শ্রীলঙ্কায় পাওয়া কুম্ভকর্ণের তলোয়ার দাবিতে ভাইরাল AI নির্মিত ছবি
বুম দেখে ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি, আসল নয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সহযোগে তৈরি কয়েকটি দৃশ্যে খনন করা মাটির মধ্যে শায়িত এক বিশালাকার তলোয়ারের ছবি সম্প্রতি শ্রীলঙ্কায় পাওয়া হিন্দু মহাকাব্য রামায়ণের (Ramayana) অন্যতম চরিত্র তথা রাবণের ভাই কুম্ভকর্ণের তলোয়ার দাবিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি করা হয়েছে এবং তাতে কোনও বাস্তবিক দৃশ্য দেখতে পাওয়া যায় না।
ভারতীয় মহাকাব্য রামায়ণের পৌরাণিক চরিত্র এবং লঙ্কার রাজা রাবণের ভাই কুম্ভকর্ণকে বিশালাকার এক শক্তিশালী যোদ্ধা হিসাবে বর্ণনা করা হয়েছে। শ্রীরামচন্দ্র লঙ্কায় বন্দী তাঁর স্ত্রী সীতাকে উদ্ধার করার সময় লঙ্কার রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেসময় রাবণের হয়ে কুম্ভকর্ণও রামের বিরুদ্ধে রাবণের পক্ষ থেকে যুদ্ধ করেন। কথিত আছে, কুম্ভকর্ণ বছরে ছয় মাস ঘুমাতেন এবং ছয় মাস সজাগ থাকতেন ও খাওয়া দাওয়া করতেন।
ভাইরাল ছবিগুলিতে দেখা যায়, হেলমেট পরা শ্রমিকেরা খনন করা এক গর্তের চারপাশে দাঁড়িয়ে একটি বিশালাকার প্রাচীন তলোয়ার পর্যবেক্ষণ করছেন।
এক ফেসবুক ব্যবহারকারী তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে দাবি করেছেন, "কুম্ভকর্ণ র তলোয়ার পাওয়া গেছে লঙ্কায়। তাই এটা মানতেই হবে সকলকে রামায়ণ কোন গল্প কথা নয়। এটাবাস্তব ঘটনা। জয় শ্রীরাম।"
পোস্টটি দেখুন এখানে।
একই ক্যাপশনসহ বিশাল তলোয়ারের তিনটি ছবি দিয়ে তৈরি ভিডিও এক ব্যবহারকারী পোস্ট করেছেন।
পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওতে থাকা প্রতিটি দৃশ্য ট্রুমিডিয়ার এআই শনাক্তকারী টুলের সাহায্যে পরীক্ষা করে। ট্রুমিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী সফটওয়্যার সাংবাদিকদের এআই দিয়ে তৈরি কোনও দৃশ্য চিনতে সহায়তা করে।
ওই পরীক্ষার ফলাফলে ছবিগুলিতে যথেষ্ট পরিমাণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রমাণ পাওয়ার উল্লেখ করা হয়। এছাড়াও আমরা ট্রুমিডিয়ার সাথে ইমেল মারফত যোগাযোগ করলে ওই সংস্থার একজন মানব যাচাইকারী নিশ্চিত করেন ছবিগুলি ভুয়ো ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি বলে জানান।
প্রথম ছবি
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
দ্বিতীয় ছবি
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
তৃতীয় ছবি
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।