অভিনেত্রী তব্বু বলেছেন বিজেপি, আরএসএস ক্যান্সারের মত? ছড়াল ভুয়ো উক্তি
বুম কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনে অভিনেত্রী তব্বুর বিজেপি এবং আরএসএসকে নিয়ে এমন মন্তব্যের উল্লেখ খুঁজে পায়নি।
বলিউড অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমী ওরফে তব্বু (Tabu) বিজেপি (BJP) এবং আরএসএসকে (RSS) 'দেশের মধ্যে ক্যান্সার' বলেছেন দাবি করে ভুয়ো এক উক্তি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ওই উক্তিতে তব্বুর নাম করে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে গেরুয়া সন্ত্রাসবাদীদের সাথে তুলনা এবং তাদের বিনাশের আহ্বান করা হয়।
বুম দেখে ভাইরাল এই উক্তিটি ভুয়ো। অভিনেত্রী তব্বুর এমন মন্তব্যের উল্লেখ কোনও মূলধারার সংবাদ প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়নি।
ভাইরাল সেই গ্রাফিকে অভিনেত্রীর এক ছবি ব্যবহার করে লেখা হয়, "বিজেপি, RSS ও গেরুয়া সন্ত্রাসবাদীরা হচ্ছে দেশের মধ্যে ক্যান্সারের মতো। এদেরকে এমন ভাবে শেষ করতে হবে যাতে দ্বিতীয় বার এই রোগ দেশের না হয়। -জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তাবু।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম অভিনেত্রী তব্বুর নাম করে ছড়ান বক্তব্যটির বিষয়ে জানতে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে আলাদা আলাদাভাবে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করে।
এই কীওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা কোনও মূলধারার বিশ্বস্ত সংবাদ প্রতিবেদনে তব্বুর এমন কোনও মন্তব্যের উল্লেখ পাইনি।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, তব্বু একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হওয়ায় সিনেমাজগতে তিনি যথেষ্ট পরিচিত মুখ।
তাছাড়া, একজন বলিউড অভিনেত্রী হওয়ায় বর্তমানে দেশের ক্ষমতাধীন বিজেপির বিষয়ে তিনি এমন মন্তব্য করলে তা নিয়ে নিশ্চিতভাবে রিপোর্ট প্রকাশিত হত।
এছাড়াও আমরা লক্ষ্য করি, ভাইরাল গ্রাফিকে ব্যবহার করা তব্বুর ছবিটি ২০১৬ সালের ৮ মার্চ নারীদিবস উপলক্ষ্যে ডিটারজেন্ট প্রস্তুতকারী সংস্থা এরিয়েলের এক বিতর্কসভায় তোলা হয়।
এনডিটিভির প্রকাশিত সেসময়ের এক বুলেটিন অনুযায়ী বলিউড এই অভিনেত্রী ওই বিতর্কসভায় মূলতঃ নারীশক্তির বিকাশ নিয়ে বক্তব্য রেখেছিলেন।