তুলসী গাবার্ডের সাথে শেখ হাসিনার বৈঠকের দাবিতে ছড়াল সম্পাদিত ছবি
বুম যাচাই করে দেখে আসল ছবিতে তুলসী গাবার্ডের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দৃশ্য দেখতে পাওয়া যায়।



বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ডের (Tulsi Gabbard) সাথে এক বৈঠক করেছেন দাবি করে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সমাজমাধ্যমে ঘুরে বেড়ান ওই ছবিতে তুলসী গাবার্ডের বিপরীতে শেখ হাসিনাকে হাসিমুখে চেয়ারে বসে থাকতে লক্ষ্য করা যায়।
বুম দেখে, ডিজিটাল উপায়ে সম্পাদনা করে ছবিটি তৈরি করা হয়েছে। আসল ছবিতে তুলসী গাবার্ডের বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসে থাকতে লক্ষ্য করা যায়।
সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন জাতীয় গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ড, নয়াদিল্লিতে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। বাংলাদেশের বিষয়ে গাবার্ডের এহেন মন্তব্যে ক্ষুণ্ণ হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেদেশের অন্তবর্তীকালীন সরকার। সমাজমাধ্যমে এক বিবৃতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গাবার্ডের মন্তব্য 'বিভ্রান্তিকর' দাবি করে বলা হয়, 'বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর' মার্কিন গোয়েন্দাপ্রধানের এমন বয়ান।
বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে লেখেন, ""মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান "তুলসী গ্যাবার্ড" আমাদের মমতাময়ী অভিভাবক বাংলাদেশের বৈধ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী" (বঙ্গবন্ধুকন্যা" দেশরত্ন শেখ হাসিনা'র সাথে একান্ত বৈঠক শেষে) "আমাদের প্রধানমন্ত্রীকে "গ্যাবার্ড" ভালোবেসে বুকে জরিয়ে ধরে জানিয়েছেন" "আমি আপনাকে কথা দিচ্ছি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরছেন" "তুলশী গ্যাবার্ডের" আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এই আবেগঘন ভালোবাসা ও এক নজিরবীহিন প্রতিশ্রুতির কথা আমরা বাংলাদেশের মুক্তিকামী সাধারন জনগন সারাজীবন মনে রাখবো" "এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট "ডোনাল্ড ট্রাম্প" প্রশাসন ও আমাদের পাশ্ববর্তী পরম বন্ধু দেশ ভারত সরকারের মাননীর প্রধানমন্ত্রী" "নরেন্দ্র মোদিজির" সরকারের প্রতি আমরা চির কৃতজ্ঞ থাকবো" জয় বাংলা জয় বঙ্গবন্ধু"।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল এই ছবির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে আসল ছবিটি খুঁজে পায়। আসল ছবিতে তুলসী গাবার্ডের পাশে শেখ হাসিনার পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসে থাকতে লক্ষ্য করা যায়।
প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে উল্লিখিত তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সাথে গাবার্ডের বৈঠকের দৃশ্য ওই ছবিতে লক্ষ্য করা যায়।
এছাড়াও, আমরা শেখ হাসিনার বসে থাকার ছবিটির বিষয়ে জানতে ভাইরাল ছবির ওই অংশটিকে রিভার্স সার্চ করে তার আসল উৎস খোঁজার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা একই দৃশ্যসমেত ফার্স্টপোস্টের ২০২৪ সালের এক ভিডিও রিপোর্ট খুঁজে পাই যেখানে প্রধানমন্ত্রী মোদীর সাথে হাসিনার সাক্ষাৎের পুরনো কিছু ফুটেজ ব্যবহার করা হয়। ওই ফুটেজে হাসিনাকে ভাইরাল ছবির মতোই এক শাড়ি পরে বসে থাকতে লক্ষ্য করা যায়।
এরপর আমরা সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে প্রধানমন্ত্রীর অফিসের তরফে ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর করা মোদীর সাথে হাসিনার করা সেসময়কার বৈঠকের আসল ছবিটিকে খুঁজে পাই। ভাইরাল ছবির সাথে তার তুলনা করলে লক্ষ্য করা যায়, ছবিটিকে উল্টো করে যোগ করে সম্পাদিত ছবিটি তৈরি করা হয়েছে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ভাইরাল ছবির সাথে আসল ছবিগুলির তুলনা নীচে দেখতে পাওয়া যাবে।