হাফ প্যান্ট পরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবিটি সম্পাদিত
বুম যাচাই করে দেখে আসল ছবিতে আদতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পাওয়া যায়।
সম্প্রতি হাফ প্যান্ট পরে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) হাঁটছেন দাবি করে এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই ছবিতে সাদা শার্ট ও খাকি রঙের প্যান্ট পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাঁটতে দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই ছবি সম্পাদিত। আসল ছবিতে আদতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নয় বরং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পাওয়া যায়।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দান করে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অতীতে একাধিকবার পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন প্রাক্তন এই বিচারপতি। এবছরের ৭ মার্চ বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এরই প্রেক্ষিতে ভাইরাল এই ছবি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "লালে থেকে 0 শূণ্য পেলাম ডাকাত দলে তাই চললাম"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভাইরাল এই ছবির উৎস জানতে তাকে রিভার্স সার্চ করে আসল ছবিটিকে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে খুঁজে পাই।
২০২১ সালের ২৭ মে প্রকাশিত এমনই এক স্ক্রলের সংবাদ প্রতিবেদনে আসল ছবিটির উল্লেখ করে তার ক্যাপশন হিসাবে লেখা হয়, "আরএসএসের পোশাকে নরেন্দ্র মোদী"।
নিচে ভাইরাল সম্পাদিত ছবি ও আসল ছবির তুলনা দেখতে পাওয়া যাবে।
ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে উল্লিখিত তথ্য অনুযায়ী, ১৭ বছর বয়সে সারা ভারত ভ্রমণের জন্য বাড়ি ছাড়েন নরেন্দ্র মোদী। দুই বছর ধরে সারা দেশ ঘুরে বাড়ি ফিরে আসার পর তিনি আহমেদাবাদে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেন।
নরেন্দ্র মোদীর ওই জীবনবৃত্তান্ততে তিনি ১৯৭২ সাল থেকে আরএসএসের প্রচারক ছিলেন বলে উল্লেখ করা হয়। পরবর্তীকালে মোদী তার রাজনৈতিক যাত্রাপথে প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী ও পরে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হন।