মহিলাদের প্রিমিয়ার লিগের ধারাভাষ্যকারদের কৌতুক পোস্ট সত্যি বলে ছড়াল
বুম যাচাই করে দেখে খবরটি সত্যি নয়, বিদ্রূপাত্মক পোস্ট হিসাবেই কৈতুক হিসাবে শেয়ার করা হয়েছে।
দুই পুরুষ ধারাভাষ্যকারের (Commentator) ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, যৌনগন্ধী মন্তব্য করার দায়ে তাঁদের মহিলা প্রিমিয়ার লিগের (Women's Premier League) ক্রিকেট টুর্নামেন্টের ধারাবিবরণী দেওয়ার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুম দেখে পোস্টটিতে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক তকমা সাঁটা রয়েছে এবং সেটা এক ধরনের কৌতুক হিসাবেই সমাজ-মাধ্যমে শেয়ার হয়েছে। উপরন্তু আমরা ওই দুই ধারাভাষ্যকারের বিরুদ্ধে যৌনগন্ধী মন্তব্য করার কোনও প্রমাণও পাইনি, কিংবা তাঁদের মহিলা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ধারাবিবরণী দেওয়া থেকে নিষিদ্ধ করার প্রমাণও পাইনি।
গত ৪ মার্চ ভারতে শুরু হওয়া ২০ ওভারের আন্তর্জাতিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টকে মহিলা ক্রিকেটের স্বার্থ ও জনপ্রিয়তা বৃদ্ধির পথে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই এই ভুয়ো খবরটি ভাইরাল হয়েছে।
শেয়ার করা পোস্টটিতে লেখা হয়েছে, “দুই পুরুষ ধারাভাষ্যকারকে নিষিদ্ধ করার কারণ একজনের মন্তব্য, যিনি এক খেলোয়াড় একটি ক্যাচ ফেলে দেওয়ায় বলে ওঠেন—মেয়েরা ক্রিকেট খেলবে... হা-হা-হা!”
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ছবিটির উপরের জলছাপটিতে লেখা—“tw/hp_mode2”, যার অর্থ, এই পোস্টটি প্রথমে টুইটারে ভাইরাল হয়। এই সূত্র অনুসরণ করে আমরা টুইটারে দেওয়া মূল পোস্টটিও খুঁজে পাই।
টুইটার পোস্টটি দেখতে এখানে এবং তার আর্কাইভ বয়ান দেখতে এখানে ক্লিক করুন।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৩ লক্ষ লোক এই পোস্টটি দেখেছেন এবং ৩৩ হাজার জন ‘লাইক’ দিয়েছেন l অন্য অনেকেই এই ব্যঙ্গাত্মক পোস্টটি শেয়ার করেছেন, বিশেষত যাঁরা অনলাইনে মহিলাদের বিদ্রূপ বা হেয় করে পোস্ট দেন।
এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখে এই পোস্টটি মজা করে করা, কৌতুক বা পরিহাস ছলে এবং মহিলা প্রিমিয়ার লিগের খেলার ধারাবিবরণী দেওয়ার সময় এ রকম কোনও যৌনগন্ধী মন্তব্যেরও কোনও প্রমাণ নেই।
যারা এই ছবি আপলোড করেছিল, আমরা তাদের প্রোফাইল দেখেছি এবং তাদের bio-তে ‘মিম, ক্রিকেট, প্যারডি’ ইত্যাদি শব্দও লেখা রয়েছে দেখেছি।
পোস্টটি দেখুন এখানে।
ছবিটিতে ভাল করে নজর করলে দেখা যাবে, একেবারে বাঁ দিকে ‘স্যাটায়ার’ কথাটিও ছোট অক্ষরে লেখা রয়েছে।
আমরা পোস্টটির ‘মন্তব্য’ বিভাগটি পরীক্ষা করি, যেখানে অনেকেই জানতে চেয়েছেন খবরটি সত্যি কিনা, যার উত্তরে জানানো হয়েছে যে, পোস্টটি পরিহাসছলে শেয়ার করা হয়েছে।
আমরা ধারাভাষ্যকারদের নিষিদ্ধ করা সংক্রান্ত সংবাদ-প্রতিবেদনও খুঁজেছি, কিন্তু সে ধরনের কোনও খবর পাইনি।
ভাষ্যকারদের ছবিটির খোঁজে আমরা গুগল সার্চ করে ২০১৯ সালের মে মাসে ডেকান হেরাল্ড সংবাদপত্রে একটি প্রতিবেদন পেয়েছি, যাতে ভাইরাল পোস্টে প্রকাশিত ভাষ্যকারদের ছবিটি রয়েছে।
ছবিটি দেখতে এখানে ক্লিক করুন।
ছবির ক্যাপশনে লেখা, “সাম্প্রতিক একটি আইপিএল ম্যাচের সময় ধারাবিবরণী দিচ্ছেন সুজিত সোমসুন্দর, বিজয় ভরদ্বাজ (দাঁড়িয়ে) এবং শ্রীনিবাস মূর্তি” l প্রতিবেদনটি ওই ৩ ধারাভাষ্যকারের সাক্ষাৎকার সংক্রান্ত, যাঁরা কন্নড় ভাষায় ২০১৯ সালের আইপিএল টুর্নামেন্টের ধারাবিবরণী দিয়েছিলেন।
আমরা বর্তমানে অর্থাৎ ২০২৩ সালের মহিলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ধারাভাষ্যকারদের নামের তালিকাও খতিয়ে দেখেছি, এবং সেখানে কোথাও এই তিনজনের নাম নেই।