BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • ভিডিওর ব্যক্তি ট্রাম্প শুটার টমাস...
      ফ্যাক্ট চেক

      ভিডিওর ব্যক্তি ট্রাম্প শুটার টমাস ম্যাথিউ ক্রুকস নয়

      বুম দেখে ভিডিওর দৃশ্য Jewgazing নামক একটি ট্রোল অ্যাকাউন্ট থেকে নেওয়া যে মজা করে ভিডিওটি বানিয়েছিল।

      By - Swasti Chatterjee |
      Published -  15 July 2024 6:46 PM IST
    • ভিডিওর ব্যক্তি ট্রাম্প শুটার টমাস ম্যাথিউ ক্রুকস নয়

      মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জনসভার বন্দুকবাজ টমাস ম্যাথিউ ক্রুকসের (Thomas Matthew Crooks) হিসাবে একজন অন্য ব্যক্তিকে ভুলভাবে সনাক্ত করে সমাজমাধ্যম ব্যবহারকারীরা এবং সংবাদ সংস্থাগুলি। তারা একজন ইন্টারনেট ট্রোলের একটি ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত বন্দুকবাজ হিসাবে শেয়ার করেছে।

      ছবিতে নীল টি-শার্ট পরিহিত এক ব্যক্তির পার্শ্ব চিত্র দেখা যায়। বুম দেখে ভিডিও এবং ছবিটি একটি ট্রোল এক্স অ্যাকাউন্ট, '@jewgazing' দ্বারা শেয়ার করা হয় যখন অনেকে তার এবং টমাস ম্যাথিউ ক্রুকসের মধ্যে সাদৃশ্য উল্লেখ করে। এই এক্স ব্যবহারকারী ১০ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও পোস্ট করে বলেছেন, "আমার নাম টমাস ম্যাথিউ ক্রুকস। আমি রিপাবলিকানদের ঘৃণা করি, ট্রাম্পকে ঘৃণা করি। এবং আর কি জানেন, আপনারা ভুল লোককে পেয়েছেন।"

      এই ভিডিওর দৃশ্যের স্ক্রিনশট ফেসবুকে টমাস ম্যাথিউ ক্রুকসের ছবি হিসাবে শেয়ার করা হয়েছে।


      আর্কাইভ দেখুন এখানে।

      আনন্দবাজার পত্রিকাও অভিযুক্ত বন্দুকধারী হিসাবে এই একই ব্যক্তির ছবি শেয়ার করেছে।


      আর্কাইভ দেখুন এখানে।

      নিউজ আউটলেট রিপাবলিক অভিযুক্ত শ্যুটার সম্পর্কে একটি নিউজ বুলেটিনে ভিডিওটি ব্যবহার করেছে।

      রিপাবলিকের বুলেটিনের একটি আর্কাইভ দেখুন এখানে ।

      ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এবং অনেকে দাবি করেছেন যে শ্যুটার এর আগে ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে ঘৃণা প্রকাশ করেছিলেন।

      শনিবার পেনসিলভেনিয়ার বাটলারে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তার জনসমাবেশে লক্ষ্য করে এক ব্যক্তি একাধিক গুলি চালায় তাকে হত্যা করার উদ্দেশ্যে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় একজন দর্শক নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন; পরে শ্যুটারকে নিষ্ক্রিয় করা হয়। একটি বিবৃতিতে এফবিআই অভিযুক্ত বন্দুকবাজ হিসাবে পেনসিলভেনিয়ার বেথেল পার্কের টমাস ম্যাথিউ ক্রুকস নামক এক ব্যক্তিকে চিহ্নিত করেছে। ট্রাম্প তাঁর ডান কানে আঘাত পান কিন্তু মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টদের তৎপরতায় তিনি বেঁচে যান যখন তাকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

      এই ঘটনার পরে, একটি ট্রোল অ্যাকাউন্টের শেয়ার করা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে যার ফলে অনেকেই সেই ব্যক্তিকে বন্দুকধারী হিসাবে ভুলভাবে চিহ্নিত করে। টাইমস নাও, নিউজ ২৪, ওয়ান ইন্ডিয়া, গালফ টুডে সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম শ্যুটার সম্পর্কে রিপোর্ট করার জন্য এই ছবিটি ব্যবহার করে।

      তথ্য যাচাই

      বুম বেশ কয়েকটি এক্স পোস্ট পায় যা ইঙ্গিত করে ছবির ব্যক্তি ক্রুকস নয়, এক্স ব্যবহারকারী @jewgazing।

      the widely circulated photo of “Thomas Matthew Crooks” is actually X user jewgazing 😭

      he is unrelated to the attempted assassination of former president Trump https://t.co/6oH94PZ1wy pic.twitter.com/p0UZjxt5YZ

      — pagliacci the hated 🌝 (@Slatzism) July 14, 2024

      ওই এক্স ব্যবহারকারী আপাতত তার অ্যাকাউন্টটি প্রাইভেট করে রেখেছেন।

      আমরা @jewgazing -এর দুটি আর্কাইভ পাই যেখানে তাকে বন্দুকধারী হিসাবে ভুলভাবে সনাক্ত করার জন্য তিনি বেশ কয়েকটি এক্স হ্যান্ডেলকে উল্লেখ করে পোস্ট করেন। দেখুন এখানে এবং এখানে।

      এই সাংবাদিক @jewgazing-এর এক্স পোস্ট দেখার সুযোগ পায় তার অ্যাকাউন্টে ফলো অনুরোধ পাঠানোর পরে। পোস্টগুলি পর্যবেক্ষণ করলে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি মৃত বন্দুকধারী নন। বুম অবশ্য ওই এক্স অ্যাকাউন্টের অধিকারী ব্যক্তির পরিচয় স্বাধীনভাবে যাচাই করেনি।

      সমাবেশ থেকে অভিযুক্ত শ্যুটারের একটি ছবি প্রচারিত হওয়ার পরই, @Jewgazing বন্দুকধারীকে উপহাস করার জন্য নীল টি-শার্ট এবং লম্বা চুলে তার একটি পার্শ্ব চিত্র শেয়ার করে। আর্কাইভ দেখুন এখানে।

      পরে তিনি বন্দুকধারীর সঙ্গে তার সাদৃশ্যের উল্লেখ করা পোস্টগুলিও শেয়ার করেন।


      একটি পোস্টে, তিনি বন্দুকধারীর সাথে তার অদ্ভুত সাদৃশ্য সম্পর্কও উল্লেখ করেছেন।


      এরপর, একাধিক ব্যবহারকারী তাকে শ্যুটার হিসাবে ভুল করলে তিনি তাদের ভ্রান্তি সম্পর্কে পোস্ট করে ভুলটি ধরিয়ে দেন।


      বন্দুকবাজ হিসাবে তাকে ভুলভাবে চিহ্নিত করার পর ওই ব্যবহারকারী তদন্তকারী সাংবাদিক লরা লুমারের ভুলও ধরিয়ে দেন। লুমার তারপর পোস্টটি ডিলিট করে দেয়।

      নীচে তার একটি স্ক্রিনশট দেওয়া হল।


      এছাড়াও, আমরা ওই ব্যবহারকারীর তৈরি ভাইরাল ভিডিওর একটি এক্স পোস্টের আর্কাইভ করা সংস্করণ খুঁজে পাই। পরে তিনি একটি এক্স পোস্টে ভিডিওটি তৈরি করার কথা স্বীকার করেন এবং বলেন সেটি একটি ভুল ছিল।


      টমাস ম্যাথিউ ক্রুকস কে?

      বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী, 20 বছর বয়সী ক্রুকস সিক্রেট সার্ভিসের এক স্নাইপারের গুলিতে নিহত হন। এফবিআই জানায় যেহেতু ক্রুকস কোনও পরিচয়পত্র বহন করছিল না, তাই তদন্তকারীরা তাকে ডিএনএ পরীক্ষা করে সনাক্ত করে।

      পিটসবার্গ ট্রিবিউন-রিভিউ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, তিনি বাটলার, যেখানে ট্রাম্পকে হত্যা করার চেষ্টা হয়েছিল তার থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে পেনসিলভেনিয়ার বেথেল পার্ক থেকে এসেছিলেন। ক্রুকস সম্ভবত ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে স্নাতক হয়েছেন বলে জানা যায়।

      সিবিএস নিউজ ক্রুকসের হাই স্কুল বার্ষিকপুস্তক এবং স্নাতক অনুষ্ঠান থেকে তার দুটি ছবির একটি কোলাজও প্রকাশ করেছে।



      Tags

      Fact CheckFake NewsThomas Matthew CrooksBethel ParkTrump Rally ShooterDonald Trump Shooter
      Read Full Article
      Claim :   ভিডিওতে টমাস ম্যাথিউ ক্রুকসকে দেখা যাচ্ছে যিনি ডনাল্ড ট্রাম্পকে শুট করেছেন
      Claimed By :  News outlets and Social media users
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!