BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ভাইরাল ছবিতে রাহুল গান্ধীর সঙ্গে...
ফ্যাক্ট চেক

ভাইরাল ছবিতে রাহুল গান্ধীর সঙ্গে সেলফি তোলা ব্যক্তি বিচারক নন

বুম দেখে ছবিতে লখনউ সিভিল আদালতের আইনজীবী সৈয়দ মাহমুদ হাসানকে রাহুল গান্ধীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।

By -  Srijit Das
Published -  17 July 2025 5:34 PM IST
  • ভাইরাল ছবিতে রাহুল গান্ধীর সঙ্গে সেলফি তোলা ব্যক্তি বিচারক নন
    Listen to this Article

    লখনউ (Lucknow) আদালতে এক আইনজীবীর সঙ্গে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) তোলা সেলফি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছে গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলার বিচারক (judge) তার সঙ্গে সেলফি (selfie) তুলেছেন।

    বুম দেখে রাহুল গান্ধীর সঙ্গে সেলফি তোলা ব্যক্তি আইনজীবী সৈয়দ মাহমুদ হাসান, গান্ধীর বিরুদ্ধে মামলার বিচারক অতিরিক্ত বিচারবিভাগীয় প্রধান ম্যাজিস্ট্রেট অলোক বর্মা নন।

    ভারতীয় সেনার এক কার্যকর্তার বিরুদ্ধে মন্তব্য করার দায়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে করা মানহানির মামলায় জুলাইয়ের ১৫ তারিখ লখনউ আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়। এর আগে পাঁচ বার শুনানিতে অনুপস্থিত থাকার পর, এদিন তিনি উপস্থিত হন এবং ২০,০০০ টাকার দুটি জামিনদার জমা দেওয়ার শর্তে অতিরিক্ত বিচারবিভাগীয় প্রধান ম্যাজিস্ট্রেট অলোক বর্মা তাকে জামিন দেন।

    ভাইরাল দাবি

    এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "দেখো কেমন মজা রাহুল গান্ধীর নামে এক চাড্ডি লখনৌ আদালতে মামলা দায়ের করে, রাহুল গান্ধী সেই মামলায় হাজিরা দিতে গেলে বিচারক রাহুল গান্ধীর সঙ্গে এই অবস্থায় সেলফি তোলে! মামলাকারীকে ভৎসনা করে এই বলে "আপনি জানেন উনি প্রধানমন্ত্রী হবেন" ?"

    বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য ছবিটি ভুয়ো দাবিসহ শেয়ার করেন, কিন্তু সেটি খণ্ডন করা হলে তিনি এক্স পোস্টটি ডিলিট করে দেন।

    কংগ্রেসের দ্বারা ভুয়ো দাবি প্রচার

    কংগ্রেসের একাধিক সমাজমাধ্যম অ্যাকাউন্ট ভুয়ো দাবিসহ ছবিটি শেয়ার করে। ছত্তীসগঢ় যুব কংগ্রেস ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "বিচারকও রাহুল ভাইয়ার ফ্যান...সেলফি তোলা আবশ্যক।"

    অনুসন্ধানে আমরা কি পেলাম

    ১. উত্তরপ্রদেশ কংগ্রেসের বিবৃতি: আমরা উত্তরপ্রদেশ কংগ্রেসের আইনজীবী ও নেতা প্রদীপ সিংহের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভাইরাল দাবিটি খণ্ডন করেন। তিনি স্পষ্ট করে জানান, ছবির ব্যক্তি একজন আইনজীবী, বিচারক নন। প্রদীপ সিংহ বুমকে বলেন, "রাহুল গান্ধীর সাথে সেলফি তোলা ব্যক্তির নাম সৈয়দ মাহমুদ হাসান, তিনি একজন আইনজীবী। অতিরিক্ত বিচারবিভাগীয় প্রধান ম্যাজিস্ট্রেট অলোক বর্মার উপস্থিতিতে যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার শুনানি চলছিল, সেসময় বহু আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন।" কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনেট অমিত মালব্যর এক্স পোস্ট শেয়ার করে জানিয়েছেন ছবিতে রাহুল গান্ধীর সঙ্গে একজন আইনজীবীকে দেখা যায়, বিচারককে নয়।

    Hey fake news peddler,

    You have now decided to spread falsehoods about the judiciary?

    He’s a lawyer and not the Judge. You deserve to be reprimanded for this fake news

    I understand your frustration. Despite all your conspiracies Rahul Gandhi stands tall! pic.twitter.com/shml772FAi

    — Supriya Shrinate (@SupriyaShrinate) July 15, 2025

    ২. আইনজীবী সৈয়দ মাহমুদ হাসানের স্পষ্টীকরণ: বুম সৈয়দ মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন বর্তমানে তিনি লখনউর সিভিল আদালতে প্র্যাকটিস করছেন। হাসান বুমকে বলেন, "আমি যখন সেদিন আদালতে যাই সেসময় রাহুল গান্ধীর মামলার শুনানি চলছিল। সেলফিটি তখনই তুলে ফেসবুকে পোস্ট করা হয়। কিছু লোক অজ্ঞতার ফলে আমাকে একজন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বলে চিহ্নিত করতে আরম্ভ করেন। আমি স্পষ্ট করে জানাতে চাই আমি কোনও বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নই।" তিনি আরও জানান, রাহুল গান্ধীর মামলার সঙ্গে তিনি জড়িত নন। সংবাদ প্রতিবেদন অনুসারে, গান্ধীর আইনজীবী ছিলেন প্রাংশু আগরওয়াল এবং মামলা করা ব্যক্তি বর্ডার রোডস অর্গানাইজেশনের প্রাক্তন ডিরেক্টর উদয় শঙ্কর শ্রীবাস্তবের আইনজীবী ছিলেন ভিকি তিওয়ারি।

    (অতিরিক্ত রিপোর্টিং: শেফালী শ্রীবাস্তব)

    আরও পড়ুন -পরীক্ষায় নকল করতে সাহায্য করা মহিলার ভিডিও ভুয়ো সাম্প্রদায়িক দাবিতে ছড়াল


    Tags

    Rahul GandhiIndian National Congress
    Read Full Article
    Claim :   ছবিতে রাহুল গান্ধীর সঙ্গে লখনউ আদালতের বিচারককে সেলফি তুলতে দেখা যায়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!