বিমানে শ্রীমদ্ভগবদ্গীতা হাতে পুতিনের ভাইরাল ছবি AI দিয়ে তৈরি
বুম ভাইরাল ছবিটি গুগলের এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে দেখে সেটি গুগল এআই দিয়ে তৈরি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) হাতে শ্রীমদ্ভগবদ গীতা (Srimad Bhagavad Gita) দেখা যায়।
বুম গুগলের এআই যাচাইকারী টুলে ছবিটি পরীক্ষা করে নিশ্চিত হয় ছবিটি গুগল এআই দিয়ে তৈরি। পরীক্ষার মাধ্যমে টুলটি ছবিতে SynthID-র জলছাপ শনাক্ত করতে সক্ষম হয়েছে।
গত ৪ ডিসেম্বর, ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে তার অফিসিয়াল হ্যান্ডেলগুলিতে পুতিনকে রুশ ভাষায় অনুবাদ করা একটি ভগবদ গীতা উপহার দেওয়ার ছবি পোস্ট করার পর, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিটি ভাইরাল হয়েছে। দু দেশের মধ্যে বার্ষিক শীর্ষ বৈঠক দিয়ে পুতিনের দুদিনের ভারত সফরের সমাপ্তি ঘটে।
দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি পোস্ট করে ক্যাপশনে দাবি করেন, "এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে ...! নিজের দেশ রাশিয়ায় ফেরার পথে, বিমানে মোদীজির দেওয়া "গীতা" হাতে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন...। এভাবেই দিকে দিকে প্রচার হোক ভগবান শ্রীকৃষ্ণের বানী হরে কৃষ্ণ।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. কোনও বিশ্বাসযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি: আমরা অনুসন্ধানে মাধ্যমে ভাইরাল দাবিটি সমর্থন করে এমন কোনও সংবাদ প্রতিবেদন পাইনি। এছাড়াও, ছবিটি পুতিনের বিদেশ সফরকালীন বিমানে তোলা হয়ছে বলে দাবি করা হলেও, রুশ প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এধরণের কোনও দৃশ্য সংক্রান্ত পোস্ট আমরা দেখতে পাইনি।
২. SynthID-তে পরীক্ষা গুগল এআইয়ের ব্যবহার নিশ্চিত করে: আমরা ছবিটিকে SynthID-তে পরীক্ষা করি। SynthID গুগলের তৈরি এআই ছবিকে শনাক্ত করতে সাহায্য করে। টুলটি ভাইরাল ছবি পরীক্ষা করে নিশ্চিত ভাবে জানায়, ছবিটি গুগল এআই দ্বারা নির্মিত।






