গায়িকা মৈথিলী ঠাকুরের সঙ্গে মনোহরলাল ধাকড়ের ভাইরাল ছবিটি সম্পাদিত
বুম দেখে বিহার বিজেপির এক নেতার ছবিকে সম্পাদনা করে মনোহরলাল ধাকড়ের মুখ বসানো হয়েছে ভাইরাল ছবিতে।

সম্প্রতি সদ্য বিজেপিতে (BJP) যোগদান করা গায়িকা মৈথিলী ঠাকুরের (Maithili Thakur) সঙ্গে মধ্যপ্রদেশের স্থানীয় নেতা মনোহরলাল ধাকড়ের (Manoharlal Dhakad) একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভাইরাল ছবিটি সম্পাদিত; আসল ছবিতে মৈথিলী ঠাকুরের পিছনে বিহার বিজেপির এক স্থানীয় নেতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
লোক সংগীত শিল্পী মৈথিলী ঠাকুর আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে আলিনগর আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন। এবছরের মে মাসে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে প্রকাশ্যে অশ্লীলতার জন্য শিরোনামে আসে ভাইরাল ছবিতে দৃশ্যমান মনোহরলাল ধাকড়, মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার স্থানীয় নেতা। কংগ্রেসের অভিযোগ করে ধাকড় একজন বিজেপি কর্মী। পুলিশ তাকে গ্রেফতার করে।
ভাইরাল দাবি
বিজেপির উত্তরীয় গলায় মৈথিলী ঠাকুরের পেছনে মনোহরলাল ধাকড়ের ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধকড় একজন নিষ্ঠাবান সনাতনী, যে নারীদের সর্বদা সন্মানিত করতেই পছন্দ করে। হাইওয়ে হোক বা বিজেপির রাজনৈতিক মঞ্চ, সে অধিকাংশ সময় মেয়েদের পিছনেই নিজেকে রাখতে পছন্দ করে। ও ভালো কথা! হাইওয়ে সিসি ক্যামেরায় ধরা পরা সিসিটিভি ফুটেজ লিক হওয়ার জন্য পুলিশ কর্মীদের চাকরি গেছে কিন্তু হাইওয়ে সেক্স কিং মঞ্চ আলো করে আবার সেই মহিলার পিছনে দাঁড়িয়ে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ছবিটি সম্পাদিত: বুম দাবিটির সত্যতা যাচাই করতে ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চ করে একাধিক সংবাদ প্রতিবেদনে অনুরূপ ছবি পায়। তবে, কোনও ছবিতেই মৈথিলী ঠাকুরের সঙ্গে মনোহরলাল ধাকড়কে দেখা যায় না। আজতকের ১৫ অক্টোবর, ২০২৫-এর প্রতিবেদনে বিহারের বিজেপি প্রেসিডেন্ট দিলীপ জয়সওয়ালের পাশে মৈথিলী ঠাকুরকে দেখা যায় এবং তার পিছনে ভাইরাল ছবির মতো পোশাকে অন্য এক বিজেপি নেতা দৃশ্যমান। আজতক ছবির কৃতিত্ব সংবাদ সংস্থা পিটিআইকে দিয়েছে।
১৪ অক্টোবর, ২০২৫-এ দৈনিক ভাস্কর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মৈথিলী ঠাকুরের বিজেপিতে যোগদান করার একাধিক ছবি পোস্ট করে যেখানে একই ছবি দেখা যায়। সংবাদমাধ্যমের প্রকাশিত ছবির সঙ্গে তুলনা করলে স্পষ্ট হয় ভাইরাল ছবিটি সম্পাদিত। নীচে ভাইরাল ছবির সঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবির একটি তুলনা দেখা যাবে।
২. ছবির ব্যক্তি স্থানীয় বিজেপি নেতা: আমরা অনুসন্ধানের মাধ্যমে দেখি ভাইরাল ছবির ব্যক্তি বিহার বিজেপির রাজ্য জনসংযোগ সহ-আহ্বায়ক অমিত প্রকাশ। তার ফেসবুক পেজে আসল, অসম্পাদিত ছবিটি দেখা যায়। এছাড়াও, ১৪ অক্টোবর, ২০২৫-এ ভাইরাল ছবির মতো একই পোশাকে মৈথিলী ঠাকুরের সঙ্গে অন্যান্য ছবিও তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেন।