BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ক্রিকেটে নেদারল্যান্ডের জয়ের পর...
ফ্যাক্ট চেক

ক্রিকেটে নেদারল্যান্ডের জয়ের পর সমর্থকদের নাচের সম্পাদিত ভিডিও ছড়াল

বুম যাচাই করে ভিডিওটি পুরনো ও তাতে সম্পাদনা করে 'জয় শ্রী রাম' গানটি যোগ করা হয়েছে।

By -  Shrey Banerjee
Published -  18 Oct 2023 6:34 PM IST
  • ক্রিকেটে নেদারল্যান্ডের জয়ের পর সমর্থকদের নাচের সম্পাদিত ভিডিও ছড়াল

    সম্প্রতি এবছরের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে (ICC Cricket World Cup) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে নেদারল্যান্ডের জয়ের পর এক ভিডিও ছড়িয়ে দাবি করা হয় তাদের সমর্থকরা জয় শ্রী রাম (Jay Shree Ram) গানের সাথে নেচে জয়ের আনন্দ প্রকাশ করছে।

    বুম যাচাই করে দেখে ভিডিওটি সম্পাদিত ও পুরনো। এই ভিডিওর সাথে সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপ খেলার কোনও সম্পর্ক নেই।

    এবছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারতে। এবছর ভারত এখনও অবধি নিজের সবকটি ম্যাচে জয়ী হয়েছে কিন্তু অন্যান্য টিমের সফরে এখনো অবধি কিছু চমক দেখা গেছে। এমনই এক উদাহরণ হল ১৭ অক্টোবর ২০২৩ তারিখের নেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ যেখানে অপ্রত্যাশিত ভাবে নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দেয়। হিমাচল প্রদেশের ধর্মশালার মাঠে খেলা এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেদারল্যান্ডের স্কট এডওয়ার্ডস যিনি ৬৯ বলে ৭৮ রান করে নিজের টিমকে জয়লাভ করতে সাহায্য করেন।

    ভিডিওটি পোস্ট করে এক ব্যবহারকারী ক্যাপশন হিসেবে লেখেন,"সাউথ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডসের সমর্থকরা উৎসবে মেতেছেন"।


    পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।

    তথ্য যাচাই

    বুম প্রথমে ভিডিওর কয়েকটি মূল ফ্রেমকে রিভার্স সার্চ করে এধরণের নেদারল্যান্ডের ফ্যানেদের আনন্দে মেতে ওঠার অনেকগুলি ভিডিও খুঁজে পায়।

    তার মধ্যে থেকে আমরা একটি ভিডিও হেয়টার্স টিভি নামক সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে দেখতে পাই যেখানে সমর্থকদের একইভাবে আনন্দ প্রকাশের দৃশ্য দেখা যায়। ভিডিওটি ৯ জুলাই, ২০২২ তারিখে আপলোড করা হয় এই চ্যানেলে যা দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের অনেক আগে। আমরা এই ভিডিওর শিরোনামে লক্ষ্য করি এতে ফুটবলের ইউরো কাপের কথা উল্লেখ রয়েছে যার থেকে আন্দাজ করা যায় এটি ফুটবল সংক্রান্ত কোনো খেলার পরেই সমর্থকদের আনন্দের দৃশ্য।


    এই ভিডিওর লিংক এখানে দেখা যাবে।

    আমরা এই ভিডিওর অংশগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্লিপের সাথে তুলনা করি এবং দেখি দুটো ভিডিওর মধ্যে মিল রয়েছে। তাদের তুলনা নিচে দেখা যাবে। আমরা দেখতে পাই যে ব্যক্তিরা ভাইরাল ভিডিওতে উপস্থিত রয়েছে তারাই উপস্থিত রয়েছে পুরনো ভিডিওতেও এবং তাদের পোশাকগুলিও একই।


    আমরা ইউটিউবের এই ভিডিওর পটভূমিতে 'জয় শ্রী রাম' গানের বদলে অন্য গান শুনতে পাই। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় এই ভিডিওতে সম্পাদনা করে জয় শ্রী রাম গানটি যোগ করা হয়েছে।

    আমরা আরও লক্ষ্য করি নেদারল্যান্ডের ফ্যানেরা এধরণের একত্রিত হয়ে নাচের আয়োজন করে থাকেন এবং এটি হয় মূলতঃ যখন কোনও আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় নেদারল্যান্ড জয়ী হয়। এধরণের একটি নাচের ভিডিও আমরা দেখি সংবাদমাধ্যম ইএসপিএন ২০২১ সালে পোস্ট করেছিল।

    This looks like a blast 🇳🇱 🍺 🤪

    (via @DutchOrangebus) pic.twitter.com/y1B971NdHX

    — ESPN FC (@ESPNFC) June 27, 2021

    যদিও আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি ঠিক কোন প্রেক্ষাপটে ভাইরাল ভিডিওটি তোলা হয়েছিল, কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি যে ভিডিওটি পুরনো এবং তার সাথে এবছরের নেদারল্যান্ডের ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ খেলার কোনো যোগ নেই। এছাড়াও ভাইরাল ভিডিওতে 'জয় শ্রী রাম গানটি' সম্পাদনা করে যোগ করার বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায়।

    Tags

    ICC World CupThe NetherlandsSouth AfricaJay Shri Ram
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যায় এবারের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ড জয়লাভ করলে তাদের সমর্থকরা 'জয় শ্রী রাম' গানের তালে নাচছেন
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!