জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের গ্রেফতারির দাবি ভুয়ো
দিল্লি পুলিশ ২২ এপ্রিল টুইট করে জানায় জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক গ্রেফতার দাবির ভাইরাল পোস্ট ভুয়ো।
সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ভুয়ো দাবি করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে (Satyapal Malik) দিল্লি পুলিশ (Delhi Police) গ্রেফতার (Arrested) করেছে।
দিল্লি পুলিশ ২২ এপ্রিল ২০২৩ টুইট করে জানায় জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের গ্রেফতারি সংক্রান্ত সোশাল মিডিয়া পোস্ট ভুয়ো।
১৪ এপ্রিল, গণমাধ্যম দ্য ওয়ারকে এক সাক্ষাৎকারে জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক পুলওয়ামা ঘটনায় নিরপত্তা গাফিলতি সংক্রান্ত অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে তোপ দাগেন। তাঁকে মৌন থাকতে বলা হয়েছে বলে অভিযোগ তোলেন সত্যপাল। একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় তোলেন ওই সাক্ষাৎকারে।
ফেসবুকে পোস্ট করা ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছেন সত্যপাল। অন্যান্য পুলিশ কর্মীরা তাঁকে ঘিরে রয়েছেন।
ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “সত্যপাল মালিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এটা তো হবার কথাই ছিলো, সাহেবের বিরুদ্ধে মুখ খোলার পরিণতি তো ভুগতে হবে ওনাকে!! চুপ গণতন্ত্র চলছে..... #ShameOnModi”
ভিডিওটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির মূল ফ্রেমগুলি রিভার্স সার্চ করে সাংবাদিক অজয় ঝা-এর একটি টুইটে ভিডিওটি খুঁজে পায়।
২২ এপ্রিলের ওই টুইটে লেখা হয়, “দিল্লি পুলিশ প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক ও খাপ নেতা ইশ্বর নাঁয়ে সহ অন্যদের আটক করেছে। তাদের আরকে পুরমে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।”
টুইটের অন্য ছবিটিতে দেখা যায় থানার ভেতর সত্যপাল মালিক তাঁর অনুগামীদের নিয়ে বসে রয়েছেন।
বুম কিওয়ার্ড সার্চ করে এব্যাপারে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পায়।
এনডিটিভিতে ২২ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে শিরোনাম লেখে, “দেখুন: সত্যপাল মালিকের থানায় যাওয়া, পুলিশ বলল গ্রেফতারি নয়।”
ওই প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে লেখা হয়, মালিকের বাড়ির কাছে একটি পার্কে পুলিশ সভা করার অনুমতি না দিলে তিনি থানায় আসেন।
পুলিশ জানায় বসতিপূর্ণ এলাকায় অনুমতি ছাড়া সভা করতে দেওয়ার অনুমতি নেই। উত্তরপ্রদেশ ও হরিয়ানার গ্রাম থেকে আগত মোড়ল ও কৃষক নেতারা, যাঁরা সত্যপালের সঙ্গে দেখা করতে এসেছিলেন তারাও থানায় আসেন সত্যপালের সঙ্গে।
হিন্দুস্তান টাইমসে ২২ এপ্রিল এব্যাপারে প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওর একই দৃশ্যের ছবি রয়েছে।
২২ এপ্রিল ২৩ দিল্লি পুলিশ টুইট করে জানায়, “সোশাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে আটক করা ঘিরে। যেখানে তিনি নিজেই তাঁর সমর্থকদের নিয়ে আরকে পুরম থানায় এসেছিলেন। তাঁকে জানানো হয়েছে—স্বেচ্ছায় তিনি যেতে পারেন।”
২১ এপ্রিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই সত্যপালকে দুর্নীতির তদন্তে নোটিশ ধরানোর পরের দিন এই ঘটানটি ঘটে।