তরোয়াল হাতে এক ব্যক্তির ব্যারিকেডের উপর হাঁটার এই ছবি ২০২১ সালের
বুম দেখে ছবিটি ২৬ জানুয়ারি ২০২১ তোলা হয় যখন কৃষকরা লালকেল্লায় আন্দোলন করার জন্য সমবেত হয়েছিল।
তলোয়ার হাতে এক ব্যক্তির ব্যারিকেডের উপর হেঁটে যাওয়ার পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে যে এটি সাম্প্রতিক চলতে থাকা কৃষক আন্দোলনের (Farmers Protest) দৃশ্য।
বুম যাচাই করে দেখে ছবিটি ২০২১ সালে তোলা যখন কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির লালকেল্লায় কৃষকরা আন্দোলনের জন্য সমবেত হয়েছিল।
১৩ ফেব্রুয়ারি কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যের আইনে নিশ্চয়তা এবং লাখিমপুর খেরি হিংসার শিকার হওয়া ব্যাক্তিদের ন্যায়বিচার সহ বিভিন্ন দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করে। ২১ ফেব্রুয়ারি হরিয়ানা পাঞ্জাবের খনৌরী সীমান্তে কৃষক পুলিশ সংঘর্ষ মধ্যে ২১ বছর বয়সী কৃষক শুভকরণ সিংহ নিহত হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিংঘু এবং টিকরি সীমান্ত আংশিকভাবে খোলা হবে যেটি কৃষক আন্দোলন শুরু হতে বন্ধ করে দেয়া হয়েছিল।
সোশ্যাল মিডিয়া ছবিটি শেয়ার করে সাম্প্রতিক চলতে থাকা কৃষক আন্দোলনের সাথে যোগ করা হচ্ছে। ছবিটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, “ভুয়োঁ কৃষক। এটুকু বলতে পারি।”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
এছাড়াও ছবিটি অন্যান্য ক্যাপশনসহ শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
বুম ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পাই যেখানে ওই একই ছবি ব্যবহার করা হয়েছে। এই ছবিটি অন্যান্য সংবাদমাধ্যম ২৬ জানুয়ারি ২০২১ সালের কৃষক আন্দোলনের সময় তোলে।
ইন্ডিয়া টিভির ২৬ জানুয়ারি ২০২১ তারিখের একটি প্রতিবেদনে ওই একই ছবি ব্যবহার করে লেখা হয়, “৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মধ্যে কৃষকদের কিষাণ গণতন্ত্র প্যারেডের সময় তাদের থামাতে অক্ষরধামের একটি রাস্তায় তৈরি করা পুলিশ ব্যারিকেডের উপর দিয়ে একজন কৃষক হেঁটে যাচ্ছেন।”
ওই ছবির সূত্র হিসেবে সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (PTI) নাম উল্লেখ করা হয়। আমরা ওই একই ছবি পিটিআই এর ওয়েবসাইটেও ‘কিষাণ গণতন্ত্র প্যারেড’ কীওয়ার্ড দিয়ে ইংরেজিতে সার্চ করলে খুঁজে পাই।
এছাড়াও আমরা ২৬ জানুয়ারি ২০২১ তারিখে হওয়া কৃষক-পুলিশ সংঘর্ষের বিভিন্ন খবর সম্প্রচার খুঁজে পাই।
২৬ জানুয়ারি ২০২১ তারিখে অ্যাসোসিয়েট প্রেসের (AP) প্রতিবেদন অনুসারে, প্রজাতন্ত্র দিবসের উদযাপনের মাঝে কৃষক আন্দোলন রণক্ষেত্র চেহারা নেয়। আন্দোলনকারী কৃষকরা বিভিন্ন কৃষক সংগঠন এবং ধর্মীয় পতাকা লালকেল্লায় প্রদর্শন করে যেখানে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন।
প্রতিবেদনে আরও বলা হয় পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান এবং ব্যারিকেড দিয়েও আন্দোলনকারীদের দিল্লি আসতে থামাতে পারেনি।
২৭ জানুয়ারি ২০২১ তারিখে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী ২৬ জানুয়ারি হওয়া সংঘর্ষে ২৭ বছর বয়সী নাভরীত সিংহের মৃত্যু হয়েছিল।