পশ্চিমবঙ্গে মহরমের মিছিল ঘিরে অশান্তির দাবিতে ভাইরাল বিহারের ভিডিও
বুম দেখে ৫ জুলাই, ২০২৫-এ বিহারের মুজাফফরপুর জেলার বারিয়ারপুরে মহরমের জুলুসের সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ভিডিও এটি।

লাঠি, তলোয়ার ও ইট ছুঁড়ে দুই গোষ্ঠীর মধ্যে মারামারির ভিডিও সম্প্রতি পশ্চিমবঙ্গে (West Bengal) মহরমের (Muharram) মিছিল থেকে হিন্দুদের (Hindu) উপর আক্রমণের ভুয়ো দাবিসহ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা দাবি করেছেন, ভিডিওয় দেখতে পাওয়া ঘটনাস্থল হল পশ্চিমবঙ্গের মুজাফফরপুর (Muzaffarpur) জেলার বারিয়ারপুর।
বুম যাচাই করে দেখে ঘটনাটি পশ্চিমবঙ্গের নয়। ভিডিওটি বিহারে মুজাফফরপুর জেলার বারিয়ারপুরের এক গ্রামে মহরমের জুলুসের সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় রেকর্ড করা হয়। এছাড়াও, পশ্চিমবঙ্গে মুজাফফরপুর নামের কোনও জেলা নেই।
ভাইরাল দাবি
১ মিনিট ৯ সেকেন্ডের ভাইরাল ভিডিওয় দুই গোষ্ঠীকে ইট, লাঠি, ছুরি, তলোয়ারের মতো জিনিস নিয়ে একে ওপরের উপর হামলা করতে দেখা যায়। দুই গোষ্ঠীর মধ্যে এক দলের পরনে সবুজ জামা বা মাথায় সবুজ কাপড় বাঁধা দেখা যায়। একটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "এই ঘটনাটি পশ্চিমবঙ্গের, কাশ্মীর বা অন্য কোনও রাজ্যের নয়। মুজাফফরপুর জেলার সাকরা ব্লকের অন্তর্গত বারিয়ারপুর চকে মহরমের মিছিলে হিন্দুদের সাথে মারধর ও রক্তপাত করা হচ্ছে। সংখ্যালঘু তোষণ করতে গিয়ে মাননীয়া পশ্চিমবঙ্গকে জিহাদী-মুসলিমদের তাণ্ডবের আখড়া করে তুলছেন।"
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভাইরাল ভিডিও বিহারের মুজাফফরপুরের
আমরা দেখি ক্যাপশনে ঘটনাস্থল পশ্চিমবঙ্গের মুজাফফরপুর জেলার সাকরা ব্লকের বারিয়ারপুর চক বলে দাবি করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে মুজাফফরপুর নামের কোনও জেলা নেই। বরং, মুজাফফরপুর জেলার সাকরা ব্লকের বারিয়ারপুর বিহারে অবস্থিত।
এরপর, আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওসহ দুটি ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্ট পাই যেখানে ঘটনাস্থল বিহার বলা হয়েছে। এছাড়াও, ভাইরাল ভিডিওর বিষয়ে করা এক এক্স পোস্টে মুজাফফরপুর পুলিশের উত্তর পাই। মুজাফফরপুর পুলিশের তরফ থেকে জানানো হয়, ৫ জুলাই হওয়া এই ঘটনার তদন্ত চলছে এবং এর সাথে যুক্ত দুই গোষ্ঠীর থেকে ৫ জন করে গ্রেফতার করা হয়েছে।
২. সংবাদমাধ্যমে ঘটনার বিবরণ
গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করেও বিহারের বারিয়ারপুরের গোষ্ঠী সংঘর্ষ সংক্রান্ত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। নবভারত টাইমসের ৫ জুলাই, ২০২৫-এর প্রতিবেদন অনুসারে, মুজাফফরপুরে বারিয়ারপুরের গৌরিহার গ্রামে মহরমের তাজিয়া মিছিলের সময় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির সৃষ্টি হয় যা একসময় পাথর ছোঁড়ায় পরিণত হয়। ঘটনার খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার সুশীল কুমার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই গ্রামে পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়।