আকাশপথে পুতিনকে পাহারা দিচ্ছে ভারতীয় যুদ্ধবিমান বলে ছড়াল সিরিয়ার ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের পুতিনের সিরিয়া যাওয়ার সময়। ভিডিওয় রুশ বায়ুসেনার যুদ্ধবিমান দেখা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুশ প্রেসিডেন্ট (Russian President) ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিমানকে একাধিক যুদ্ধবিমানের সুরক্ষা দেওয়ার একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ভিডিওটি ভারত সফরে আসার সময় ভারতের আকাশপথে পুতিনের বিমানকে ভারতীয় যুদ্ধবিমানের (Indian fighter jets) পাহারা দেওয়ার দৃশ্য বলে।
বুম যাচাই করে দেখে ভিডিওটি আসলে ২০১৭ সালের পুতিনের সিরিয়া সফরে যাওয়ার সময়ের এবং ভিডিওয় রুশ বায়ুসেনার যুদ্ধবিমান দেখা যায়।
গত ৪ ডিসেম্বর, ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকের জন্য দুদিনের ভারত সফরে আসেন পুতিন।
দাবি
একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "পুতিন ভারত সফরের সময় ভারতীয় যুদ্ধবিমান তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে তা দেখে পুতিন এর রিঅ্যাকশন।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ২০১৭ সালের ভিডিও: আমরা ভাইরাল ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১৭ সালের একাধিক পোস্টে একই ভিডিও আপলোড করা দেখতে পাই। ১২ ডিসেম্বর, ২০১৭-র একটি পোস্ট থেকে জানা যায়, ভিডিওয় দেখা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া যাওয়ার সময় তাকে সুরক্ষা প্রদান করা যুদ্ধবিমানগুলিকে দেখছেন।
আমরা একটি ইউটিউব চ্যানেলেও একই ভিডিও পাই যেখানে রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটি সংবামাধ্যমের লোগো দেখা যায়। বর্ণনা অনুযায়ী, ভিডিওয় পুতিনের অঘোষিত সিরিয়া সফরের সময় এসইউ-৩০এসএম যুদ্ধবিমানগুলিকে প্রেসিডেন্টের বিমানকে আকাশপথে সুরক্ষা দিতে দেখা যায়।
২. রাশিয়ার সংবাদমাধ্যমের ভিডিও প্রতিবেদন: এরপর আমরা রিলেটেড কিওয়ার্ড সার্চের মাধ্যমে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এবং আরআইএ নোভোস্তি ২০১৭ সালের প্রতিবেদনে অনুরূপ দৃশ্য দেখতে পাই। প্রতিবেদন অনুসারে, ভিডিওয় ২০১৭ সালের ডিসেম্বরে সিরিয়ার খমেইমিম বিমানঘাঁটিতে যাওয়ার সময় পুতিনের বিমানের পাশে রাশিয়ান এরোস্পেস বাহিনীর যুদ্ধবিমান দেখা যায়।
আমরা ২০১৭ সালের প্রতিবেদনের দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটি তুলনা করে উভয় দৃশ্য একই সময়ের।
৩. সিরিয়ায় পুতিনের বিমানকে পাহারা দেওয়া এসইউ-৩০ পাইলটের সাক্ষাৎকার: ১৬ ডিসেম্বর, ২০১৭-এ সংবাদমাধ্যম আরটি সিরিয়া ভ্রমণের সময় ভ্লাদিমির পুতিনের বিমানকে সুরক্ষা দেওয়া এসইউ-৩০এসএম বিমানগুলির মধ্যে একজন পাইলটের সাক্ষাৎকারসহ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন পাইলট জানান, এসইউ-৩০এসএম বিমানগুলি পুতিনের বিমান লক্ষ্য করে নিক্ষেপ করা কোনও ক্ষেপণাস্ত্রের জন্য হিট ট্র্যাপ হিসাবে কাজ করছিল।
ইউরি নামক একজন পাইলট রসিয়া ১-এর সংবাদদাতাকে বলেন, "আমরা সর্বোচ্চ গতিতে চলছিলাম কারণ আমাদের বিমানগুলির গতি আলাদা এবং আমরা রাষ্ট্রপতির বিমানটিকে উভয় দিক থেকে রক্ষা করছিলাম।" পুতিন পরে বিমানবাহিনীকে তাদের সাহসের জন্য ধন্যবাদ জানান।
২০১৯ সালের অন্যান্য অসম্পর্কিত দৃশ্য: আমরা দেখি ভাইরাল ভিডিওয় দৃশ্যমান আকাশে বিমানের শেষ দুটি দৃশ্যও পুতিনের ভারত সফরের সঙ্গে সম্পর্কিত নয় এবং এটি পুতিনের ২০১৯ সালের আখতুবিনস্কের চকালভ ফ্লাইট টেস্ট সেন্টারে সফরের। ২০১৯ সালের ১৪মে রাশিয়ার রাষ্ট্রপতির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দৃশ্যগুলি দেখা যায়।






