ইন্দোনেশিয়ার সুমাত্রার বন্যায় বাঘকে রক্ষা করল হাতি বলে ভাইরাল AI ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি বাস্তব কোনও ঘটনার নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রায় (Sumatra) একটি হাতির (elephant) বাঘকে (tiger) বাঁচানোর (rescue) দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে সুমাত্রায় ভারী বন্যার (flood) মধ্যে হাতিটি বাঘটিকে রক্ষা করেছে। ভিডিওয় দ্রুত প্রবাহিত জলের মধ্যে দাঁড়ানো হাতিটিকে বাঘকে তার পিঠে বসিয়ে নিতে দেখা যায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি এআই দ্বারা তৈরি। এআই যাচাইকারী টুল হাইভ মডারেশন ভিডিওটির পরীক্ষা বিষয়টি নিশ্চিত করেছে।
নভেম্বর ২০২৫-এর অন্তিম সপ্তাহে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে সাইক্লোন সেনয়ার (Senyar) ধ্বংসলীলা চালিয়েছিল। সাইক্লোনের প্রভাবে ওই অঞ্চলে কয়েকদিন ধরে মুষলধারায় বৃষ্টি হয় যা নদীর জলস্তর বাড়িয়ে দিয়েছে যার ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
দাবি:
এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ""সুমাত্রা": ইন্দোনেশিয়ার একটি দ্বীপ, যেখানে এই ঘটনাগুলো ঘটছে। "মাঝে মাঝে এমন ফুটেজ দেখা যায়": সাধারণত এমন ভয়াবহ দুর্যোগের সময়কার বিরল দৃশ্য (যেমন - হাতি-বাঘের বন্ধুত্ব) বা বিপর্যয়ের গভীরতা বোঝানোর জন্য যে ভিডিওগুলো আসে, সেগুলো প্রায়ই চোখে পড়ে।" আর্কাইভ লিঙ্ক
অনুসন্ধানে কী পাওয়া গেছে:
আমরা সুমাত্রায় বন্যা সম্পর্কিত মিডিয়া কভারেজ এবং ভিডিও রিপোর্টগুলি দেখেছি কিন্তু, দাবিটি সমর্থন করার জন্য কোন নিউজ রিপোর্ট পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওতে জলের প্রবাহের ধরন এবং গতির দিকে লক্ষ্য করলে এটি বাস্তব মনে হয় না। প্রশ্ন হল, এই বন্যার মধ্যে ভিডিওয় দৃশ্যমান জঙ্গলের মতো স্থানে ভিডিওটি কে শ্যুট করেছে?
এমন পরিস্থিতিতে আমরা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হয়েছে বলে সন্দেহ করি।
ভিডিওটি AI দ্বারা তৈরি হয়েছে
আমরা ভাইরাল ভিডিওটিকে এআই যাচাইকারী টুল হাইভ মডারেশন-এ পরীক্ষা করেছি, এটি ভিডিওটির এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা ৯৪.৭% বলে নিশ্চিত করেছে।
(এই প্রতিবেদনটি BOOM-এর এআই টুলের সাহায্যে অনুবাদ করা হয়েছে।)






