BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের...
ফ্যাক্ট চেক

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের ভুয়ো তালিকা ছড়াল সোশ্যাল মিডিয়ায়

জম্মু প্রতিরক্ষা পিআরও লেঃ কর্নেল সুনীল বর্তয়াল বুমকে বলেন ভাইরাল তালিকায় জঙ্গি হানায় নিহত ব্যক্তিদের সঠিক পরিচয় পাওয়া যায় না।

By -  Srijit Das
Published -  28 April 2025 2:58 PM IST
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের ভুয়ো তালিকা ছড়াল সোশ্যাল মিডিয়ায়
    CLAIMছবিতে পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের তালিকা দেখা যাচ্ছে যার ২৬ জনের মধ্যে ১৫ জন মুসলমান
    FACT CHECKজম্মু প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেঃ কর্নেল সুনীল বর্তয়াল বুমকে বলেন ভাইরাল তালিকায় জঙ্গি হানায় নিহত ব্যক্তিদের সঠিক পরিচয় পাওয়া যায় না।
    Listen to this Article

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১৫ জন মুসলিম (Muslim) ব্যক্তির নামসহ ২৬টি নামের একটি তালিকা ভাইরাল হয়েছে যা শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন তালিকাটি পহেলগাঁও জঙ্গি হানায় (Pahalgam terrorist attack) নিহতদের নামের।

    বুম জম্মু প্রতিরক্ষার জনসংযোগ আধিকারিক লেঃ কর্নেল সুনীল বর্তয়ালের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদের নিশ্চিত করে ভাইরাল তালিকায় জঙ্গি হানায় নিহত ব্যক্তিদের সঠিক পরিচয় পাওয়া দেওয়া নেই।

    আরও পড়ুন -বারুইপুরে কাশ্মীরিদের হাইস্পিড নেটওয়ার্ক বসানোর দাবি শুভেন্দুর, অস্বীকার করল পুলিশ

    গত ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়ঙ্কর জঙ্গি হামলায় ২৬জন ব্যক্তি প্রাণ হারায়। নিহতদের পরিজন এবং হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা জানান হামলাকারী জঙ্গিরা সেখানকার পর্যটকদের ধর্ম পরিচয় জেনে বেছে বেছে অমুসলিমদের হত্যা করছিল। প্রাথমিক তদন্তে হামলায় পাকিস্তান যোগের ইঙ্গিত পাওয়া গেলে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা অন্যতম।

    ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে পহেলগাঁও হামলায় নিহতদের মধ্যে ১৫জন মুসলিম ছিলেন। পোস্টটি আরও অভিযোগ করে সরকারের স্বপক্ষে থাকা গণমাধ্যমগুলি জঙ্গি হামলায় নিহত মুসলিম ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।

    এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "জম্মু-কাশ্মীর পেহেলগামে সন্ত্রাসীর দ্বারা যারা নিহত হয়েছেন তাদের তালিকা। যেখানে দেশের গদি মিডিয়া গোটা দেশবাসীর কাছে দুঃখজনক এই ঘটনার সত্যতাকে আড়াল করে হিন্দু মুসলমানের ঐক্যতা ও সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। ছিঃ গদি মিডিয়া ছিঃ,,"


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আরও পড়ুন -নিহত নৌসেনা লেফটেন্যান্টের শেষ ভিডিও বলে সংবাদমাধ্যমে প্রকাশিত অসম্পর্কিত ক্লিপ

    তথ্য যাচাই

    ভাইরাল তালিকা ভুয়ো: জম্মু প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক

    বুম প্রথমে জম্মু প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেঃ কর্নেল সুনীল বর্তয়ালের সঙ্গে যোগাযোগ করে তাকে হোয়াটস্যাপের মাধ্যমে ভাইরাল নামের তালিকাটি পাঠায়। বর্তয়াল বুমকে নিশ্চিত করে জানায় ভাইরাল তালিকাটি ভুয়ো এবং তিনি আমাদের পহেলগাঁও জঙ্গি হানায় নিহত ব্যক্তিদের আসল তালিকাটি পাঠান।

    জম্মু প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিকের বুমকে দেওয়া তালিকায় পহেলগাঁও আতঙ্কবাদী হামলায় ২৬ জন নিহতের মধ্যে ২৫ জনের নাম পাওয়া যায় এবং তারা সকলেই হিন্দু।

    বুমকে বর্তয়াল বলেন, "ভাইরাল তালিকাটি ভুয়ো। আরও এক ব্যক্তি যিনি জঙ্গি হানায় প্রাণ হারান হল স্থানীয় বাসিন্দা আদিল হুসেল শাহ। তবে, তার দেহাবশেষ তার পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে বলে আদিলের নাম ওই তালিকায় উল্লেখ করা নেই।" এছাড়াও, আমরা হামলায় আহত ব্যক্তিদের তালিকাও দেখি কিন্তু তাদের পরিচয়ও ভাইরাল তালিকার সঙ্গে মেলে না।

    ভাইরাল পোস্টে ভিন্ন ভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত

    আমরা ভাইরাল পোস্টে পাওয়া ভুক্তভোগীদের নাম ও রাজ্য দিয়ে একাধিক কিওয়ার্ড সার্চ করি কিন্তু এমন কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন পাইনি যা ভাইরাল দাবিকে সমর্থন করে। তবে, তালিকায় থাকা কিছু নাম দিয়ে কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি অসম্পর্কিত ঘটনার প্রতিবেদন পাই।

    উদাহরণ স্বরূপ, ভাইরাল তালিকায় অন্তর্ভুক্ত মহারাষ্ট্রের মহশিন শেখ নামটি আমাদের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত একটি পুরনো প্রতিবেদনে নিয়ে যায়। প্রতিবেদন অনুসারে ২৮ বছরের প্রযুক্তি কর্মী মহশিন সাদিক শেখ ২০১৪ সালের একটি সাম্প্রদায়িক সংঘর্ষে খুন হন তবে, ২০২৩ সালে পুনের একটি আদালত হত্যায় অভিযুক্তকে মুক্তি দিয়ে দেয়।

    একই রকম ভাবে, আমরা উত্তরপ্রদেশের আরিক কুরেশির নামসহ একটি প্রতিবেদন পাই। লাইভ হিন্দুস্তানের ২০২৪ সালে রিপোর্ট করে উত্তরপ্রদেশের বরদারিতে আরিফ কুরেশি নামক এক ব্যক্তিকে ২০২২ সালে তার স্ত্রী ও শ্যালক মিলে খুন করে। তাদের দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

    (অতিরিক্ত রিপোর্টিং: শিবম ভরদ্বাজ)

    আরও পড়ুন -মুর্শিদাবাদের নিমতিতায় বোমাতঙ্ক ছড়ানোর পুরনো ভিডিও সাম্প্রতিক বলে ভাইরাল

    Tags

    Pahalgam Terrorist AttackJammu and Kashmir
    Read Full Article
    Claim :   ছবিতে পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের তালিকা দেখা যাচ্ছে যার ২৬ জনের মধ্যে ১৫ জন মুসলমান
    Claimed By :  Facebook Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!