ভগবান রামের মূর্তির সাথে ছড়াল একজন ফটোগ্রাফারের অপ্রাসঙ্গিক ছবির কোলাজ
বুম যাচাই করে দেখে ব্যক্তিটি একজন ইরাকের ফটোগ্রাফার এবং দৃশ্যটি আসলে ২০১৯ সালের ফুটবল এশিয়ান কাপের
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কোলাজ দেখা যায় এবং দাবি করা হয় একজন ফটোগ্রাফার ভগবান রামের মূর্তির ছবি তোলার সময় কেঁদে ফেলেন।
বুম যাচাই করে দেখে এই দাবি সঠিক নয় এবং দৃশ্যটি ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের, অযোধ্যার রাম মন্দিরের নয়।
২২ জানুয়ারী ২০২৪ তারিখে উদ্বোধন হল অযোধ্যার রাম মন্দির যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী, যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভগবৎ ছাড়াও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা। বেশ কিছু তারকাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় যে ছবির কোলাজ ভাইরাল হয় সেখানে একজন ফটোগ্রাফারকে ভগবান রামের মূর্তির ছবি তোলার সময় কাঁদতে দেখা যায়। এই কোলাজে ৪টে ছবি দেখা যায় যার মধ্যে তিনটে ছবিতে ফটোগ্রাফারকে কাঁদতে দেখা যায়। আরেকটি ছবিতে ভগবান রামের মূর্তি উপস্থিত আছে।
এই ছবির কোলাজ পোস্ট করে ব্যবহারকারীদের ক্যাপশন দেখা যায়,"শ্রীরাম না চাইলে, জগন্নাথ দেব না চাইলে এই দৃশ্য নির্মাণ হয় না। Speechless! কাল থেকে সাধারণের সঙ্গে খুলে যাচ্ছে মন্দির!"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। পোস্টের আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
আমরা প্রথমেই এই ছবির অংশগুলি রিভার্স সার্চ করি এবং এএফসি এশিয়ান কাপের যাচাই করা ফেসবুক পেজের ২৪ জানুয়ারি, ২০১৯ তারিখের একটি পোস্ট খুঁজে পাই যেখানে বলা হয় ব্যক্তিটি একজন ইরাকের ফোটোগ্রাফার যার জন্য এটি এক আবেগপূর্ণ মুহূর্ত ছিল যখন রাউন্ড অফ ১৬ খেলা চলে ইরাক এবং কাতারের মধ্যে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আমরা এএফসির ওয়েবসাইট থেকে দেখতে পাই এই ম্যাচ খেলা আবু ধাবিতে এবং কাতার ইরাককে ১ গোলের ব্যবধানে পরাজিত করে।
এরপর আমরা এএফসি এশিয়ান কাপের এক্স (প্রাক্তন টুইটার) প্রোফাইলেও একই একটি ছবি পাই যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে দেখা যায়।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
এই একই ছবি ভাইরাল হয় এর আগে যখন ২০১৯ সালে ভারত নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে পরাজিত হয়। সেই সময় দাবি করা হয় মহেন্দ্র সিং ধোনির রান আউটের কারণে কাঁদছিলেন এই ফটোগ্রাফার। এই সংক্রান্ত একটি তথ্য যাচাই করে বুম। তথ্য যাচাইয়ের প্রতিবেদনটি এখানে দেখা যাবে।