দিল্লিতে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবের ম্যুরাল উদ্বোধন মোদীর বলে AI ছবি ছড়াল
বুম দেখে প্রধানমন্ত্রী বিজয় দিবসে দিল্লিতে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবের কোনও ম্যুরাল উদ্বোধন করেননি, ভাইরাল ছবি এআই নির্মিত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) নির্মিত ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) ও স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibur Rahman) একটি ম্যুরাল উদ্বোধন করতে দেখা যায়। ব্যবহারকারীদের একাংশের দাবি বিজয় দিবস (Vijay Diwas) উপলক্ষে প্রধানমন্ত্রী এই ম্যুরালটি দিল্লিতে (Delhi) উদ্বোধন করেছেন।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। প্রধানমন্ত্রী মোদী এধরণের কোনও ম্যুরাল উদ্বোধন করেননি, ছবিটি এআই দিয়ে তৈরি।
১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক জয় উদযাপন করতে ১৬ ডিসেম্বর পালিত হয় বিজয় দিবস। টানা ১৩ দিন যুদ্ধের পর ১৯৭১ সালে এদিন পাকিস্তানি সেনা ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তি যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়।
দাবি
ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "ভারতের দিল্লী'তে ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমান দুজনের একটি মোরাল বানানো হয়, গতকাল বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সেটা উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ছবিটি এআই নির্মিত: বুম ভাইরাল দাবিটি যাচাই করতে দিল্লিতে বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ম্যুরাল সম্পর্কে কিওয়ার্ড সার্চ করে। তবে, সার্চের মাধ্যমে আমরা কোনও বিশ্বাসযোগ্য সূত্র পায়নি যা দাবিটি সমর্থন করে। এছাড়াও, আমরা দেখি প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফরে গেছেন ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে। জর্ডান এবং ওমানের পর বর্তমানে তিনি ইথিয়োপিয়ায় আছেন।
ভাইরাল ছবিতে আমরা লক্ষ্য করি ছবির ম্যুরালে বানান ভুল রয়েছে; হিন্দিতে মুজিবুর রহমানের নামের আগে শেখের জায়গায় "শীখ" লেখা রয়েছে। এরপর, আমরা ছবিটিকে এআই যাচাইকারী টুল হাইভ মডারেশন এবং Undetectable AI-এ পরীক্ষা করি। দুটি পরীক্ষাতেই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা পাওয়া গেছে।
হাইভ মডারেশনে করা পরীক্ষার ফল নীচে দেখা যাবে।
Undetectable AI-এ করা পরীক্ষার ফল দেখুন নীচে।






