তৃণমূল নেতার নিম্নবাস চুরি ভুয়ো দাবিতে ছড়াল নিউজ১৮ বাংলা গ্রাফিক
বুম দেখে ইদ উল-ফিতরের সময় ফোটোশপে সম্পাদনা করে নিউজ১৮ বাংলার ভাইরাল গ্রাফিকটি তৈরি করে ভুয়ো তথ্য ছড়ানো হয়।
ইদের (Eid) কেনাকাটার বাজারে নিম্নবাস চুরি করতে গিয়ে ধরা পড়লেন তৃণমূল কংগ্রেস নেতা ভুয়ো দাবিতে ছড়াল নিউজ১৮ বাংলার (News 18 Bangla) ভুয়ো গ্রাফিক।
বুম দেখে ফোটোশপে সম্পাদনা করে নিউজ১৮ বাংলার ভাইরাল গ্রাফিক্সটি তৈরি করা হয়েছে।
মঙ্গলাবার রাজ্যে পালিত হয় মুসলিমদের ধর্মীয় উৎসব ইদ অল-ফিতর। এরই প্রেক্ষিতে ছবিটি সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
ভাইরাল হওয়া ওই গ্রাফিক ছবিটিতে ব্রেকিং নিউজ হিসেবে লেখা হয়, "ঈদের মার্কেটে জাঙ্গিয়া চুরি করতে গিয়ে ধরা পড়লাে তৃণমূল নেতা"। সাংবাদিক সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট বলে দাবি করা হয়েছে ওই গ্রাফিকে।
তৃণমূল নেতার চুরির দাবি করা ভাইরাল গ্রাফিক ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "এটা সেরা চুরি....অনুপ্রেরণা ছাড়া জাঙ্গিয়া চুরি করা মুশকিল হি নেহি ..না মুমকিন"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
অন্য এক ফেসবুক ব্যবহারকারী একই গ্রাফিক ছবি পোস্ট করে লেখেন, "আমাদের ভাবতেও অবাক লাগে তৃণমূলে এরকম ধরনের ছ্যাচড়া চোরও আছে যাদের এতো কিছু চুরি করার পরেও কিনা জাঙ্গিয়া চুরি করতে হয়। প্রকৃত বিজেমূলের উদাহরণ। তৃণু চুরি করলো চাড্ডি।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: নবী মহম্মদের জোব্বা দাবিতে ভাইরাল ইতালির মিশরীয় মিউজিয়ামে রাখা পোশাক
তথ্য যাচাই
বুম গ্রাফিক ছবিটি খুঁটিয়ে লক্ষ্য করে আসল নিউজ ১৮ বাংলার গ্রাফিকের সাথে ভাইরাল ছবিটির লেখার হরফের উল্লেখযোগ্য পার্থক্য খুঁজে পায়।
নিচে ভাইরাল ছবি ও নিউজ১৮ বাংলায় সম্প্রচারিত আসল গ্রাফিকের তুলনা করা হল। মূল ভিডিওটিতে সংশ্লিষ্ট গণমাধ্যমের কর্মী সোমরাজ বন্দ্য়োপাধ্যায়কে ভিন্ন সংবাদ পরিবেশন করতে দেখা যায়।
বুম গুগলে কিওয়ার্ড সার্চ করে করে তৃণমূল নেতার নিম্নবাস চুরি করার ব্যাপারে বিশ্বাসযোগ্য কোনও সংবাদ প্রতিবেদন খুঁজে পায়নি।
আরও পড়ুন: ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি