মালদার মোথাবাড়িতে সংঘর্ষের দৃশ্য দাবিতে ভাইরাল পুরনো, অসম্পর্কিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০১৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।



মোথাবাড়িতে (Mothabari) সাম্প্রদায়িক সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রাস্তায় লাঠি নিয়ে দুই দলের মধ্যে মারামারির পুরনো ভিডিও মালদার (Maldah) মোথাবাড়ির দৃশ্য দাবি করে ভাইরাল হয়েছে।
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০১৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে এবং মালদার মোথাবাড়িতে হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
গত ২৭শে মার্চ পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকরা জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন ও সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়।
২৯ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "মালদা মোথা বাড়িতে মহাভারত শুরু হয়ে গেছে জয় শ্রী রাম জয় শ্রীরাম।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম আগেও ভাইরাল ভিডিওটির তথ্য যাচাই করেছে যখন সেটি ভিন্ন দাবিসহ ছড়িয়ে পড়েছিল। পড়ুন এখানে ও এখানে।
সেসময় আমরা ভিডিওটিকে বিভিন্ন কিফ্রেমে ভেঙে সেগুলিকে রুশ সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্সে রিভার্স ইমেজ সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা দেখি ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের ২৭ অক্টোবর একটি ইউটিউব হ্যান্ডেলে আপলোড করা হয়েছিল।
ভিডিওতে ব্যাঙ্গাত্মক ক্যাপশন হিসাবে লেখা ছিল, "ইন্ডিয়া বনাম পাকিস্তান"।

ভিডিওর আর্কাইভ দেখুন এখানে।
বুম স্বাধীন ভাবে ভিডিওর উৎস যাচাই করতে সক্ষম হয়নি। তবে, আমাদের অনুসন্ধান থেকে আমরা নিশ্চিত হয়েছি মালদার মোথাবাড়িতে হওয়া সাম্প্রতিক সংঘর্ষের সঙ্গে এই ভিডিওর কোনও যোগ নেই।