বিভ্রান্তিকর দাবিতে ছড়াল ২০১৬ সালে রোহিত শর্মার অস্ত্রোপচারের ছবি
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ২০১৬ সালে রোহিত শর্মার উরুর অস্ত্রোপচারের সময়ের। সম্প্রতি তিনি চোট পেয়েছেন ডান হাতে।
ভারতীয় (Indian) টি২০ ক্রিকেট (T20 Cricket) দলের অধিনায়ক (Captain) রোহিত শর্মার (Rohit Sharma) অস্ত্রোপচারের পুরনো ছবি সহ সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট বিভ্রান্তিকর দাবিতে তাঁর সাম্প্রতিক চোট পরবর্তী ছবি বলে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ওই পুরনো ছবি সহ নিউজ পোর্টালে খবর প্রকাশিত হওয়ায় নেটিজেনরাও ছবিটিকে সাম্প্রতিক ঘটনা বলে ভুল করছেন।
বুম যাচাই করে দেখে ছবিটি ২০১৬ সালে রোহিত শর্মার হাঁটুতে অস্ত্রোপচার পরবর্তী সময়ের, সম্প্রতি তিনি অনুশীলনের সময় ডান হাতের বাহুতে আঘাত পেয়েছেন।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মঙ্গলবার অনুশীল চলাকালীন পান রোহিত শর্মা। টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে বৃহঃস্পতিবার লন্ডনের মুখোমুখি হচ্ছে ভারত। ভাইরাল হওয়া ছবিটি এই প্রেক্ষিতেই ছড়ানো হচ্ছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশটটিতে দেখা যায়, নিউজট্রেন্ডস ইন (newztrend.in) নামে একটি ওয়েবপোর্টালের ফেসবুক পোস্ট। ছবিতে রহিত শর্মাকে হাসপাতালের বিছানায় শয্য়াশায়ী অবস্থায় দেখা যায়।
ওই স্ক্রিনশটে সংবাদটির শিরোনাম লেখা রয়েছে, "অনুশীলন চলাকালীন গুরুত্বর চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত, সেমিফাইনালের আগে বড় ধাক্কা ভারতের।"
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
বুম গুগলে শিরোনাম সার্চ করে সংশ্লিষ্ট গণমাধ্যমে ৮ নভেম্বর ২০২২ প্রাকশিত প্রতিবেদনটি খুঁজে পায়। প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে। বর্তমানে প্রতিবেদনটির কভার ছবি বদলে ফেলা হলেও প্রথমে ভাইরাল ছবি সহ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল।
ওই পোর্টালের ফেসবুক পেজে খবরের মূল পোস্টটি দেখা যাবে এখানে।
আরও পড়ুন: মহীশূরের রাস্তায় চিতাবাঘের ভিডিও ভুয়ো দাবিতে পশ্চিমবঙ্গের বলে ছড়াল