BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • অমিত শাহকে বকছেন কাকলি ঘোষ...
ফ্যাক্ট চেক

অমিত শাহকে বকছেন কাকলি ঘোষ দস্তিদার? সম্পাদনা করে ছড়াল অসম্পর্কিত ভিডিও

বুম দেখে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও অমিত শাহের দুটি আলাদা দিনের ভিডিও জুড়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।

By -  Sista Mukherjee
Published -  30 Oct 2024 6:41 PM IST
  • অমিত শাহকে বকছেন কাকলি ঘোষ দস্তিদার? সম্পাদনা করে ছড়াল অসম্পর্কিত ভিডিও
    CLAIMভিডিওটিতে দেখা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে বকা দিচ্ছেন।
    FACT CHECKদুটি আলাদা দিনের ঘটনা ভিডিওটিতে সম্পাদনা করে জোড়া হয়েছে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বসে পড়ার দৃশ্যটির কোনও সম্পর্ক নেই।
    Listen to this Article

    সম্প্রতি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar) সংসদে অমিত শাহকে (Amit Shah) বকে বসতে বলছেন দাবিতে এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের অনেকেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কাকলি ঘোষ দস্তিদারের এমন ব্যবহারের নিন্দে করে ভিডিওটি শেয়ার করেছেন।

    বুম যাচাই করে দেখে ভিডিওটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের ভিডিওগুলি দুটি আলাদা দিনের এবং তাদের পরস্পরের সাথে কোনও সম্পর্ক নেই।

    ৫৭ সেকেন্ডের ভিডিওতে প্রথমে কাকলি ঘোষ দস্তিদারকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে “তুমকো কেয়া পাতা হ্যায়, ব্যাইঠ”, যার বাংলা অনুবাদ হল, “তুমি কি জানবে, বসে যাও”। তারপরেই ভিডিওতে অমিত শাহকে বসতে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে তার ক্যাপশনে হিন্দিতে লেখা হচ্ছে, “লোকের সামনে অমিত শাহ কে এভাবে অপমানিত করাকে আমরা তীব্র নিন্দা করছি”।

    হিন্দিতে মূল ক্যাপশন, “लोगों के सामने तड़ीपारवा को ऐसे झिड़कने की हम कड़ी से कड़ी निंदा करते हैं”।

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    ফ্যাক্ট চেক

    বুম ভিডিওটিকে কিছু মূলফ্রেমে ভেঙে কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত রয়েছেন এরকম একটি ফ্রেম নিয়ে সেটি কে রিভার্স ইমেজ সার্চ করলে সংসদ টিভির ইউটিউব চ্যানেলের ১ অগস্ট ২০২২ আপলোড করা একটি ভিডিও পাই। ভিডিওটির শিরোনামটি হল, “ডাঃ কাকলি ঘোষ দস্তিদার | ১৯৩ বিধির অধীনে মূল্য বৃদ্ধির উপর আলোচনা”।

    ইংরেজিতে মূল ক্যাপশন, “Dr. Kakoli Ghosh Dastidar | Discussion under Rule 193 on price rise”।

    ভিডিওটির ১২.৩৫ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে ভাইরাল ভিডিওতে শুনতে পাওয়া ওই একই কথা বলতে শোনা যায় এবং ভিডিওটির ফ্রেমেও হুবহু মিল পাওয়া যায়। কিন্তু ভিডিওর পরবর্তী অংশে অমিত শাহকে দেখতে পাওয়া যায় না।

    নিচে ভাইরাল ভিডিও এবং সংসদ টিভির ইউটিউব ভিডিওর ফ্রেমের নিচে দেওয়া হল।

    এরপর আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখা যাচ্ছে এমন একটি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে স্ক্রোল এর ৭ ফেব্রুয়ারি ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদন পাই যেখানে ভাইরাল ভিডিও ফ্রেমের সাথে মিল পাওয়া অমিত শাহর ছবিটি লক্ষ্য করা যায়। প্রতিবেদন অনুযায়ী অমিত শাহ এআইমআইম এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি কে জেড সিকিউরিটি আবেদন করেন।

    এটিকে সূত্র ধরে আমরা ইউটিউবে কীওয়ার্ড সার্চ করলে সংসদ টিভির ৭ ফেব্রুয়ারি ২০২২ আপলোড করা একটি ভিডিও পাই। ভিডিওটির শিরোনামটি হল, “আসাদউদ্দিন ওয়েসির গাড়িতে হামলা নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য”।

    ইংরেজিতে মূল ক্যাপশন: “Union Home Minister Amit Shah's statement in Rajya Sabha over attack on convoy of Asaduddin Owaisi”।

    ভিডিওটির একদম শেষের দিকে অমিত শাহকে তার বক্তব্য শেষ করে বসতে দেখা যায় যার সাথে ভাইরাল ভিডিও সাথে মিল লক্ষ্য করা যায়। এছাড়াও ভাইরাল ভিডিও এবং সংসদ টিভির ভিডিওতে অমিত শাহের পেছনে বিজেপির সদস্য নিশিথ প্রামানিককে বসে থাকতে দেখা যায়।

    নিচে ভাইরাল ভিডিও এবং সংসদ টিভির ইউটিউব ভিডিওর ফ্রেমের নিচে দেওয়া হল।

    অতএব, উপরোক্ত তথ্য থেকে প্রমাণিত হয়, ঘটনা দুটি আলাদা দিনের। ভাইরাল ভিডিওতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহকে বসতে দেখতে পাওয়া যায় না।

    আরও পড়ুন: বাংলাদেশ: মহম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকার নিয়ে দ্য ওয়াশিংটন পোস্টের ভুয়ো প্রতিবেদন ভাইরাল

    Tags

    FactCheckKakali Ghosh DastidarAmit Shah
    Read Full Article
    Claim :   ভিডিওটিতে দেখা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে বকা দিচ্ছেন
    Claimed By :  Facebook posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!