ফ্রান্সে দাঙ্গার ভিডিও দাবি করে ভাইরাল হল হলিউড সিনেমার শুটিংয়ের দৃশ্য
বুম দেখে ভিডিওটি আসলে ওহিওর ডাউনটাউন ক্লিভল্যান্ডে চিত্রায়িত 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮'-এর এক অ্যাকশন সিকোয়েন্স।
হলিউড (Hollywood) সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮ (Fast and Furious 8) এর শুটিংয়ের জন্য এক বহুতল বিল্ডিং থেকে গাড়ি পড়ার পুরোনো এক দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা দাবি করে বলা হয় ভিডিওটিতে এক কিশোরের মৃত্যুর কারণে ফ্রান্সে (France) হওয়া সাম্প্রতিক হিংসার ঘটনা দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটি আদতে ওহিওর ডাউনটাউন ক্লিভল্যান্ডে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮ সিনেমার জন্য বানানো এক দৃশ্য।
পশ্চিম প্যারিসের নান্টেরে শহরে একটি ট্রাফিক সিগনালে থামতে অস্বীকার করার জন্য ১৭ বছর বয়সী এক ছেলে নাহেল এমকে গুলি করে হত্যা করার পরে ফ্রান্সের শহর জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেদেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দাঙ্গাবাজদের অভিভাবকদেরকে তাদের বাড়িতে রাখতে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে দাঙ্গা আরও বাড়তে পারে এমন উত্তেজক বিষয়বস্তুগুলি সরিয়ে ফেলার জন্য ইতিমধ্যেই অনুরোধ করেছেন। নাহেলের মৃত্যু সেদেশের আগ্নেয়াস্ত্র আইন নিয়ে বিতর্কের ঝড় তুলে দিয়েছে যা একজন অফিসারকে কোনও ড্রাইভার তার গাড়ি না থামালে গুলি করার অনুমতি দেয়।
ভিডিওটি হিন্দি এক ক্যাপশনসহ শেয়ার করা হয় যার অনুবাদ, "ফ্রান্স একজন জাতীয়তাবাদী মহিলাকে ছেড়ে প্রেসিডেন্ট হিসেবে ধর্মনিরপেক্ষ লিবারেল ম্যাক্রোঁকে নির্বাচিত করেছে, ফলাফল দেখুন।"
(হিন্দিতে মূল দাবি: फ्रांस ने एक राष्ट्रवादी महिला को छोड़कर एक सेक्युलर लिबरल मैकरों को राष्ट्रपति चुना, परिणाम देखिए)
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
একই দাবি করে ভিডিওটি টুইটারেও পোস্ট করে হয়েছে।
এমনই এক পোস্ট দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির বিষয়ে জানতে তার কিছু কি-ফ্রেমকে রিভার্স সার্চ করে ২০১৬ সালের ৪ জুন প্রকাশিত বাজফিড নিউজের এক প্রতিবেদন খুঁজে পায়।
ওই প্রতিবেদনে ২০১৬ সালের ৩ জুন করা এক টুইটের উল্লেখ করে বলা হয়, "২০১৭ সাল পর্যন্ত ফাস্ট ৮ আসছে না, তবে এএল ডটকমের একজন সিনিয়র প্রযোজক জাস্টিন কিং টুইটারে কলাকুশলীদের ক্লিভল্যান্ডে একেবারে উন্মাদ এক অ্যাকশন সিকোয়েন্স দৃশ্যায়নের এই ফুটেজটি শেয়ার করেছেন"।
এই তথ্যকে সূত্র ধরে আমরা সম্পর্কিত এক কীওয়ার্ড অনুসন্ধান চালাই এবং সেই শুটিং সম্পর্কিত বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাই। আমেরিকান সংবাদমাধ্যম এবিসি নিউজও সেই সময়ে ফেসবুকে ভিডিওটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8 সিনেমার শুটিংয়ের দৃশ্য বলে পোস্ট করেছিল।
প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হল আন্তর্জাতিক এক মুভি ফ্র্যাঞ্চাইজি যা মূলত স্ট্রিট রেসিং এবং অন্যান্য অ্যাকশন সিকোয়েন্সের উপর ভিত্তি করে সিনেমা তৈরি করে। হলিউডের অনেক তারকা যেমন ভিন ডিজেল, ডোয়াইন জনসন এবং অন্যান্যরা নানা সময়ে এই ফ্র্যাঞ্চাইজির অংশ হয়েছেন।
দ্য ফেট অফ ফিউরিয়াস সিনেমার এরকমই এক দৃশ্য মুভিক্লিপস-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৯ জুলাই আপলোড করা হয়েছিল। নীচে সেই দৃশ্য দেখতে পাওয়া যাবে।