না, ভাইরাল এই ভিডিও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজামণ্ডপের দৃশ্য নয়
বুম দেখে পুরনো এই ভিডিওর সাথে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের পুজোর থিম ডিজনিল্যান্ডের দৃশ্যের সম্পর্ক নেই।
সম্প্রতি কলকাতার (Kolkata) লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) এবছরের পুজোর থিম ডিজনিল্যান্ডের (Disneyland) দৃশ্য দাবি করে এক ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই ভিডিও এবছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দূগাপূজোর প্যান্ডেলের নয়। ভিডিওটি পুরনো ও তাতে ফ্রান্সের প্যারিস শহরে থাকা থিম পার্ক ডিজনিল্যান্ডের দৃশ্য দেখতে পাওয়া যায়।
গত ১২ অক্টোবর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন ডিজনিল্যান্ডের আদলে তৈরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমন্ডপ। দমকলমন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বোস ইতিমধ্যেই ঘোষণা করেছেন মহালয়ার দিন অর্থাৎ ১৪ অক্টোবর সন্ধে থেকে সর্বসাধারণ দর্শন করতে পারবে তাদের শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজো। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৬ অক্টোবর তথা দ্বিতীয়ার দিন শ্রীভূমির পুজোতে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্বজয়ী ব্রাজিলীয় ফুটবলার রোনাল্ডনিহোর।
দ্য নিউজ বাংলা নামের এক ইউটিউব চ্যানেল ভিডিওটি পোস্ট করে লেখে, "শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ২০২৩ সালের দুর্গা পুজো প্যান্ডেল"।
ওই পোস্টের আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
একই ধরণের দাবি করে ভিডিওটি অনেকে ফেসবুকেও পোস্ট করেন।
এমনই এক পোস্ট দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভাইরাল এই ভিডিওর কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করে এবং দেখতে পায় ৭ জুলাই ২০২২ তারিখে এক ব্যবহারকারী এই একই ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন।
ওই ভিডিওর বিবরণী অংশে সেই ব্যবহারকারী তা ফ্রান্সের প্যারিস শহরে থাকা ডিজনিল্যান্ডের দৃশ্য বলে উল্লেখ করেন।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
এর থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি পুরনো এবং তাতে এবছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দূগাপূজোর প্যান্ডেলের দৃশ্য দেখতে পাওয়া যায় না।
এছাড়াও আমরা ডিজনির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ১২ এপ্রিল ২০২২ তারিখে পোস্ট করা এক ভিডিওতে একই ধরণের দৃশ্য দেখতে পাই। ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, ৩০ বছর পূর্তির উপলক্ষ্যে প্যারিসের ডিজনিল্যান্ডে এমন আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
এরপর আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের পুজোর থিমের কিছু দৃশ্য পেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্রী ও ওই অঞ্চলের বাসিন্দা শতাব্দী পালের সাথে যোগাযোগ করি। শতাব্দী বুমকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এক ভিডিও পাঠান যেখানে মণ্ডপের পাশে থাকা স্থানীয় আবাসনের দৃশ্যও দেখতে পাওয়া যাবে।