তৃণমূল কংগ্রেস সদস্যা এবং অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে ছড়ালো সম্পাদিত পোস্ট
বুম যাচাই করে দেখে এই ভাইরাল পোস্টটি সম্পাদিত এবং আসল পোস্টারটি তৈরী করা হয়েছিল যখন সায়নী ঘোষ করোনায় আক্রান্ত হয়েছিলেন
সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষের ছবি ব্যবহার করে একটি পোস্টার। সেই পোস্টারে দাবি করা হচ্ছে সায়নী ঘোষ এইডস রোগে আক্রান্ত।
এমনি একটি পোস্টে লেখা রয়েছে,"রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ AIDS আক্রান্ত...ফেসবুক থেকে সংগৃহীত"
এই পোস্টের লিংক দেখা যাবে এখানে।
পোস্টটির আর্কাইভ এখানে দেখা যাবে।
এই পোস্টটি ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এক পোস্টার যেখানে লেখা রয়েছে,"AIDS আক্রান্ত রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ..ফ্যামের পক্ষ থেকে দিদির দ্রুত আরোগ্য কামনা করি।
তথ্য যাচাই
বুম দেখে এই পোস্টে লেখা রয়েছে "FAM4TMC", যা ইঙ্গিত করে যে এই পোস্টটি হয়তো তাদের দ্বারা তৈরী করা। এই সূত্রে আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি খুঁজে বের করার চেষ্টা করি। আমরা "অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এ.আই.টি.সি সাপোর্টার্স" নামক পেজে ২০২২ সালের আগস্ট মাসের একটি পোস্ট খুঁজে পাই যেখানে এই একই ধরণের পোস্টার উপস্থিত রয়েছে, যেখানে লেখা রয়েছে ক্যাপশনে,"করোনা আক্রান্ত রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। ফ্যামের পক্ষ থেকে দিদির দ্রুত আরোগ্য কামনা করি।" পোস্টটি করা হয় সেই মাসের ৭ তারিখে। এই পোস্টের লিংক আপনারা দেখতে পাবেন এখানে।
সেই একই দিনের আমরা কিছু প্রতিবেদন খুঁজে পেয়েছি যেখানে বলা হচ্ছে সায়নী ঘোষ করোনায় রণে আক্রান্ত হয়েছিলেন। প্রত্যেকটি প্রতিবেদনই সেই একই দিনের যেদিন "অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এ.আই.টি.সি সাপোর্টার্স" পেজটি এই পোস্ট করে।
এই প্রতিবেদন গুলির লিংক দেখা যাবে এখানে, এখানে এবং এখানে।
আমরা এই ভাইরাল হওয়া পোস্টার এবং ২০২২ সালের সেই পোস্টারকে তুলনা করে দেখে বুঝতে পারি যে এইডস এর পোস্টারটি এই পোস্টের থেকেই সম্পাদিত করা হয়েছে।
আমরা সায়নী ঘোষের এইডস রোগে আক্রান্ত হওয়া নিয়ে কিছু প্রতিবেদন খুঁজে বের করার চেষ্টা করেছি কিন্তু এই ধরণের কোনো প্রকাশিত প্রতিবেদন আমরা দেখতে পাইনি। এই বিষয় তার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও কোনো উল্লেখ নেই।
অতএব বোঝা যাচ্ছে এই দাবিটি বিভ্রান্তিকর এবং যে পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি সম্পাদিত।