারতের ছবি নয়। ২০২০ সাল থেকে অনলাইনে রয়েছে।
২৪ ও ২৫ অক্টোবর ভারতীয় হিন্দুরা কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি পালন করে। ছবিটি এই প্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলি রাতেরবেলায় উজ্জ্বল দেখাচ্ছে।
ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "দীপাবলির রাতে মহাকাশ থেকে তোলা আমাদের ভারত"।
বুম দেখে একই দাবি সহ ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিটি দেখুন এখানে, এখানে ও এখানে।
আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল অস্ট্রেলিয়ার কার্ডিনিয়া পার্কে কৃত্রিম পিচ বসানোর ছবি
তথ্য যাচাই
বুম ছবিটি রিভার্স সার্চ করে স্টক ছবির ওয়েবসাইট শাটারস্টকে ছবিটিকে খুঁজে পায়।
ছবিটির ক্যাপশনের অনুবাদে লেখা হয়েছে, "তৃমাত্রিক রাতের পৃথিবী এশিয়ার ছবি" (মূল ইংরেজিতে: 3D Rendering Earth Night Asia)। এই অলঙ্গরণের কৃতিত্ব দেওয়া হয়েছে "আলফা ফুটেজ"।
ছবিটিকে সংশ্লিষ্ট ওয়েবাসইটে অলঙ্করণ হিসাবে বর্ণনা করা হয়েছে। মহাকাশ থেকে দ্বীপাবলির রাতে তোলা ছবি বলা হয়নি।
ছবিটিকে ২০২০ সালের অক্টোবর ও ২০২২ সালের জুন মাসে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ব্যবহার করা হয়। দেখুন এখানে ও এখানে।
ভারত সরকারের বিদেশ মন্ত্রকের ইসরো সংক্রান্ত ২০২১ সালের একটি প্রতিবেদনেও এই ছবিটি ব্যবহৃত হয়েছে। দেখুন এখানে।
আরও পড়ুন: গুজরাত ভোট: আপ জয়লাভের ভবিষ্যদ্বাণী করা জনমত সমীক্ষার গ্রাফিক ভুয়ো