কর্নাটকের রাস্তায় প্রকান্ড অজগরের ভিডিও ছড়াল আসানসোলের ঘটনা বলে
বুম যাচাই করে দেখে ময়াল সাপের রাস্তা পেরনোর ভাইরাল ভিডিওটি আসানসোলের নয়, কর্নাটকের কারওয়ারের হানাকোনা গ্রামের ঘটনা।
কর্নাটকের রাস্তায় দীর্ঘকার অজগর (Python) সাপের রাস্তা পেরনোর দৃশ্য ভুয়ো দাবি সহ পশ্চিমবঙ্গের আসানসোলে (Asansol) বার্নপুরের ঘটনা বলে ছড়ানো হচ্ছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৩ মিনিট মিনিটের ভিডিওটিতে জনৈক স্থানীয় খবরের চ্যানেলের লোগো সহ পরিবেশিত সংবাদে দেখা যায় রাতের অন্ধকারে রাস্তা পেরচ্ছো দীর্ঘ এক অজগর সাপ।
ফেসবুক ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "আসানসোল বানপুর ISSCO রোডে দেখা গেল বৃহৎ আকৃতির সাপ"
আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রীর ভুয়ো দাবি কাশ্মীর গণহত্যা রোড আইল্যান্ডে স্বীকৃত
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ময়াল সাপের রাস্তা পেরনোর ভাইরাল ভিডিওটি আসানসোলের নয়, কর্নাটকের কারওয়ারের হানাকোনা গ্রামের ঘটনা।
বুম ভাইরাল ভিডিওটির মূল ফ্রেমগুলি রিভার্স সার্চ করে ৬ মার্চ ২০১২ প্রকাশিত কন্নড় চ্যানেল 'এসভি৫ টিভি নিউজে'র ইউটিউব ভিডিওতে দৃশ্যটি দেখতে পায়।
ভিডিওটির শিরোনাম লেখা হয়, "কর্নাটকের" কারওয়ার ১২ ফুট লম্বা জ্বালিকার পাইথন রাস্তা পেরচ্ছে"
(মূল ইংরেজিতে শিরোনাম: In Karnataka's Karwar 12 Feet Long Reticulated Python Crossing Road )
এই সূত্র ধরে বুম কিওয়ার্ড সার্চ করে দেখে ৬ মার্চ ২০২২ প্রকাশিত ইটিভির প্রতিবেদন খুঁজে পায়।
ওই প্রতিবেদন অনুযায়ী উত্তরা কান্নাড় জেলার কারওয়ারের হানাকোনা গ্রামে ১২ ফুট দীর্ঘ ওই আজগরটিকে দেখা যায়। স্থানীয়রা ভিডিওটি তোলে। তারপর সোশাল মিডিয়ায় ভাইরাল হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে রাস্তার মাঝে অজগর দেখে।
আরও পড়ুন: আডবাণীর আবেগপ্রবণ হওয়ার সঙ্গে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সম্পর্ক নেই