বিহারে রাহুল গান্ধীর মিছিল দাবি করে ভাইরাল পুরীতে রথযাত্রার পুরনো ভিডিও
বুম দেখে ভিডিওটি বিহারের নয়, বরং ওড়িশার পুরীতে অনুষ্ঠিত বার্ষিক রথযাত্রার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিশাল জনসমাগমের একটি ভিডিও বিহারে (Bihar) কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) 'ভোটার অধিকার যাত্রা'র (Voter Adhikar Yatra) দৃশ্য দাবি করে ভাইরাল হয়েছে।
বুমের যাচাই করে দেখে ভিডিওটি আসলে ওড়িশার পুরীতে অনুষ্ঠিত বার্ষিক জগন্নাথ রথযাত্রার।
রিভার্স ইমেজ সার্চ এবং জিওলোকেশনের সাহায্যে অনুসন্ধান করে বুম নিশ্চিত হয়, ভাইরাল ক্লিপে দেখা মন্দিরের পরিকাঠামো এবং রাস্তা পুরীর শ্রী জগন্নাথ মন্দির এবং গ্র্যান্ড রোডের।
ভাইরাল দাবি
১৭ আগস্ট, ২০২৫-এ বিহারে রাহুল গান্ধীর শুরু করা ভোটার অধিকার যাত্রার ভিডিও বলে এক ফেসবুক ব্যবহারকারী ভাইরা ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি লেখেন, “ইতিহাস লিখেছেন রাহুল গান্ধী। রুবিকা লিয়াকত কখনই বলবেন না যে রাহুল গান্ধী সব রেকর্ড ভেঙে দিয়েছেন।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ডিওটি রাহুল গান্ধীর সমাবেশের আগের: বুম ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে পায়। ভোটার অধিকার যাত্রা শুরু হওয়ার আগে, ৫ জুলাই, ২০২৫-এ @ecitymirror-এর পোস্ট করা ইনস্টাগ্রাম রিলে আমরা ভাইরাল ভিডিওটি দেখতে পাই। ওই পোস্টে ভিডিওটি পুরীর রথযাত্রার বলে দাবি করা হয়।
২. পুরনো ফুটেজ বহুবার শেয়ার: বুম দেখে, এবছর রথযাত্রার আগেও একই ভিডিওর অংশ ইনস্টাগ্রামে ৯ জুন শেয়ার করা হয়েছিল। আমাদের অনুসন্ধান নিশ্চিত করে ভিডিওটি চলমান ভোটার অধিকার যাত্রার নয়।
৩. ঘটনাস্থল পুরী বলে নিশ্চিত করে জিওলোকেশন: বুম ভাইরাল ভিডিওয় দৃশ্যমান মন্দিরের পরিকাঠামো এবং সংলগ্ন রাস্তার সাথে শ্রী জগন্নাথ মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটের ছবি এবং গুগল ম্যাপসে পাওয়া মন্দিরের কাছে পুরীর গ্র্যান্ড রোডের ছবি তুলনা করে যা ঘটনাস্থল পুরী হিসাবে নিশ্চিত করে, বিহার নয়।