BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • হিন্দু সন্ন্যাসীদের সাথে শেখ...
ফ্যাক্ট চেক

হিন্দু সন্ন্যাসীদের সাথে শেখ হাসিনার ভাইরাল ছবি সম্পাদিত

বুম যাচাই করে দেখে ডিজিটাল উপায়ে সম্পাদনা করে ভাইরাল ছবিটিকে তৈরি করা হয়েছে।

By -  Srijit Das
Published -  19 Dec 2024 1:42 PM IST
  • হিন্দু সন্ন্যাসীদের সাথে শেখ হাসিনার ভাইরাল ছবি সম্পাদিত
    CLAIMছবিতে হিন্দু সন্ন্যাসীদের কাছ থেকে শেখ হাসিনাকে মাথায় তিলক পড়তে দেখা যায়
    FACT CHECKডিজিটাল উপায়ে দুটি ভিন্ন ছবিকে সম্পাদনা করে ভাইরাল এই ছবি তৈরি করা হয়েছে। আসল ছবিগুলির একটিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে কিছু হিন্দু সন্ন্যাসীর সাক্ষাৎের দৃশ্য এবং অন্যটিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার উপস্থিত থাকার দৃশ্য দেখতে পাওয়া যায়।
    Listen to this Article

    কিছু হিন্দু সন্ন্যাসীদের থেকে বাংলাদেশের (Bangladesh) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) মাথায় তিলক পড়েছেন দাবিতে সম্প্রতি এক ছবি ভাইরাল হয় সমাজমধ্যমে।

    ইন্টারনেট ব্যবহাকারীদের অনেকে ছবিটি পোস্ট করে একজন মুসলমান হয়ে হাসিনার এমন কাজ করা নিয়ে সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ায়।

    বুম যাচাই করে দেখে ছবিটি ডিজিটাল উপায়ে সম্পাদিত। আসল ছবিগুলিতে হিন্দু সন্ন্যাসীদের কাছ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কেরালায় মাথায় তিলক পড়তে এবং প্রধানমন্ত্র নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার সাক্ষাৎের দৃশ্য দেখতে পাওয়া যায়।

    ফেসবুকে একজন ব্যবহারকারী ছবিটি পোস্ট করে তার ক্যাপশন হিসেবে লেখেন, "ভারতে চারশত বছরের পুরোনো,বাবরি মসজিদ ভেঙে মন্দির হয়,জ্ঞানবাপী মসজিদের একাংশে পূজা হয়,মসজিদের সামনে কৃত্তন হয়,জাকির নায়েক ইসলাম প্রচার করতে গিয়ে নিষিদ্ধ হয়,গরু গোস্তো খাওয়ার অপরাধে মুসলিম ভাইকে উগ্র হিন্দুরা পিটিয়ে হত্যা করে,কাশ্মীরের মুসলমানরা ভারতের বড় পদে চাকরী পাই না,যাদের দেশে হিন্দু মুসলিম বৈষম্য তারা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ নিয়ে টেনশনে আছে,টেনশনের কারণ বাংলাদেশের মুসলমানরা খুব ভালো করে জানে,১৬ বছর চুষে খেয়েছেন বাংলাদেশকে,হাসিনাও গর্ভবতী হয়ে বলে ছিলো ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে।"


    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।

    আরও পড়ুন -ট্রাম্প জেতায় বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা দাবিতে ছড়াল পুরনো ভিডিও

    তথ্য যাচাই

    বুম ভাইরাল ছবির উৎস জানতে তাকে রিভার্স সার্চ করে দেখতে পায় আসল ছবিটি ২০২২ সালে কংগ্রেসের যাচাইকৃত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল।

    আমরা দেখতে পাই, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর করা সেই পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কেরালার শিবগিরি মঠে কিছু সন্ন্যাসীদের সাথে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখতে পাওয়া যায়।

    ছবিটি পোস্ট করে ইংরেজিতে তার ক্যাপশন হিসেবে লেখা হয়, "শ্রী নারায়ণ গুরু জাতিভেদ প্রত্যাখ্যান, সামাজিক সাম্য ও আধ্যাত্মিক জ্ঞানার্জনের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। শ্রদ্ধেয় শিবগিরি মঠ অতীতে জওহরলাল নেহেরু, ইন্দিরা জি এবং রাজীব গান্ধী পরিদর্শন করেছেন। তাঁর শিক্ষা মানবজাতিকে সর্বদা অনুপ্রাণিত করবে।"

    Sree Narayana Guru dedicated his life to reject casteism, promote social equality & spiritual enlightenment. The revered Sivagiri mutt has been visited by Jawaharlal Nehru, Indira Ji & Rajeev Gandhi in the past. His teachings will always inspire the humankind.#BharatJodoYatra 🇮🇳 pic.twitter.com/3XbPyGobs0

    — Congress (@INCIndia) September 14, 2022

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।

    রাহুল গান্ধীর তৎকালীন শিবগিরি মঠ দর্শনের বিষয়ে সেসময় বিভিন্ন সংবাদমাধ্যমও রিপোর্ট প্রকাশ করেছিল। কেরালা ভিত্তিক সংবাদমাধ্যম ওম মনোরমার প্রতিবেদন অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দেওয়ার সময় কংগ্রেস নেতা এবং ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী শ্রী নারায়ণ গুরুকে শ্রদ্ধা জানাতে শিবগিরি মঠ পরিদর্শন করেন।

    অন্যদিকে আমরা দেখি, শেখ হাসিনার আসল ছবিটি নয়াদিল্লিতে তুলেছিলেন আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির একজন চিত্রগ্রাহক। ২০১৯ সালের ৫ অক্টোবর তোলা ওই ছবিতে শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করমর্দনের দৃশ্য দেখতে পাওয়া যায়।


    ছবিটি ভালো করে খুঁটিয়ে দেখলে লক্ষ্য করা যায়, ভাইরাল ছবিতে শেখ হাসিনার আসল দৃশ্যটি ডিজিটাল উপায়ে উল্টো করে রাহুল গান্ধীর শিবগিরি মঠ দর্শনের দৃশ্যটির সাথে সম্পাদনা করা হয়েছিল। নিচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।



    আরও পড়ুন -ভারতে না, ভাইরাল ছবিতে বাংলাদেশের মেট্রোতেই শেখ হাসিনা


    Tags

    Bangladeshsheikh hasina
    Read Full Article
    Claim :   ছবিতে হিন্দু সন্ন্যাসীদের কাছ থেকে শেখ হাসিনাকে মাথায় তিলক পড়তে দেখা যায়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!