BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • কংগ্রেস কী ভেতরে রাহুল গান্ধীর...
ফ্যাক্ট চেক

কংগ্রেস কী ভেতরে রাহুল গান্ধীর ছবিসহ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে?

বুম দেখে ভাইরাল ভিডিওটি ভুয়ো। রতন রঞ্জন নামের এক কৌতুক শিল্পী কংগ্রেস পার্টিকে বিদ্রূপ করতে ভিডিওটি বানিয়েছেন।

By -  BOOM FACT Check Team
Published -  9 July 2025 3:09 PM IST
  • কংগ্রেস কী ভেতরে রাহুল গান্ধীর ছবিসহ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে?
    Listen to this Article

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় স্যানিটারি ন্যাপকিনের (sanitary napkin) ভেতর রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি দেখা যায়। সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করেছেন বিহারে ঋতুকালীন স্বাস্থ্যবিধি (menstrual hygiene) নিয়ে চালু করা নতুন প্রকল্পের আওতায় কংগ্রেস (Congress) ভাইরাল ভিডিওয় দৃশ্যমান স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে।

    বুম দেখে কৌতুক শিল্পী রতন রঞ্জন কংগ্রেস পার্টিকে বিদ্রূপ করার উদ্দেশ্যে ভাইরাল ভিডিওটি তৈরি করেছিল; ভিডিওয় কংগ্রেসের বিতরণ করা স্যানিটারি ন্যাপকিন দেখা যায় না।

    বিহার নির্বাচনী প্রচারের অংশ হিসাবে, ঋতুকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে কংগ্রেস প্রিয়দর্শিনী উড়ান যোজনা চালু করেছে যার আওতায় ৫ লক্ষেরও বেশি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বিতরণ করা প্যাকেটগুলিতে প্রিয়াঙ্কা বঢরা ও রাহুল গান্ধীর ছবি থাকায় বিতর্কের সৃষ্টি করেছে, বিরোধীদের দাবি কংগ্রেস এভাবে মহিলাদের অসম্মান করছে।

    ভাইরাল দাবি

    ভাইরাল ভিডিওয় একটি কমালা রঙের প্যাকেট থেকে একজনকে একটি ভাঁজ করা স্যানিটারি প্যাড বের করতে দেখা যায় যার উপর রাহুল গান্ধীর ছবি রয়েছে। ভিডিওয় দৃশ্যমান প্যাকেটের বাইরে কংগ্রেসের মাই বেহেন মান যোজনার কথা লেখা ছিল।

    ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "বিহার বিধানসভা নির্বাচনে‌র প্রচারে কংগ্রেস পাঁচ লক্ষ মহিলাদের স‍্যানিটারি প‍্যাড বিতরণ করবে...রাহুল-গান্ধীর ছবি শুধু প‍্যাকেটের উপরেই নয় প‍্যাডের ভেতরেও ছাপা হয়েছে...এই অভিনব প্রযুক্তির আইডিয়া‌র জন‍্য সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের পুরো টিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই...।"

    অনুসন্ধানে আমরা কী পেলাম

    ১. প্যাকেজিংয়ে গরমিল

    ভাইরাল ভিডিওয় কমলা রঙের প্লাস্টিকের প্যাকেটের উপর কাগজে রাহুল গান্ধীর একটি ছবি এবং কংগ্রেসের চালু করা প্রকল্পের বিশদ বিবরণ দেখা যায়। ভিডিও থেকে আমরা নিশ্চিত হতে পারি কমলা ও সবুজ রঙের হুইসপার চয়েজ প্যাকেটের উপর কাগজটি লাগানো হয়েছে।

    বিহার মহিলা কংগ্রেসের সভাপতি সরওয়াত জাহান ফতিমা বিহারের মহিলাদেরকে বিতরণ করা স্যানিটারি ন্যাপকিনের বাক্সের ছবি পাঠান বুমকে। গোলাপী রঙের কার্ডবোর্ড বাক্সের একদিকে রাহুল গান্ধীর ছবি ও অপরদিকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ছবি দেখা যায় এবং সাথে প্রকল্পটির বিশদ বিবরণ লেখা রয়েছে হিন্দিতে।

    কংগ্রেসের বিতরণ করা আসল বাক্স ও ভাইরাল ভিডিওতে দেখা প্যাকেটের তুলনা নীচে দেখা যাবে।


    ২. কৌতুক শিল্পীর তৈরি ভিডিও

    একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উল্লেখ করেন ভাইরাল ভিডিওটি কৌতুক শিল্পী রতন রঞ্জনের তৈরি এবং তিনি ৫ জুলাই, ২০২৫-এ তার এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পোস্টও করেন। এছাড়াও, তিনি মহিলাদের মতো শাড়ি পরে একটি ভিডিও আপলোড করে যেখানে স্যানিটারি ন্যাপকিনের উপর রাহুল গান্ধির ছবি থাকায় রঞ্জন তাকে কটাক্ষ করে।

    যদিও মূল ভিডিওগুলি রঞ্জনের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে, আমরা একটি নকল সাক্ষাৎকারের ভিডিও পেয়েছি যেখানে তিনি স্যানিটারি ন্যাপকিনের ভিতরে গান্ধীর ছবি আটকে জাল ভিডিও তৈরি করার কথা স্বীকার করেছেন।

    ৩. কংগ্রেস ভাইরাল ভিডিও খণ্ডন করেছে

    কংগ্রেসের মহিলা শাখার জাতীয় সভাপতি অলকা লাম্বা ভাইরাল দাবি খণ্ডন করে ভিডিওটিকে ভুয়ো বলে চিহ্নিত করেছেন। তিনি বলেন, 'ভিডিওটি খারাপ উদ্দেশ্যে শেয়ার করা হচ্ছে। ভাইরাল ভিডিওর প্যাকেটটি কমলা রঙের এবং আমাদের প্যাকেটটি গোলাপী... এবং মহিলাদের দ্বারা পরিচালিত একটি স্থানীয় ইউনিটে তৈরি।" কংগ্রেস কৌতুক শিল্পী রতন রঞ্জন এবং অন্যান্যদের বিরুদ্ধে ভুয়ো ভিডিও বানানোর জন্য পুলিশে অভিযোগ দায়ের করেছে ।

    আরও পড়ুন -নিষিদ্ধপল্লীতে শমীক ভট্টাচার্যের যাতায়াত দাবিতে ভাইরাল ABP গ্রাফিকটি ভুয়ো

    Tags

    Rahul GandhiCongress
    Read Full Article
    Claim :   ভিডিওতে বিহার নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের বিতরণ করা স্যানিটারি ন্যাপকিনের উপর রাহুল গান্ধীর ছবি দেখা যায়
    Claimed By :  Social media users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!