তেজস্বী যাদবের ঘোড়ার পিঠ থেকে পড়ার ভিডিও AI দ্বারা সম্পাদিত
বুম দেখে তেজস্বী যাদবের ঘোড়ায় চড়ার আসল ভিডিওর উপর AI প্রয়োগ করে আর পড়ে যাওয়ার ভিডিওটি বানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় তেজস্বী যাদবের (Tejaswhi Yadav) ঘোড়া থেকে পড়ে যাওয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে তৈরি একটি ভিডিও ব্যবহারকারীরা আসল হিসাবে শেয়ার করে ভুয়ো দাবি করেছেন তিনি বিহারে (Bihar) নির্বাচনী প্রচারের সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছেন।
বুম দেখে তেজস্বী যাদব আদতে ঘোড়ার পিঠ থেকে পড়ে যাননি। তার ঘোড়ায় চড়ার আসল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে ভাইরাল ভিডিওটি বানানো।
ভাইরাল দাবি
একটি বাস থেকে নেমে তেজস্বী যাদবের ঘোড়ার পিঠে চড়ার এবং তারপরই ঘোড়াটির দুই পায়ে দাঁড়িয়ে গেলে তার পড়ে যাওয়ার ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "লালু প্রসাদ যাদবের পুত্র তেজসি যাদব নাইন (9)পাস ছেলে।বিহারের নির্বাচনে প্রচারে বেরিয়ে ঘোড়ায় চড়ে জনগণকে" সোয়াগ " দেখাতে গিয়ে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. আসল ভিডিওয় তেজস্বী পড়ে যাননি: আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে আরিয়ান টিভি ন্যাশনালের এক্স হ্যান্ডেলে ১৮ সেপ্টেম্বর,২০২৫-এর পোস্টে অনুরূপ ভিডিও দেখতে পাই। তবে, এই ভিডিওয় তেজস্বী যাদবকে ঘোড়ার পিঠে উঠে বসতে দেখা গেলেও, পড়ে যেতে দেখা যায়না বরং ঘোড়াটি ঘুরে চলতে শুরু করে।
বিস্তার নিউজের এক্সে পোস্ট করা ভিডিওতেও তেজস্বী যাদবের ঘোড়ার পিঠ থেকে পরে যাওয়ার কোনো দৃশ্য দেখা যায় না।
২. ভাইরাল ভিডিওয় সম্পাদনার চিহ্ন: আমরা দেখি ভিডিওর ১০ সেকেন্ডের মাথায় ট্রানজিশন এফেক্ট লক্ষ্য করা যায় যা ভিডিওটির সম্পাদিত হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে।
এছাড়াও, ভিডিওর শুরুতে তেজস্বী যাদবের পায়ে সাদা মজার উপর ক্রকের মতো জুতো দেখা যায় কিন্তু তিনি পরে যাওয়ার পর, তার পায়ে সেটি অন্য একটি কালো জুতো দেখা যায়। ভিডিওতে পড়ে যাওয়া ব্যক্তির মুখও তেজস্বীর মুখের সাথে মেলে না। নিচে একটি তুলনা দেখা যাবে।
৩. এআই যাচাইকারী সরঞ্জামে পরীক্ষা: আমরা ভাইরাল ভিডিওয় ঘোড়ায় সওয়ার ব্যক্তির পড়ে যাওয়ার দৃশ্যের স্ক্রিনশটকে এআই যাচাইকারী সরঞ্জাম WasItAI-এ পরীক্ষা করি। WasItAI জানায় দৃশ্যটি এআই দ্বারা নির্মিত।