BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • অমিত শাহকে কলকাতা বিমানবন্দরে...
ফ্যাক্ট চেক

অমিত শাহকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানান মুকুল রায়? ভাইরাল ভিডিও ছড়াল ভুয়ো খবর

বুম যাচাই করে দেখে ভাইরাল ব্যক্তি মুকুল রায় নন, বিজেপির প্রোটোকল আহ্বায়ক উমাশঙ্কর ঘোষ দস্তিদার অমিত শাহকে স্বাগত জানান।

By - Sk Badiruddin |
Published -  15 May 2023 3:20 PM IST
  • অমিত শাহকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানান মুকুল রায়? ভাইরাল ভিডিও ছড়াল ভুয়ো খবর

    স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহের (Amit Shah) কলকাতা সফরের সময় বিমানবন্দরে (Kolkata Airport) অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায় (Mukul Roy) এই দাবিতে একটি ভিডিও ভুয়ো দাবিতে (False Claim) ছড়ানো হচ্ছে সোশাল মিডিয়ায়।

    বুম যাচাই করে দেখে ভাইরাল ব্যক্তি মুকুল রায় নন। তিনি বিজেপির (BJP) প্রোটোকল আহ্বায়ক উমাশঙ্কর ঘোষ দস্তিদার (Uma Shankar Ghosh Dastidar)।

    গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুল রায় ২০২২ সালের এপ্রিল মাসে দিল্লি সফরে গেলে অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন বলে জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে। মুকুল পুত্র তৃণমূল নেতা শুভ্রাংশু রায় থানায় গিয়ে নিখোজের ডায়েরী করে। পরে দিল্লি থেকে ফিরে আসেন মুকুল রায়। এই প্রেক্ষিতে অমিত শাহ ৯ মে কলকাতা সফরে আসার প্রেক্ষিতে ভাইরাল ভিডিওটি ঘিরে ভুয়ো খবর ছড়াচ্ছে।

    সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফেসবুক রিলের ভিডিওটিতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একে একে বরণ করছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা যেমন- সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, নীতিশ প্রামানিক সহ অন্যরা। ভিডিওটির শেষ পর্যায়ে দেখা যায় ফ্রেঞ্চকাট দাড়ি শোভিত, সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে যিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে নমস্কার করে সরে দাঁড়ান।

    ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “Amit Shah: অমিত শাহ-কে কলকাতায় স্বাগত জানালেন মুকুল, শুভেন্দু, সুকান্ত। রবিন্দ্র জয়ন্তীতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর”।

    ফেসবুক রিলটি দেখুন এখানে।




    অন্য আরেকটি ফেসবুক পোস্টে এই সময় গণমাধ্যমের লোগো সহ ৩ মিনিট ৩৩ সেকেন্ড সময়ের একই দৃশ্য সংবলিত ভিডিও শেয়ার করা হয়েছে।

    এই ভিডিওটির ঠিক ১ মিনিট ৩ সেকেন্ড সময় পর্বে ওই ব্যক্তিকে উত্তরীয় পরিয়ে কুশল বিনিময় করে নমস্কার করে সরে যেতে দেখা যায়।

    ভিডিওটিতে লেখা হয়েছে, “রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় অমিত শাহ। সোমবার মধ্যরাতে স্বাগত বিজেপি নেতৃত্বের। রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা স্বাগত জানালেন। দেখা যায় সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকেও। সাদা পাঞ্জাবি, ফ্রেঞ্চকাট দাড়ি, শাহকে স্বাগত জানালেন কে? ফ্রেঞ্চকাট দাড়ি দেখিয়ে প্রশ্ন ইনি কি মুকুল রায়? সাদা পাঞ্জাবি, ফ্রেঞ্চকাট দাড়ি, শাহকে স্বাগত জানালেন কে ”

    ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে অমিত শাহ কে স্বাগত জানালেন মুকুল রায়”।

    ভিডিওটি দেখুন এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।




    আরও পড়ুন -আজতক বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি জেলবন্দি ইমরান খানের ছবি দেখাল খবরে


    যে ভাবে ছড়াল ভুয়ো তথ্য

    বুম ‘আমিত শাহ কলকাতা সফর মুকুল রায়’ প্রভৃতি কিওয়ার্ড সার্চ করে ‘এই সময়’গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে ৯ মে ২০২৩ তারিখে ৩ মিনিট ৩২ সেকেন্ড সময়ের একই দৃশ্যের ভাইরাল ভিডিওটি খুঁজে পায়।

    ভিডিওটির শিরোনাম লেখা হয়, “Amit Shah: সাদা পাঞ্চাবি, ফ্রেঞ্চকাট দাড়ি, শাহকে স্বাগত জানালেন কে? | Mukul Roy | BJP | Ei Samay”



    বুম দেখে ‘এই সময়’ অবশ্য এই ভিডিওটিতে ব্যবহার হওয়া টিকারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় সম্পর্কে অবগত করেনি। এমনকি ইউটিউবে ভিডিওটির বিবরণে ফ্রেঞ্চকাট দাড়ির ব্যক্তি পরিচয় খোলসা করে লেখেনি।




    স্বাগত জানান উমাশঙ্কর ঘোষ দস্তিদার

    অমিত শাহের সাম্প্রতিক কলকাতা সফরে মুকুল রায় তাঁকে অভ্যর্থনা করেছেন এই সংক্রান্ত কোনও প্রতিবেদন খুঁজে পায়নি বুম।

    অমিত শাহের কলকাতা সফরের অভ্যর্থনার একই দৃশ্য দেখতে পাওয়া যাবে, ৯ মে সংবাদ সংস্থা এএনআই-এর টুইটের ভিডিওতে।


    West Bengal | Union Home Minister Amit Shah arrives in Kolkata. pic.twitter.com/QnQFabkYcp

    — ANI (@ANI) May 8, 2023


    গণমাধ্যম ‘এই সময়’ ডিজিট্যাল ৯ মে তাদের প্রতিবেদনে শিরোনাম লেখে, “Mukul Roy Amit Shah : অমিত শাহকে স্বাগত জানালেন মুকুল রায়? ফ্রেঞ্চ কাট দাড়ি আর সাদা পাঞ্জাবিতে এয়ারপোর্টে কে?”

    ওই প্রতিবেদনের বর্ণনাতে পরে লেখা হয়, ফ্রেঞ্চ কাট দাড়ি শোভিত সাদা পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তি হলেন বিজেপির প্রোটোকল আহ্বায়ক (Protocol Convenor) উমাশঙ্কর ঘোষ দস্তিদার।

    ‘এই সময়’ গণমাধ্যম ওই দিন আরেকটি প্রতিবেদনে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের কথা উল্লেখ করে লেখে যে মুকুল রায় বিমানবন্দরে যাননি তিনি বাড়িতেই ছিলেন।

    উমাশঙ্কর ঘোষ দস্তিদার ও মুকুল রায়ের সাদা ফ্রেঞ্চকাট দাড়ি থাকায় অনেকেই বিভ্রান্তির শিকার হন।

    নিচে ভাইরাল ভিডিওর দৃশ্যের সঙ্গে বিজেপি নেতা উমাশঙ্কর ঘোষ দস্তিদারের মুখের তুলনা করা হলো।




    কলকাতায় অমিত শাহের সফরসূচির ব্যাপারে বিস্তারিত জানা যাবে ৯ মে এবিপি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে।

    মুকুল রায় ও অতীত বিতর্ক

    গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বরাবরের তৃণমূল নেতা দল বদল করে বিজেপিতে যোগ দেন ২০১৭ সালের নভেম্বর মাসে। পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুকুল রায় ভারতীয় জনতা দলের টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রার্থী হয়ে বিধায়ক হন। ভোটের ফলাফল ঘোষণার কয়েকদিনের মধ্যেই বিজেপি দল ছেড়ে আবার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন মুকুল রায়।

    মুকুল রায়ের দলবদলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালের জুলাই মাসে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা মুকুল রায়কে। ২০২২ সালের জুন মাসে রাজ্য বিধানসভার স্পিকার ঘোষণা করেন মুকুল রায় বিজেপি দলেরই বিধায়ক। স্বাস্থ্যের কারণ দেখিয়ে ওই মাসেই অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন।

    হটাৎ, ২০২৩ সালের এপ্রিল মাসে দিল্লি গেলে অমিত শাহের সঙ্গে দেখা করে পুনরায় বিজেপি দলে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়ায় রাজ্যের রাজনীতিক মহলে।


    আরও পড়ুন -সৌদি আরবের রাস্তায় মহিলাদের বচসার পুরনো ভিডিও বেঙ্গালুরুর ঘটনা বলে ছড়াল


    Tags

    Mukul RoyWest BengalAmit ShahBJPTMC
    Read Full Article
    Claim :   ভিডিওর দাবি অমিত শাহকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানান মুকুল রায়
    Claimed By :  Facebook Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!