BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ভুয়ো দাবিতে ছড়াল স্বরাষ্ট্রমন্ত্রী...
ফ্যাক্ট চেক

ভুয়ো দাবিতে ছড়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহের ত্রিপুরায় ভাষণের সম্পাদিত ভিডিও

বুম দেখে ভাইরাল ভিডিওটি সম্পাদনা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের আগের ও পরের অংশ রদবদল করা হয়েছে।

By - Sk Badiruddin |
Published -  21 Jan 2023 1:42 PM IST
  • ভুয়ো দাবিতে ছড়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহের ত্রিপুরায় ভাষণের সম্পাদিত ভিডিও

    সোশাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহের (Amit Shah) ত্রিপুরার সাব্রুমে (Tripura Sabroom) দেওয়া ভাষণের অংশ সম্পাদনা (edited) করে ভুয়ো দাবিতে ছড়ানো হচ্ছে যে তাঁর ভাষণের প্রত্যুত্তরে জনগণ প্রতিক্রিয়া জানাচ্ছেন না যে, তাঁরা আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)-কে ভোট দেবেন কিনা।

    বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি সম্পাদনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ভাষণের আগের ও পরের অংশ রদবদল করা হয়েছে।

    ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) হওয়ার সম্ভাবনা। ভিডিওটি সেই প্রেক্ষিতেই ব্যাপকভাবে ছড়াচ্ছে।

    সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া, ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, “আমাকে বলুন কমল চিহ্নে বোতাম টিপবেন তো? আরে এ কিরকমের আওয়াজ। এরমকম হয় নাকি। জোরে বলুন বোতাম টিপবো। এখানে লোক অনেক কিন্তু আওয়াজ একটুখানি। এরকম চলবে কি? ফের বলুন এরকম হলে চলে কি। আমাকে বলুন কমল চিহ্নে বোতাম টিপবেন তো?”

    ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “ময়দানে দাঁড়িয়েই অমিত শাহ বুঝে গেলেন মানুষ এবার বিজেপিকে ভোট দিচ্ছে না। বার বার আকুতি জানিয়েও মানুষকে দিয়ে জোর গলায় বলানো গেল না যে তাঁরা বিজেপিকে ভোট দেবে।”

    ভিডিওটি দেখুন এখানে ও এখানে।

    আরও পড়ুন: কংগ্রেস নেতারা ছড়ালেন জেপি নাড্ডার ত্রিপুরা বক্তৃতার সম্পাদিত ভিডিও

    তথ্য যাচাই

    ভিডিওটির ডানদিকে উপরে “সিপিআইএম ত্রিপুরা” জলছাপ রয়েছে। এই সূত্র ধরে “ত্রিপুরা অমিত শাহ” গুগলে কিওয়ার্ড সার্চ করলে সংবাদ সংস্থা এএনআই-এর ইউটিউব চ্যানেলে, ৫ জানুয়ারি ২০২৩ প্রকাশিত অমিত শাহের ভাষণের একটি রিপোর্ট খুঁজে পাওয়া যায়। ভাইরাল ভিডিও ও এএনআইয়ের ভিডিওতে একই পোশাকে রয়েছেন স্বরাষ্টমন্ত্রী।

    ওই রিপোর্টের বর্ণনায় লেখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী “জন বিশ্বাস যাত্রা”-এর সূচনা করে জনতার উদ্দেশে ত্রিপুরার সাব্রুমে ৫ জানুয়ারি বক্তব্য রাখেন।

    বুম বিজেপির ইউটিউব চ্যানেলে সাব্রুমে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণের ২১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি দীর্ঘ লাইভ ভিডিও খুঁজে পায়।

    ওই ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, “আমি এইমাত্র উত্তর ত্রিপুরা থেকে এলাম। অনেক জোরে আওয়াজ ছিল। এখানে জনতা বেশি আওয়াজ কিছুটা কম। এরকম চলবে কি? ফের বলুন এরকম হলে চলে কি।”

    এরপর অমিত শাহ জনতার উদ্দেশ্যে হাত তুলে বলেন, “আমার সঙ্গে দুহাত তুলুন।... ভারি গলায় বলুন ভারত মাতার জয়। ভারত মাতার জয়।” দর্শাকাসনে বসে থাকা বিজেপি কর্মী সমর্থকদের এই স্লোগানে গলা মেলাতে দেখা যায়।

    বুম দেখে ভাইরাল ভিডিওর শেষের অংশ আসলে ভাষণের প্রথমের অংশ।

    ২০ মিনিট ৫৭ সেকেন্ড সময়ে বলতে শোনা যায়, “আমার ত্রিপুরাবাসীর কাছে জোড় হাত করে আবেদন। আমাদের যাত্রাকে স্বাগত জানান। ভারতীয় জনতা দলের সমর্থন করুন। আরও একবার পূর্ণ সমর্থন দিয়ে ভারতীয় জনতা দলের সরকার আনুন।” তারপর অমিত শাহকে বলতে (২১ মিনিট ১৬ সেকেন্ডের পর) শোনা য়ায়, “আমাকে বলুন কমল চিহ্নে বোতাম টিপবেন তো? আরে এ কিরকমের আওয়াজ। জোরে বলুন বোতাম টিপবো। মোদীজির হাত মজবুত করবো।... ”

    স্পষ্টতই, দেখা যায় ভাইরাল ভিডিওটি সম্পাদনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ভাষণের আগের ও পরের অংশ রদবদল করা হয়েছে।

    ৫ জানুয়ারি ভাষণের একই ভিডিও টুইট করা হয় অমিত শাহের টুইটার অ্যাকাউন্ট থেকে।

    Flagging off @BJP4Tripura's 'Jan Vishwas Yatra' at Sabroom, Tripura.ত্রিপুরার সাব্রুমে বিজেপির পতাকা উড়িয়ে 'জন বিশ্বাস যাত্রা'র সূচনা করছি। #BJPJanVishwasYatra https://t.co/xK6Ge6HhxA

    — Amit Shah (@AmitShah) January 5, 2023

    স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিপুর সফর নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন পড়ুন এখানে।

    আরও পড়ুন: বিশেষ ভর্তুকি বার্তা ভুয়ো, সতর্ক করল ইন্ডিয়ান অয়েল ও কলকাতা পুলিশ

    Tags

    Amit ShahTripuraTripura Assembly Election 2023
    Read Full Article
    Claim :   স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ত্রিপুরার সাব্রুমের ভাষণে জনগণ প্রতিক্রিয়া দেয়নি
    Claimed By :  Facebook Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!