ছাত্রলীগের সমাবেশের ভিডিও ভাইরাল বাংলাদেশ হিন্দু আন্দোলন হিসেবে
বুম দেখে ভিডিওটি ১ সেপ্টেম্বর ২০২৩ সালের আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সমাবেশের।
কমলা রঙের জামা পরে একদল মানুষের সমাবেশের ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের (Bangladesh) হিন্দুরা (Hindu) তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে করা আন্দোলনের দৃশ্য।
বুম দেখে দাবি গুলি মিথ্যে। ভিডিওটি ১ সেপ্টেম্বর ২০২৩ এ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আয়োজিত একটি সমাবেশের দৃশ্য।
৫ আগস্ট ২০২৪ পদত্যাগ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সেদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের উপর হামলা ও লুটপাটের খবর পাওয়া যায়। এর প্রতিবাদে হিন্দুরা সম্প্রদায়ের লোকজন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায়।
৩৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে কমলা রঙের জামা পরা একদল মানুষ রাস্তায় মিছিল করছে। ওই মিছিলের সামনে চলা একটি সাদা রঙের গাড়িতে বাংলাদেশের পতাকা লক্ষ্য করা যায়। ভিডিওটিতে আমরা ‘শেখ হাসিনা’ স্লোগানও শুনতে পাওয়া যায়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “গেরুয়া ঝর এবার বাংলাদেশে ও শুরু হলো।।। সনাতনীরা সারা বিশ্বে জাগতে শুরু করেছে ।। আর ভয় নেই আমাদের। জয় শ্রী রাম”
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে ও এখানে। আর্কাইভ টি দেখতে ক্লিক করুন এখানে ও এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির কিছু মূল ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ১ সেপ্টেম্বর ২০২৩ আপলোড করা চ্যানেল ২৪ এর একটি ভিডিও খবর পাই। এই ভিডিওটিতেও কমলা রঙের জামা পরা লোকজন এবং ভাইরাল ভিডিওটিতে মিছিলের সামনে চলা সাদা গাড়িটিও লক্ষ্য করা যায়। চ্যানেল 24 ভিডিওটি আপলোড করে তার শিরোনামে লেখে, “বিশাল মিছিল নিয়ে ছাত্রলীগের সমাবেশে নেতাকর্মীরা”
এছাড়াও আমরা ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের ১ সেপ্টেম্বর ২০২৩ প্রকাশিত একটি প্রতিবেদন পাই যেখানে জানা যায়, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ১ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করে।
এটিকে সূত্র ধরে আমরা ফেসবুকে কিওয়ার্ড সার্চ করলে একাধিক ফেসবুক পোস্ট খুঁজে পাই। বাংলাদেশের সংসদ ফামি গুলন্দাজ বাবেলের একটি পোস্ট পাই। পোস্টটির ভিডিওতে ‘শেখ হাসিনা’ স্লোগান ও কমলা রঙের জামা পরা লোকজনকে লক্ষ্য করা যায়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, “সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ আজ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রলীগের ও পৌর সভা ছাত্রলীগের বিশাল মিছিল…”
এছাড়াও আমরা বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোনা জেলার ফেসবুক পেজেরএকটি পোস্টে ছাত্রলীগ সমাবেশের একাধিক ছবি লক্ষ্য করি। পোস্টটির ক্যাপশনটি হল, “বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব" স্মরণে বিশাল ছাত্র সমাবেশে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ।”
নিচে ভাইরাল ভিডিও এবং ফেসবুক পোস্টের ছবি ও চ্যানেল ২৪ এর ভিডিওর ফ্রেমের তুলনা দেওয়া হল।