BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মনমোহন সিংহ সম্পর্কে ঋষি সুনকের...
ফ্যাক্ট চেক

মনমোহন সিংহ সম্পর্কে ঋষি সুনকের কথার দৈনিক ভাস্করের গ্রাফিক সম্পাদিত

বুম দৈনিক ভাস্করের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে ভাইরাল হওয়া গ্রাফিকে ব্যবহৃত ঋষি সুনকের উদ্ধৃতিটি ভুয়ো।

By - Srijit Das |
Published -  30 Oct 2022 4:45 PM IST
  • মনমোহন সিংহ সম্পর্কে ঋষি সুনকের কথার দৈনিক ভাস্করের গ্রাফিক সম্পাদিত

    হিন্দিতে প্রকাশিত দৈনিক ভাস্কর (Dainik Bhaskar)-এর একটি সম্পাদনা-করা গ্রাফিকে ব্রিটিশ (United Kingdom) প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) -এর একটি ভুয়ো উদ্ধৃতি এখন সোশাল মিডিয়ায় ঘুরছে। সেখানে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh) এর প্রশংসা করে বলেছেন যে, উনি ভারতের অর্থনীতির পুনরুত্থান ঘটাতে পারেন।

    ওই উদ্ধৃতি-সমেত গ্রাফিকটিতে দৈনিক ভাস্করের লোগো বসানো আছে। তাতে সুনক ও মনমোহন সিংহের ছবিও রয়েছে। তা থেকে মনে হতে পারে যে ওই সংবাদ মাধ্যম গ্রাফিকটি তাদের একটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করেছে।

    বুম দেখে, সুনক-এর নামে যে উদ্ধৃতিটি ব্যবহার করা হয়েছে সেটি ভুয়ো। আমরা দৈনিক ভাস্করের সঙ্গে যোগাযোগ করলে, তারা একই কথা বলে। অর্থনৈতিক সঙ্কটের মধ্যে, এ বছর ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ঋষি সুনক। বরিস জনসনের সরকারে সুনক ছিলেন চানসেলর অফ দ্য এক্সচেকার (অর্থমন্ত্রী)। উনি ব্রিটেনের অর্থনীতিকে চাঙ্গা করে তোলার অঙ্গিকার করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গ্রাফিকটি ভাইরাল হয়েছে।

    গ্রাফিকটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "সঠিক দিশা ও পরিস্থিতি প্রদান করতে ও দুর্বল অর্থ ব্যবস্থাকে শোধরানোর জন্য ভারতের চাই মনমোহন সিংহের মতো প্রধানমন্ত্রী – ঋষি সুনক।"

    (হিন্দিতে লেখা মূল ক্যাপশন: भारत को सही दिशा और दशा देने. कमजोर गिरती अर्थव्यवस्था को सुधारने के लिए मनमोहन सिंह जैसे प्रधानमंत्री की आवश्यकता है -ऋषि सुनक)

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    পোস্টটি দেখার জন্য ক্লিক করুন এখানে।

    আরও পড়ুন: কংগ্রেস নেতা রাহুল গাঁধীর 'ভারত জোড়ো' যাত্রার এই ছবিটি সম্পাদিত

    তথ্য যাচাই

    বুম প্রাসঙ্গিক হিন্দি শব্দ দিয়ে বুম কি-ওয়ার্ড সার্চ করে কিন্তু দৈনিক ভাস্কর-এর ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনও খবর খুঁজে পায়নি।

    তাছাড়া, সুনক যে মনমোহন সিংহ সম্পর্কে কোনও মন্তব্য করেছেন, সেই মর্মে কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদনও আমরা দেখতে পাইনি।

    টুইটারে কি-ওয়ার্ড সার্চ করলে, দৈনিক ভাস্করের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আমরা আসল গ্রাফিকটি দেখতে পাই। তাতে মনমোহন সিংহ ও ঋষি সুনক-এর ছবির একই কোলাজ ছিল।

    ऋषि सुनक ब्रिटेन के नए प्रधानमंत्री चुन लिए गए हैं। इस पद पर पहुंचने वाले वे पहले एशियाई और भारतवंशी हैं। सुनक के PM बनने पर पी. चिदंबरम और शशि थरूर ने नई बहस छेड़ दी है। भाजपा ने भी कांग्रेस पर जमकर हमला बोला। https://t.co/NZxwlM50fg#ManmohanSingh #RishiSunak pic.twitter.com/Bsj1hqhXZT

    — Dainik Bhaskar (@DainikBhaskar) October 25, 2022

    টুইটটি দেখতে ক্লিক করুন এখানে।

    টুইটারে পোস্ট করা দৈনিক ভাস্কর-এর আসল গ্রাফিক ও ভাইরাল পোস্টটি নীচে তুলনা করা হয়েছে।

    আসল গ্রাফিকটিতে অন্য ফন্ট বা অক্ষর ব্যবহার করা হয়েছে এবং সুনক-এর কোনও উদ্ধৃতি তাতে নেই। দৈনিক ভাস্কর-এর আসল গ্রাফিকটিতে, ভারতে সংখ্যালঘুদের মধ্যে থেকে প্রাধানমন্ত্রী নির্বাচন করার ব্যাপারে কংগ্রেস নেতা পি চিদাম্বরম ও শশী থারুরের বক্তব্য ও বিজেপি'র প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করা হয়েছে।

    এই বিষয়ে আরও জানতে, বুম দৈনিক ভাস্কর ওয়েবসাইটের সর্বভারতীয় সম্পাদক প্রসূন মিশ্র'র সঙ্গে যোগাযোগ করে। ই-মেইলের মারফত মিশ্র জানান, "গ্রাফিকটির বিষয়বস্তু দৈনিক ভাস্করের নয়। অন্তত, তার ডিজিটাল সংস্করণে সেটি ব্যবহার করা হয়নি।"

    পরে ওই সংবাদ মাধ্যম একটি বিবৃতি দিয়ে জানায় যে ভাইরাল গ্রাফিকটি ভুয়ো।

    ये फेक तस्वीर दैनिक भास्कर के नाम से शेयर की जा रही है, इस तरह की कोई स्टोरी भास्कर ने नहीं की है ये किसी शरारती तत्व की हरकत है। कृपया ऐसी भ्रामक जानकारी के जाल में न फंसे।#FakeNews

    अधिक खबरें और मुफ्त ई-पेपर पढ़ने के लिए दैनिक भास्कर ऐप इंस्टॉल करें - https://t.co/hO3HVqcM49 pic.twitter.com/lKMqDXibU0

    — Dainik Bhaskar (@DainikBhaskar) October 28, 2022

    খবরে প্রকাশ ২৭ অক্টোবর, ২০২২-এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ঋষি সুনক-এর সঙ্গে কথা বলেন। সেখানে দুই দেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়।

    প্রথম একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ঋষি সুনক ইতিহাস সৃষ্টি করেন। ২৪ অক্টোবর, ২০২২-এ, সুনক প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থেকে বেশ কিছু প্রসঙ্গহীন ছবি ও পুরনো ভিডিও ভারতে ও বিদেশে শেয়ার করা হচ্ছে। বুম সেগুলির কয়েকটির তথ্য যাচাই করেছে।

    আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস বিকল্প— সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির বক্তব্যের গ্রাফিক ভুয়ো

    Tags

    Rishi SunakManmohan SinghDainik BhaskarFake GraphicFake Graphic
    Read Full Article
    Claim :   ঋষি সুনক বলেছেন ভারতের দুর্বল অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে মনমোহন সিংয়ের মতো একজন প্রধানমন্ত্রী দরকার
    Claimed By :  Social Media User
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!