পুরনো ছবি ছড়িয়ে দাবি সুরাপানের নিষেধ ভাঙল ফিফা বিশ্বকাপ ফুটবল দর্শকরা
বুম যাচাই করে দেখে ছবিগুলির সঙ্গে বিশ্বকাপের কোনও সম্পর্ক নেই এবং নভেম্বর মাসে ফিফা বিশ্বকাপ শুরুর আগেই তোলা হয়েছিল।
কোলার ক্যানের মোড়কের ভেতর লুকনো বিয়ারের ক্যান, (beer can) এমন দুটি ছবি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে সোশাল মিডিয়ায়। মিথ্যে দাবি করা হচ্ছে এই ভাবে কাতারে ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) দর্শকরা লুকিয়ে মদ (Alcohol) নিয়ে ঢুকছেন।
বুম যাচাই করে দেখে দাবিটি মিথ্যে। ছবিগুলি পুরানো এবং কাতারে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তোলা হয়েছিল।
২০২২ সালের ফিফা বিশ্বকাপ এখন চলছে ইসলামি রাষ্ট্র কাতারে। ধর্মীয় কারণে এ বারে বিশ্বকাপে নানারকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার বেশ কিছু দিন আগেই ফুটবলের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ফিফা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভিতরে মদ্যপান নিষিদ্ধ করে। তবে ফিফার ওই বিবৃতিতে বলা হয় যে, দর্শকরা পূর্বনির্দিষ্ট কিছু জায়গা থেকে মদ কিনতে পারবেন।
এই ছবিগুলির একটিতে ক্যাপশন দেওয়া হয়েছে " কাতারে দর্শকরা বেআইনি ভাবে বিয়ার নিয়ে ঢুকছে।"
পোস্টটি দেখুন এখানে।
অন্য ছবিটিতে কোকা কোলার ক্যানের মোড়কে ঢাকা একটি মদের ক্যানের। ছবিটির সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে, "জরুরি! ব্রাজিলিয়ানরা কাতারে স্টেডিয়ামে বিয়ার নিয়ে ঢোকার একটা পথ আবিষ্কার করেছে।"
পোস্টটি দেখুন এখানে।
আরও পড়ুন: বুট কেনার সামর্থ্যের অভাবে ১৯৪৮ অলিম্পিকে ভারতীয় ফুটবল দল খালি পায়ে খেলে?
তথ্য যাচাই
বুম খুঁজে দেখে ছবিগুলি পুরনো এবং কাতারে চলা ফিফা বিশ্বকাপের সঙ্গে সেগুলির কোনও সম্পর্ক নেই। ২০২২ সালের ২০ নভেম্বর এই ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগেই এই ছবিগুলি তোলা হয়েছিল।
প্রথম ছবি
রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই যে, এই একই ছবি ২০১৫ সালের ১২ নভেম্বর আরবি সংবাদমাধ্যম আল আরবিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে ব্যবহার করা হয়েছিল।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, " MBC.net-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এক চোরাচালানকারী পেপসির ক্যানের মোড়কের আড়ালে প্রায় ৪৮,০০০ বিয়ার ক্যান নিয়ে আল বাথা সীমান্ত দিয়ে সংযুক্ত আরব আমিরশাহি থেকে সৌদি আরবে ঢোকার চেষ্টা করে।"
ওই প্রতিবেদনে লেখা হয়, "সৌদি আরবে বিয়ার চোরাচালানের এই প্রচেষ্টা ধরা পড়ে যায়, এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবে মদ নিষিদ্ধ।"
ওই সময় বিবিসি, ওয়াশিংটন পোস্টের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়েছিল।
দ্বিতীয় ছবি
ভাইরাল হওয়া অন্য যে ছবিটি সম্বন্ধে দাবি করা হচ্ছে যে, তা এই আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সময় তোলা হয়েছে, সেটির উপর এর পর আমরা রিভার্স ইমেজ সার্চ করি। সার্চে আমরা দেখতে পাই যে, ২০২২ সালের ৯ জুন, এই একই ছবিসমেত ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়েছিল।
পোস্টটি দেখুন এখানে।
ফিফার নির্ঘন্ট অনুযায়ী, বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে ২০২২ সালের ২০ নভেম্বর এবং তা শেষ হবে ২০২২ সালের ১৮ ডিসেম্বর।
আরও পড়ুন: বাংলাদেশের পতাকা হাতে লিওনেল মেসির সৌজন্য সম্পাদিত ছবি বিভ্রান্তি ছড়াল