বিজেপি সাংসদকে ধাক্কার কথা স্বীকার করছেন রাহুল গান্ধী? ভিডিও সম্পাদিত
বুম দেখে রাহুল গান্ধীর বক্তব্যের অসম্পর্কিত অংশ আহত বিজেপি সাংসদের দৃশ্যের সাথে জুড়ে বিভ্রান্তিকর এই দাবি করা হয়েছে।
সম্প্রতি বিজেপি (BJP) সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন দাবি করে এক ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে।
ভাইরাল ওই ভিডিওতে আহত ষড়ঙ্গীকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়ার পাশাপাশি রাহুল গান্ধীকে "হ্যাঁ, হ্যাঁ করেছি" বলে এক মন্তব্য করতে শোনা যায়।
বুম যাচাই করে দেখে রাহুল গান্ধীর বক্তব্যের এক অংশ কাঁটছাঁট করে বিভ্রান্তিকর দাবিতে ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে। আসল ভিডিওতে কংগ্রেস নেতা বিজেপি সাংসদকে ধাক্কা দেওয়ার দাবিটি অস্বীকার করেন।
ভারতীয় সংবিধানের রচয়িতা ভীমরাও রামজি অম্বেডকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যকে ঘিরে বৃহস্পতিবার উত্তাল সংসদ ভবনে কার্যত ধাক্কাধাক্কি হয় সরকার এবং বিরোধী পক্ষের। বিজেপি সাংসদ প্রতাপ দুপক্ষের সেই ধস্তাধস্তিতে পড়ে গিয়ে অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ধাক্কার কারণেই আহত হয়েছেন তিনি।
এরই প্রেক্ষিতে ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশন হিসেবে লেখা হয়, "বিজেপি সাংসদ প্রতাব সারাঙ্গিকে সংসদে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন রাহুল গান্ধী ধিক্কার জানাই রাহুল গান্ধীকে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
বিভ্রান্তিকর এমন দাবি করে রাহুল গান্ধীর বক্তব্যটির ভিডিও পোস্ট করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে রাহুল গান্ধীর বক্তব্যের ভিডিওটি সংবাদসংস্থা এএনআইয়ের তরফ থেকে ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে পোস্ট করা হয়েছিল।
ওই ভিডিও অনুযায়ী সাংবাদিকদের সাথে কংগ্রেস নেতার কথোপকথনের উল্লেখ নিচে করা হল।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
সাংবাদিকদের সাথে রাহুল গান্ধীর কথোপকথন
জনৈক সাংবাদিক: বিজেপির সাংসদ আপনার বিরুদ্ধে অভিযোগে বলেছেন তাকে আপনি ধাক্কা মেরেছেন?
রাহুল গান্ধী: না, না, না... দেখুন...শান্ত হয়ে যান... মনে হয় আপনাদের ক্যামেরায় থাকবে... (সংসদের দিকে আঙ্গুল দেখিয়ে) এটা হল সংসদের প্রবেশদ্বার। এটা দিয়ে আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপির যিনি সাংসদ ছিলেন তিনি আমাকে আটকানোর চেষ্টা করছিলেন... ধাক্কা দিচ্ছিলেন এবং ধমকাচ্ছিলেনও... তো এটাই হয়েছে।
একজন সাংবাদিক: খড়্গেজি (বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে) এবং প্রিয়াঙ্কার সাথেও ধাক্কাধাক্কি হয়েছে...
রাহুল গান্ধী: না, না... দেখুন... হ্যাঁ, হ্যাঁ করেছি... করেছি... কিন্তু... ঠিক আছে... ধাক্কাধাক্কিতে আমাদের কিছু হয় না। কিন্তু এটা সংসদের প্রবেশদ্বার। আর আমাদের ভেতরে প্রবেশের অধিকার রয়েছে। বিজেপির সদস্যরা আমাদের ভেতরে প্রবেশ করার সময় আটকাচ্ছিলেন।
জনৈক সাংবাদিক: রাহুল জি, এটা কেন্দ্রীয় সমস্যা, যেটা আপনারা বরাবরের মতো পদত্যাগ নিয়ে দাবি করছেন...
রাহুল গান্ধী: কেন্দ্রীয় সমস্যা হল এটা যে ওনারা সংবিধানের উপর আক্রমণ করছেন। আর অম্বেডকরজির স্মৃতির অপমান করছেন।
এএনআই ছাড়াও সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে দিল্লিতে রাহুল গান্ধীর সাথে সাংবাদিকদের কথোপকথনের ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
বুমের পক্ষে কে কাকে ধাক্কা মেরেছে সেই বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে, আমরা যাচাই করে দেখেছি, ভাইরাল ভিডিওটি রাহুল গান্ধীর বিজেপি সাংসদকে ধাক্কা দেওয়ার স্বীকারোক্তি নয়।
আসল ভিডিওতে তাকে নিজের এবং তার দলের অন্যান্য সদস্য খড়্গে ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে বিজেপি সাংসদদের ধাক্কা দেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায়।