BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনসাধারণ...
ফ্যাক্ট চেক

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনসাধারণ ভারতের গণতন্ত্রের প্রতি শপথ নিলেন?

বুম দেখে এই ভিডিওতে যে মানুষদের দেখা যাচ্ছে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়, জম্মু কাশ্মীরের উড়ি শহরের

By -  Shrey Banerjee
Published -  19 Sept 2023 5:00 PM IST
  • পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনসাধারণ ভারতের গণতন্ত্রের প্রতি শপথ নিলেন?
    Listen to this Article

    সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে প্রচুর মানুষকে একসাথে শপথ নিতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে এনারা সকলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দা এবং তারা শপথ নিচ্ছেন যাতে হিন্দুস্তানের অংশ হিসেবে সামিল হতে পারেন।

    পাকিস্তান অধিকৃত কাশ্মীর এখন খবরের শিরোনামে রয়েছে ভারতের প্রাক্তন সেনা প্রধান ভি.কে. সিঙ্গের একটি বক্তব্যের পরে। তিনি রাজস্থানে বিজেপির 'পরিবর্তন যাত্রা'-র এক সাংবাদিক সম্মেলনে বলেন,"পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিজে থেকেই আবার ভারতের অংশ হয়ে উঠবে, শুধু সময়ের অপেক্ষা।" এই সংক্রান্ত প্রতিবেদন এখানে দেখা যাবে।

    সোশ্যাল মিডিয়ায় তার মধ্যেই ছড়িয়ে পড়েছে এই ভিডিও এবং যে ব্যক্তিকে মাইক ধরে দেখা যাচ্ছে সে মানুষকে শপথ নিতে আগ্রহ করছেন।

    একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,"এটা পাকিস্তানের POK-এর ভিডিও যা নিয়ে গোটা বিশ্বে জোর চর্চা চলছে। POK-এর জনসাধারণ সংকল্প গ্রহণ করছেন যে তাঁরা যেন হিন্দুস্তানে অন্তর্ভুক্ত হয়।"

    এই পোস্টের লিংক এখানে দেখা যাবে।


    এই পোস্টের আর্কাইভ দেখা যাবে এখানে।

    এই ভিডিওটি একই ক্যাপশন সহ হোয়াটস্যাপেও ভাইরাল হয়েছে।

    তথ্য যাচাই

    আমরা এই ভিডিওর প্রথমেই শুনতে পাই,"যখনই আমাদের দেশের আমাদের দরকার পড়বে, উড়ির যুবকরা এবং পুরো জম্মু কাশ্মীরের গুজ্জর বাক্কারওয়াল যুবক নিজেদের জীবন দিতে তৈরী থাকবে।"

    এরপর আমরা গোজ্রি মাহরী জুবান নামক ইউটিউব চ্যানেলের একটি ভিডিও খুঁজে পাই যেখানে শপথ নেওয়ার অংশটি উপস্থিত রয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, "উরির গুজ্জর বাক্কারওয়াল সম্প্রদায় ভারতের সংবিধানের আওতার মধ্যে তাদের তফশিলি উপজাতির মর্যাদা রক্ষা করার শপথ নিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে আমরা ভারতীয় সেনাবাহিনীর সাথে আমাদের সীমান্ত রক্ষা করব এবং দেশের গণতান্ত্রিক কাঠামো এবং নিজেদের সংরক্ষণ রক্ষা করব।"


    এই ভিডিওর লিংক দেখা যাবে এখানে।

    এই ভিডিওর ওপর আমরা একটি লেখনী দেখতে পাই "সৌজন্যে: ট্রাইবাল বাঁচাও মার্চ"। এই সূত্র ধরে আমরা ফেসবুকে এই নামের পেজে একটি ভিডিও খুঁজে পাই যেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শপথ নেওয়ার অংশটি রয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,"উড়ির গুজ্জর বাক্কারওয়াল সম্প্রদায় নিজেদের তফসিল উপজাতির মর্যাদা ভারতের সংবিধানের অধীনে থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছে। তারা আরো প্রতিশ্রুতি দিয়েছে ভারতের সেনার সাথে তারা নিজেদের সীমা রক্ষা করবেন এবং দেশের গণতান্ত্রিক কাঠামো রক্ষা করবে। রফিক ভালোত বিবিসি জিন্দাবাদ।" এই পোস্টটি করা হয়েছে ১৯ আগস্ট ২০২৩ তারিখে।


    আমরা কিওয়ার্ড সার্চ করে বুঝতে পারি রফিক ভালোত হলেন কাশ্মীরের ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল (বিডিসি)'র উড়ি ব্লকের প্রধান। বুম রফিক ভালোতের সাথে যোগাযোগ করে এবং তিনি আমাদের বলেন,"দীর্ঘ দু বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায় যাদের মধ্যে রয়েছে গুজ্জর বাক্কারওয়াল সম্প্রদায়ের মানুষরাও, তাদের সরকারের কিছু সংরক্ষণ নিয়ে সিদ্ধান্তের প্রতিবাদে আগস্ট মাসে একটি যাত্রা করা হয়।এই যাত্রা অনুষ্ঠিত হয় বারামুল্লা জেলার লাগামা ডাক বাংলো এলাকায়। স্বাধীনতা দিবসের পরেই এই সভা আয়োজিত হয়েছিল যেখানে উড়ির গুজ্জর বাক্কারওয়াল সম্প্রদায়ের যুবকরা শপথ নেয়। মাইক ধরে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে এই ভিডিওতে, সেটি আমি। এই ভিডিওকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাথে যোগ করে শেয়ার করা হচ্ছে কিন্তু এর সাথে পাকিস্তানের কোনো যোগ নেই। আমরা এই ধরণের সভা আগামী দিনেও করবো।"

    অতএব এর থেকে স্পষ্ট হয়ে যায় এই ভিডিওটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়, জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উড়ির।



    Tags

    Jammu and KashmirPOKUri
    Read Full Article
    Claim :   ভিডিওতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনসাধারণ ভারতের গণতন্ত্রের প্রতি শপথ নিলেন
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!