BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • ব্যাঙ্কের নিয়ম বদল মিথ্যে দাবিতে...
      ফ্যাক্ট চেক

      ব্যাঙ্কের নিয়ম বদল মিথ্যে দাবিতে ছড়াল ২০১৮ সালের ভিডিও

      বুম যাচাই করে দেখে ভিডিওতে ছড়ানো খবর ওই সেই সময় কেন্দ্রীয় সরকার গুজব বলে নস্যাৎ করে।

      By - Srijit Das |
      Published -  7 Jan 2023 5:22 PM IST
    • ব্যাঙ্কের নিয়ম বদল মিথ্যে দাবিতে ছড়াল ২০১৮ সালের ভিডিও
      Listen to this Article

      জি বিজনেস নিউজ-এর (Zee Business News) একটি পুরনো ভিডিওতে ব্যাঙ্কের লেনদেনের ওপর বাড়তি মাসুল ধার্য করা হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। কিন্তু সেই ভিডিওটি এই দাবি সমেত এখন প্রচার করা হচ্ছে এই বলে যে, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এক সাম্প্রতিক নির্দেশিকায় ওই নতুন মাসুল ধার্য করা হয়েছে। আরও দাবি করা হয়েছে যে, পরিবর্তিত নিয়মগুলি ২০ জানুয়ারি থেকে চালু হবে।

      ওই ভিডিওটিতে সঞ্চালককে বলতে শোনা যাচ্ছে যে, ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে লেনদেনের চার্জ বাড়িয়ে দেওয়া হবে। রিপোর্টটিতে বলা হয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবায় 'পিন' খোলা ও পাসওয়ার্ড দেওয়ার জন্য বাড়তি ২৫ টাকা দিতে হবে। মোবাইল ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে দিতে হবে ১০ টাকা। বুলেটিনটিতে আরও বলা হয়েছে, ২০ জানুয়ারি থেকে চালু হবে ওই নতুন নিয়ম।

      বুম দেখে, ওই সংবাদ বুলেটিনটি জানুয়ারি ২০১৮ সালের। সেটিতে একটি গুজব সম্পর্কে খবর করা হয়। সেই সময়, কেন্দ্রীয় সরকার গুজবটি খণ্ডনও করে।

      ব্যাঙ্ক-লকার নীতি ও ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম পরিবর্তনের খবরের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি প্রচার করা হচ্ছে। খবরে প্রকাশ, বিজ্ঞাপিত নতুন নিয়মগুলি ১ জানুয়ারি, ২০২৩ থেকে বলবৎ হবে।

      ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "২০২৩-এ ব্যাঙ্কের নিয়ম পাল্টাচ্ছে। শেয়ার করুন।"


      পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।


      পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

      যাচাইয়ের জন্য ভিডিওটি আমাদের হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) আসে।



      আরও পড়ুন:স্রষ্টার নাম বিভ্রান্তি সহ ছড়াল কলকাতায় তুষারপাতের "কৃত্রিম বুদ্ধিমত্তা" ছবি

      তথ্য যাচাই

      বুম লক্ষ করে, ভিডিওটিতে সঞ্চালকের পেছনে 'ডিএনএ মানি' লেখাটি দেখা যাচ্ছে। সেটিকেই কি-ওয়ার্ড হিসেবে ব্যবহার করে আমরা টুইটারে সার্চ করি। তার ফলে, জি বিজনেস-এর একজন কর্মকর্তার করা একটি টুইট দেখতে পাই আমরা। সেটিতে ভিডিওটির একটি বড় সংস্করণ ছিল।

      ৫ জানুয়ারি, ২০১৮ ভিডিওটি আপলোড করা হয়। সেটির ক্যাপশনে লেখা হয়, "ডিএনএ মানি। ২০ জানুয়ারি থেকে ব্যাঙ্ক পরিষেবা আরও ব্যয় সাপেক্ষ হবে। কোন কাজের কী চার্জ হবে, তা দেখে নিন।"

      #DNAMoney | 20 जनवरी से महंगी हो जाएगी बैंकिंग ! देखिए, किस काम के लिए कितना चार्ज लगेगा? pic.twitter.com/ZCvq1zKUAw

      — Zee Business (@ZeeBusiness) January 5, 2018

      টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।

      এর পর আমরা ওই খবরটির সন্ধান করলে, ডিডি নিউজের একটি রিপোর্ট দেখতে পাই্। তাতে এই বিষয়ে, কেন্দ্রীয় সরকারের দেওয়া একটি বিবৃতির কথা বলা হয়।

      ১০ জানুয়ারি, ২০১৮ প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, "আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমার স্পষ্ট করেন যে, ২০ জানুয়ারি থেকে বিনা মূল্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। এবং জনসাধারণকে 'ভিত্তিহীন গুজবে' কান না দিতে অনুরোধ করেন।"

      তাতে আরও বলা হয়, "সংবাদ মাধ্যমের একাংশে বলা হয়েছে যে, ২০ জানুয়ারি, ২০১৮ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিনামূল্যের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে যে, বিনামূল্যের পরিষেবাগুলি বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা ব্যাঙ্কগুলির নেই। ওই বিবৃতিতে আরও বলা হয়, ব্যাঙ্কগুলি তাদের বাণিজ্যিক ও পরিচালনা সংক্রান্ত ব্যয় ক্রমাগত পর্যালোচনা করে চলে এবং প্রয়োজন দেখা দিলে মূ্ল্য বাড়ায়।"

      আমরা এও দেখি যে, রাজীব কুমার তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ওই একই বিজ্ঞপ্তি টুইট করেন।

      Indian Bank Association clarification on rumours on discontinuation of free services by Banks@pmoindia@finmin@PTI@ANI pic.twitter.com/liA89uF6cJ

      — Rajiv kumar (@rajivkumarec) January 10, 2018

      টুইটটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

      আরও পড়ুন:ভাইরাল ছবি মালগাড়ি চালকের, বঙ্গে বন্দে ভারত চালান ভিন্ন ব্যক্তি


      Read Full Article
      Claim :   ভিডিওটি ব্যাঙ্কিং নিয়মে সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কিত নিউজ বুলেটিনের
      Claimed By :  Social Media Users
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!