ভারতে নাবালক বেলুন বিক্রেতাকে মারধর বলে ছড়াল বাংলাদেশে অভিনীত ভিডিও
বাংলাদেশি বিষয়স্রষ্টা মোঃ রাজু মিয়া বুম বাংলাদেশকে নিশ্চিত করে জানান, ঢাকার আগারগাঁও এলাকায় তিনি সেটি তৈরি করেছিলেন।

রাস্তায় জোর করে এক ব্যক্তির নাবালক এক বেলুন বিক্রেতার (Child Ballon Seller) বেলুন ফাটিয়ে দেওয়ার ভিডিও সম্প্রতি ভারতের ঘটনা দাবিতে ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি যাচাই করে বুম বাংলাদেশ নিশ্চিত হয়, ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশি এক বিষয়স্রষ্টা মোঃ রাজু মিয়া সেটি তৈরি করেছিলেন।
ভাইরাল ওই ভিডিওতে দেখতে পাওয়া যায়, একজন ব্যক্তি রাস্তার মাঝখানে নাবালক এক বেলুন বিক্রেতার বেশিরভাগ বেলুন ফাটিয়ে তাকে কাঁদাচ্ছেন, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করে বিভিন্ন ব্যবহারকারী ক্ষোভপ্রকাশ করেন।
ভাইরাল দাবি
ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসেবে লেখেন, "পাগোল রোগের একটাই ওষুধ। উদুম চাবুক একটা অসহায় মুসলিম বাচ্চা বেলুন ওয়ালার সব বেলুন শেষ করে কোন হিংসা চরিতার্থ করা? আর মানুষ সেগুলো মরা মাছের অনাবৃত চোখের মতো তাকিয়ে।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভাইরাল ভিডিওটি বাংলাদেশের ঢাকায় তোলা
১. বাংলাদেশি ফেসবুক পেজের পোস্ট করা ভিডিওটির দীর্ঘতর সংস্করণ: বুম ভিডিওটির দীর্ঘতর সংস্করণটি বাংলাদেশি এক ফেসবুক পেজ অ্যামেজিং কালেকশন২৪'র পাতায় খুঁজে পায় যা ১২ জানুয়ারী, ২০২৬ তারিখে পোস্ট করা হয়েছিল। দীর্ঘতর ফুটেজটিতে দেখা যায়, লোকটি পরে শিশুটিকে ১,০০০ বাংলাদেশি টাকা দেয় এবং রাস্তায় বেলুন বিক্রি করার পরিবর্তে তাকে বাড়িতে যেতে অথবা খেলতে যাওয়ার কথা বলে।
আমরা বাংলায় পরে সম্পর্কিত এক কীওয়ার্ড সার্চ করে আরেকটি বাংলাদেশি পেজ এমআর বিডি স্ট্রিট ফুডের পোস্ট করা এক ভিডিও খুঁজে পাই, যেখানে ঘটনাটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্যামেরাবন্দী করা হয়। বুম বাংলাদেশ ওই পেজের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করে জানান, ঘটনাটি সাজানো এবং তা যখন ঢাকায় ঘটে সেসময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখতে পাওয়া ওই তিনি ব্যক্তিকে একজন বাংলাদেশি বিষয়স্রষ্টা মোঃ রাজু মিয়া বলে শনাক্ত করেন।
২. বাংলাদেশি বিষয়স্রষ্টার নিশ্চিতকরণ: আমরা এরপর দ্য ঢাকা-রাজু ভাই নামে পরিচিত মোঃ রাজু মিয়ার যাচাইকৃত ফেসবুক পেজে খুঁজে দেখি ঘটনাটি সংক্রান্ত ভিডিও তিনি ২৫ জানুয়ারী, ২০২৬ তারিখে পোস্ট করেছিলেন।
ঘটনাটির বিষয়ে এরপর বুম বাংলাদেশ মিয়াকে প্রশ্ন করলে মিয়া জানান, "ভিডিওটা আমার অভিনয় এবং তা আগারগাঁওতে ১০-১২ দিন আগে তোলা হয়েছিল। এছাড়াও, বাচ্চাটা আগে থেকে সব কিছু জানতো এবং পরবর্তীতেও ওই বাচ্চার সাথে অনেক ভিডিও আমার পেজে আপলোড করা হয়েছে।"
(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ)






