BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • দলবদল নিয়ে আনুগত্য ও লোভ সংক্রান্ত...
ফ্যাক্ট চেক

দলবদল নিয়ে আনুগত্য ও লোভ সংক্রান্ত বুমরার পোস্ট করার ভুয়ো দাবি ছড়াল

বুম যাচাই করে দেখে এমন কোনও পোস্ট বুমরাহ করেননি ও ভাইরাল ছবিটি সম্পাদনা করে তৈরী করা হয়েছে।

By -  Anmol Alphonso
Published -  1 Dec 2023 7:12 PM IST
  • দলবদল নিয়ে আনুগত্য ও লোভ সংক্রান্ত বুমরার পোস্ট করার ভুয়ো দাবি ছড়াল
    Listen to this Article

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট টিমের (Indian Cricket Team) খেলোয়াড় যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে একটি সম্পাদিত ও ভুয়ো ইনস্টাগ্রামের স্টোরির (Instagram Story) ছড়িয়ে পরে যেখানে দাবি করা হয় বুমরা লোভ এবং আনুগত্য সংক্রান্ত একটি লেখা পোস্ট করেছেন।

    বুম যাচাই করে দেখে যশপ্রীত বুমরা এমন লেখা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেননি যেখানে এধরণের কোনও বক্তব্যের উল্লেখ দেখতে পাওয়া যায়।

    যশপ্রীত বুমরা ২৮ নভেম্বর ২০২৩ তারিখে সকাল ১০.১৫ নাগাদ একটি জল্পনামূলক ইনস্টাগ্রাম পোস্ট করেন, "কখনও কখনও নীরবতা হয় সেরা উত্তর"। এটি গুজরাত টাইটান্সের প্রাক্তন অধিনায়ক হার্দিক পাণ্ড্যর ২৭ নভেম্বর তারিখে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসার খবরের সাথে যুক্ত করে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু করেন।

    ভাইরাল স্ক্রিনশটটি @musafir_hu_yar নামক এক্স (প্রাক্তন টুইটার) প্রোফাইল থেকে পোস্ট করা হয় এবং তার ক্যাপশন হিসেবে লেখা হয়, "বুমরা ইনস্টা স্টোরি"।

    ইনস্টাগ্রামের সেই স্টোরির ছবিতে বুমরার নাম ব্যবহার করে লেখা হয়, "কখনও কখনও লোভী হওয়া ভাল আর অনুগত হওয়া নয়"।


    এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    এই পোস্টকে সত্যি হিসেবে রিপোর্ট করে প্রতিবেদন প্রকাশ করে হিন্দুস্তান টাইমস বাংলা, দ্য ওয়াল , এই সময় , সংবাদ প্রতিদিনের মতন সংবাদমাধ্যম।

    একই দাবি করে ফেসবুকেও এমন পোস্ট ভাইরাল হয়।


    এমনই এক পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

    আরও পড়ুন -ক্রিকেট বিশ্বকাপের পর শাকিবকে আক্রমণ সমর্থকদের? না, এই ভিডিও পুরনো


    তথ্য যাচাই

    বুম যাচাই করে দেখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম স্ক্রিনশটটি ভুয়ো এবং সম্পাদিত। ভারতীয় খেলোয়াড় যশপ্রীত বুমরা এমন কোনও ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেননি যেখানে লেখা, "কখনও কখনও লোভী হওয়া ভালো, সততার চেয়ে"।

    আমরা বুমরার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল খতিয়ে দেখি যখন তিনি ২৮ নভেম্বর ২০২৩ তারিখে সকাল ১০.১৫-এ তার প্রথম ইনস্টাগ্রাম স্টোরিটি পোস্ট করেন যেখানে লেখা থাকে, "কখনও কখনও নীরবতা হয় সেরা উত্তর"।

    নীচের স্ক্রিনশটটি সকাল ১১.১১ তে নেওয়া হয়। ভুয়ো স্ক্রিনশটটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় সকালে ১১.২৬-এ যেখানে ৩৯ মিনিট আগে বুমরার পোস্ট করার উল্লেখ দেখা যায়। অর্থাৎ সেই হিসাবে বুমরা এটি সকাল ১০টা বেজে ৪৭ মিনিটে পোস্ট করেছিলেন। তবে বুমরা তার প্রথম স্টোরি সকাল ১০.১৫-এ পোস্ট করার পর থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অন্য কোনও স্টোরি পোস্ট করেননি, বুম তা যাচাই করে।


    যশপ্রীত বুমরার ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখতে এখানে ক্লিক করুন।

    যদি বুমরা ভাইরাল বক্তব্যটি পোস্ট করতেন, তাহলে তার সেই ইনস্টাগ্রাম স্টোরির অন্যান্য স্ক্রিনশটও উপস্থিত থাকত, কিন্তু এক্ষেত্রে অনলাইনে কেবলমাত্র একটি স্ক্রিনশটের উপস্থিতিই লক্ষ্য করা যায়।

    এছাড়াও, ভাইরাল স্ক্রিনশটে যে সময়ের উল্লেখ দেখা যায় তার সাথে মুফাদ্দাল বোহরা নামক এক্স ব্যবহারকারীর এক পোস্টের মিল দেখা যায়। এখানেও ভাইরাল স্ক্রিনশটের মতনই '৩৯ মিনিট আগে' স্টোরিটি পোস্ট হওয়ার কথা উল্লেখ করা থাকতে দেখা যায়।

    Jasprit Bumrah's Instagram story. pic.twitter.com/EgpAirzwai

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) November 28, 2023

    এই একই স্ক্রিনশটকে ব্যবহার করে ভুয়ো ইনস্টাগ্রাম স্টোরিটি তৈরী করা হয় যার থেকে ভারতীয় দলের পেসারকে নিয়ে জল্পনা ছড়ায়। স্টোরিগুলির তুলনা নিচে দেখা যাবে।



    আরও পড়ুন -উত্তরাখণ্ডের সুড়ঙ্গ দুর্ঘটনার উদ্ধারকারীদের AI-এর তৈরী ছবি ছড়াল

    Tags

    Jasprit BumrahMumbai IndiansIPLIndian Cricket Team
    Read Full Article
    Claim :   ছবিতে দেখা যায় এক ইনস্টাগ্রাম স্টোরিতে বুমরা লেখেন, ‘কখনও কখনও অনুগত হওয়ার চেয়ে লোভী হওয়া অনেক ভালো'
    Claimed By :  Social Media Users, Media Reports
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!