নরেন্দ্র মোদী ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের বৈঠকে নেহরুর ছবি ভুয়ো
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটিতে আলাদা করে জওহরলাল নেহরুর প্রতিকৃতিটি বসানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের বৈঠকের একটি ছবির পিছনের দিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) একটি প্রতিকৃতি দেখা যাচ্ছে। এই ছবিটি সম্পাদনা করে তৈরি করে করা হয়েছে, এবং এটি ভুয়ো।
বুম অনুসন্ধান করে দেখতে পায় যে, নেহরুর প্রতিকৃতিটি মূল ছবিতে ডিজিটাল পদ্ধতিতে সম্পাদনা করে যোগ করা হয়েছে। আসল ছবিটিতে নেহরুর প্রতিকৃতি ছিল না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ত্রিদেশীয় ইউরোপ সফরের প্রথম পর্যায় ২ মে বার্লিন পৌঁছন। এই সফরে তিনি ডেনমার্ক এবং ফ্রান্সেও যাবেন। বার্লিনে পৌঁছনোর দিনই প্রধানমন্ত্রী মোদী চ্যান্সেলর স্কোলজের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং তাঁদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতেই ছবিটি ছড়িয়ে পড়েছে।
মোদীকে কটাক্ষ করে কংগ্রেসপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই সম্পাদনা করা ছবিটি শেয়ার করা হয়েছে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: জন্মনিয়ন্ত্রণ, সিএএ ও বিজেপি প্রসঙ্গে হরিশ সালভের ভাইরাল বার্তা ভুয়ো
তথ্য যাচাই
আমরা ছবিটির উপর রিভার্স ইমেজ সার্চ করি, এবং দেখতে পাই নরেন্দ্র মোদীর অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে ২০২২ সালের ৩ মে তা আপলোড করা হয়।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
মোদী স্কোলজের সঙ্গে তাঁর সাক্ষাৎকারের চারটি ছবি পোস্ট করেন এবং সঙ্গে লেখেন, "চ্যান্সেলর স্কোলজের সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজকের বৈঠকে বৈদেশিক বাণিজ্য, উদ্ভাবনী প্রযুক্তি, সংস্কৃতি, এবং দুই দেশের নাগরিকদের মধ্যে সংযোগ বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে জার্মানি এবং ভারত এক সঙ্গে কাজ করছে। এর ফলে পুরো পৃথিবী উপকৃত হবে।Bundesregierung"।
মূল ছবিটিতে দেওয়াল থেকে এ রকম কোন প্রতিকৃতি ঝুলতে দেখা যাচ্ছে না। নীচে ভাইরাল হওয়া এবং মূল ছবির তুলনা করা হল।
পিএমও ইন্ডিয়ার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই একই ছবি ২ মে টুইট করা হয়।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: ভুয়ো দাবি: টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন