বিভ্রান্তিকর দাবিতে ছড়াল তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর বক্তব্য
বুম দেখে ২০১৯ সালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বিরোধী দল বিজেপির উদ্দেশ্যে মন্তব্যটি করেছিলেন।

বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তার বর্তমান দল বিজেপিকে (BJP) তুলোধোনা করে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে তাদের বিদায়ের হুমকি দিয়েছেন দাবিতে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দেখে ভিডিওটি ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারীর রাখা এক বক্তব্যের। ২০২০ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু।
ভাইরাল সেই ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা যায়, "বিজেপি হুঁশিয়ার... আর যদি গুন্ডা এনে কাঁথি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা হয় তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন... এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন... ভাগ বিজেপি ভাগ... বিজেপি ফিনিস... জয় হিন্দ, বন্দেমাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার, খুদা হাফিজ।"
ভাইরাল দাবি
বাংলার গর্ব মমতা নামের এক এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশন হিসেবে লেখা হয়, "কাঁথির মেজো খোকা বলে দিয়েছে, “ভাগ বিজেপি ভাগ!”
পোস্টটি দেখতে এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
কী পেলাম আমরা অনুসন্ধানে: ভিডিওটি ২০১৯ সালের যখন তৃণমূলে ছিলেন শুভেন্দু
১. শুভেন্দুর রাখা বক্তব্যটি ২০১৯ সালের: আমরা প্রথমে শুভেন্দুর রাখা বক্তব্যের সূত্র ধরে কাঁথি ও শুভেন্দু অধিকারীর জনসভা সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারির একাধিক ফেসবুক পোস্ট খুঁজে পাই। এমনই এক পোস্টে সেসময় কাঁথিতে তৃণমূল কংগ্রেসের হয়ে শুভেন্দু অধিকারীর করা জনসভার একাধিক ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়।
২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি করা ফেসবুক পোস্টটিতে শুভেন্দু অধিকারীর কাঁথিতে রাখা বক্তব্যের ৫ মিনিট ৩৫ সেকেন্ড দৈর্ঘ্যের এক অংশ পোস্ট করা হয়। ওই ভিডিওর ৫ মিনিট অংশ থেকে শুভেন্দুর রাখা বক্তব্যের সাথে ভাইরাল ভিডিওতে শুনতে পাওয়া বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়।
২. ভিডিওটি ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসের জনসভার: সেই সময়ের অন্যান্য ফেসবুক পোস্ট থেকে আমরা শুভেন্দু অধিকারীর মঞ্চে থাকা ব্যানারের একাধিক স্পষ্ট ছবি খুঁজে পাই যার সাথে ভাইরাল ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ওই ব্যানারে থাকা বিবরণ থেকে জানা যায় কাঁথিতে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি জনসভাটির আয়োজন করা হয়েছিল।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু। বর্তমানে শুভেন্দুর অফিসিয়াল ফেসবুক পেজে সেই জনসভার ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি।






