পপ তারকা রিহানার দিকে প্রধানমন্ত্রী মোদীর তাকানোর ছবিটি সম্পাদিত
বুম যাচাই করে দেখে ভিন্ন দুটি ছবিকে সম্পাদনা করে একসাথে জুড়ে ভুয়ো এই ছবি তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং পপ তারকা রিহানার (Rihanna) পাশাপাশি বসে থাকার এক সম্পাদিত ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করে অনেকে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী রিহানার দিকে অনুপযুক্তভাবে তাকিয়েছিলেন।
বুম যাচাই করে দেখে ছবিটি ডিজিটাল উপায়ে জুড়ে তৈরি করা হয়েছে এবং দুজনে কখনোই একসঙ্গে প্রকাশ্যে ছবি তোলেননি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২০ জুন তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান। যেখানে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বড় বড় বহুজাতিক সংস্থার প্রধানদের সাথেও দেখা করেন। এছাড়াও তিনি ইউএস কংগ্রেসের যৌথ অধিবেশনেও বক্তব্য পেশ করেন। এই পরিপ্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় সম্পাদিত ছবিটি ভাইরাল হয়েছে।
ছবিটি ফেসবুকে শেয়ার করে ইংরেজি ক্যাপশনে লেখা হয়, "এই জন্য বলেছিলাম ভক্তদের... আরএসএস শাখায় যাবেন না যেখানে জীবন এক রসিকতায় পরিণত হয়েছে।"
পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
টুইটারেও ছবিটি একই দাবিসহ শেয়ার করা হচ্ছে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে প্রধানমন্ত্রী মোদী ও রিহানাকে একসাথে দেখানোর জন্য ভিন্ন দুটি ছবিকে সম্পাদনা করে একসাথে জুড়ে দেওয়া হয়েছে।
বুম ভাইরাল ছবিতে থাকা রিহানার অংশটি কেটে রিভার্স ইমেজ সার্চ করলে ১ মার্চ ২০১৭ সালে প্রকাশিত মিররের একটি প্রতিবেদন পায় যেখানে ভাইরাল হওয়া রিহানার ছবির অংশকে দেখতে পাওয়া যায়। প্রতিবেদনটি অনুসারে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রিহানা হিউম্যানিটেরিয়ান অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
আমরা দেখি ছবির ক্যাপশনে ছবিটি তোলার কৃতিত্ব গেটি ইমেজসকে দেওয়া হয়েছে। এই তথ্যকে সূত্র ধরে আমরা গেটি ইমেজেসের ওয়েবসাইটে সার্চ করলে ভাইরাল হওয়া ওই ছবিটি দেখতে পাই। ছবিটির ক্যাপশন হিসেবে লেখা হয়, "ক্যামব্রিজ, এমএ - ফেব্রুয়ারি ২৮: রিহানা ২০১৭ সালের হার্ভার্ড ইউনিভার্সিটি হিউম্যানিটেরিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন ২৮ ফেব্রুয়ারী ২০১৭ সালে কেমব্রিজ, ম্যাসাচুসেটসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে। (ছবি: পল মারোটা/গেটি ইমেজ)"
এরপর আমরা প্রধানমন্ত্রী মোদীর ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে প্রো কেরালার ১৯ এপ্রিল ২০১৯ প্রকাশিত এক প্রতিবেদন পাই। আমরা দেখতে পাই ভাইরাল ছবিতে থাকা প্রধানমন্ত্রী মোদীর পোশাক ও প্রতিবেদনে থাকা ছবিটির সাথে প্রধানমন্ত্রীর পোশাকের মিল রয়েছে। প্রতিবেদনটির শিরোনাম হিসেবে লেখা হয়, "ব্যবসায়ীদের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী"।
ওই প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের সাথে প্রধানমন্ত্রী মোদী দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এক ব্যবসায়ী সম্মেলনে যোগ দেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য ট্রিবিউনও বিষয়টি নিয়ে সেসময় রিপোর্ট করে। ব্যবসায়ীদের সম্মেলনে প্রধানমন্ত্রীর ছবি এবং বর্তমানে ভাইরাল সম্পাদিত ছবিটির অংশের তুলনা নীচে করা হল।