লাহোর বিমানবন্দরে আগুনের পুরনো ভিডিও সাম্প্রতিক বলে দেখাল টিভি৯, আজতক
বুম দেখে ভিডিওটিতে ৯ মে, ২০২৪ তারিখে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার দৃশ্য দেখা যায়।



গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Attack) জঙ্গি হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। এমতাবস্থায় ২৬ এপ্রিল পাকিস্তানের লাহোর এয়ারপোর্টে (Lahore Airport) পাকিস্তানি সেনার এক বিমানের টায়ারে আগুন লেগে গেছে বলে এয়ারপোর্টে আগুন লেগে যাওয়ার এক ভিডিও সম্প্রচার করে বাংলা সংবাদমাধ্যম।
ঘটনার পর রানওয়ে বন্ধ করে লাহোর এয়ারপোর্টে সব বিমানের ওঠানামা সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয় বলেও উল্লেখ করে দেওয়া হয় ওই প্রতিবেদনগুলিতে।
বুম যাচাই করে দেখে, ভিডিওতে দেখতে পাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাটি সাম্প্রতিক নয়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে দুদেশের সম্পর্কে অবনতি হওয়ার প্রায় এক বছর আগে লাহোর এয়ারপোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় প্রায় তলানিতে এসে থেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যেই সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেবে ভারত। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পহেলগাঁওয়ে হামলার তদন্তভার গ্রহণ করেছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)।
এমতাবস্থায়, 'পাক সেনার বিমান নামার সময় লাহোর বিমানবন্দরে আগুন, বন্ধ বিমান পরিষেবা' দাবি করে 'এক্সক্লুসিভ' ট্যাগসমেত ভিডিওটি সম্প্রচার করে টিভি৯ বাংলা।
ভিডিওটি টিভি৯ বাংলার ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে। প্রতিবেদনটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
এছাড়াও, 'ভারতের হুঙ্কারেই কেঁপে গেল লাহোর এয়ারপোর্ট! দাউ দাউ আগুন' শীর্ষকসমেত ভিডিওটি প্রকাশ করে আজতক বাংলা, প্রতিবেদন প্রকাশ করে সংবাদ প্রতিদিনও।
আজতক বাংলার সেই রিপোর্টের আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেমকে ভেঙে প্রথমে রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা ৯ মে, ২০২৪ তারিখে করা একটি ইনস্টাগ্রাম পোস্টের সন্ধান পাই, যেখানে এই একই ভিডিওসমেত এক ক্যাপশনে বলা হয়, ঘটনাটি সেসময় পাকিস্তানের লাহোর বিমানবন্দরে ঘটেছিল।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
বর্তমানে ভাইরাল ভিডিও এবং ৯ মে, ২০২৪ তারিখের ইনস্টাগ্রাম পোস্টে থাকা ভিডিওটির দৃশ্যের তুলনা নীচে করা হল।
এরপর, আমরা এক সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদন খুঁজে পাই। ওই প্রতিবেদনে বলা হয়, ৯ মে, ২০২৪ তারিখে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, আন্তর্জাতিক প্রস্থান লাউঞ্জের একটি কনভেয়র বেল্ট থেকে তা শুরু হয়েছিল ও দ্রুত সেই আগুন কাছাকাছি থাকা কাউন্টারে ছড়িয়ে পড়ে।
প্রতিবেদন অনুসারে, "বিমানবন্দরের সূত্র জানায় আগুন দ্রুত ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (FIA) ইমিগ্রেশন সিস্টেম এবং কাউন্টারগুলিকে ধ্বংস করে দেয়। তারা আরও জানায়, আগুন নেভাতে সেখানে প্রবেশের জন্য অগ্নিনির্বাপক কর্মীদের জানালা ভেঙে যেতে হয়েছিল।"
লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের দৃশ্যগুলি সেই সময় পাকিস্তানি সংবাদ চ্যানেলগুলিও সম্প্রচার করেছিল।
এছাড়াও, আমরা গালফ নিউজের ২৭শে এপ্রিল, ২০২৫ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাই যেখানে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় লাহোর বিমানবন্দরে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনার দাবি ভাইরাল হওয়ার পর পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পা) তা অস্বীকার করে।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্রের বয়ান উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, "লাহোরে বিমানবন্দরের কার্যক্রম কোনও বাধা ছাড়াই সুষ্ঠুভাবে চলছে। শনিবার বিমানবন্দরে আগুন লাগার বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমস্ত ফ্লাইট সময়সূচী অনুসারে চলছে এবং যাত্রী পরিষেবা অক্ষত রয়েছে"।