হরিয়ানায় মুসলমানদের উপর অত্যাচার বলে ছড়াল উত্তরাখণ্ডের ভিডিও
বুম যাচাই করে দেখে ঘটনাটি উত্তরাখণ্ডের দেরাদুন শহরের মহন্ত ইন্দিরেশ হাসপাতালের কাছে ঘটে।
উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনে একজন মুসলিম ব্যক্তিকে কিছু ব্যক্তির ধাওয়া করার একটি ভিডিও সম্প্রতি হরিয়ানায় (Haryana) সাম্প্রদায়িক হিংসার ঘটনা বলে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই ভিডিওর পরবর্তী অংশে একজন পুলিশকে লোকটিকে ভিড়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়। ওই ভিডিওতে ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তিকে গেরুয়া বস্ত্র পরিধান করে থাকতেও লক্ষ্য করা যায়।
বুম প্যাটেল নগর থানার সাথে যোগাযোগ করে নিশ্চিত হয় ঘটনাটি উত্তরাখণ্ডের দেরাদুনের মহন্ত ইন্দিরেশ হাসপাতালে এক বাক-বিতন্ডার কারণে ঘটেছিল।
সম্প্ৰতি বেশ কয়েকটি সহিংস সাম্প্রদায়িক সংঘর্ষের পর দেশজুড়ে রাজনৈতিক নেতারা হরিয়ানায় আইনশৃঙ্খলার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন। ৩১ শে জুলাই হিন্দু ধর্মীয় মিছিল চলাকালীন শুরু হওয়া হিংসার ঘটনায় অন্ততঃপক্ষে ছয়জনের মৃত্যু ও একটি মসজিদ ভস্মীভূত হয়েছে বলে জানা যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ও গুরুগ্রামের সাংসদ রাও ইন্দ্রজিৎ সিংহ ধর্মীয় এক মিছিলে অস্ত্র ব্যবহার এবং তা থেকে হিংসা নিয়ে প্রশ্ন তোলেন।
এরই পরিপ্রেক্ষিতে হরিয়ানার দাবি করে বেশ কিছু পুরনো, সম্পর্কহীন ছবি ও ভিডিও ভাইরাল হয়।
এমনই এক ভিডিও সম্প্ৰতি হরিয়ানার ঘটনা দাবি করে ইংরেজি ক্যাপশনসমেত লেখা হয়, "রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস চলছে। এটা ভয়াবহ।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ভিডিওটি একই দাবি করে বাংলা ক্যাপশনসহ পোস্ট করে লেখা হয়, "ইন্ডিয়া হরিয়ানা প্রদেশ মুসলমানের উপর অত্যাচার আল্লাহ এটা একদিন বিচার করবে"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওর একটি কীফ্রেমকে রিভার্স সার্চ করে ২০২৩ সালের ৩ আগস্ট তারিখের এক ফেসবুক পোস্ট খুঁজে পায় যেখানে ভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি সম্ভবতঃ উত্তরাখণ্ডের দেরাদুনের বলে দাবি করা হয়।
এই তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে আমরা এলাকাটি গুগল ম্যাপের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা করি এবং ঘটনাটি উত্তরাখণ্ডের দেরাদুনের প্যাটেল নগর এলাকায় শ্রী মহন্ত ইন্দিরেশ হাসপাতালের কাছে ঘটেছে বলে দেখতে পাই।
আমরা ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া দৃশ্যের সাথে হাসপাতালের ছবিগুলির তুলনা করে জানতে পারি ভিডিওটি হাসপাতালের কাছে রেকর্ড করা হয়েছে। নিচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।
এবিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা উত্তরাখণ্ডের দেরাদুনের প্যাটেল নগর থানায় যোগাযোগ করি যারা আমাদের নিশ্চিত করে বলেন ঘটনাটি কয়েকদিন আগে তাদের এলাকাতেই ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার ভিডিওটির সম্পর্কে বুমকে জানান, "ঘটনাটি সাম্প্রতিক। প্রথমে তর্ক শুরু হয় ইন্দিরেশ হাসপাতালে। সেখানে হিন্দু সংগঠনের কিছু লোক জড়ো হয়েছিল। ওই মুসলিম ব্যক্তিটি কেন তাদের আলোচনা শুনছেন এই প্রশ্ন করে তারা সেই মুসলিম ব্যক্তিকে ধাওয়া করে। আমরা তখন হস্তক্ষেপ করি।"
বুম স্বাধীনভাবে ঘটনাটির বিষয়ে এর অতিরিক্ত তথ্য যাচাই করতে পারেনি।